আজঃ সোমবার ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

চসিকের নির্মাণ সামগ্রী পরীক্ষাগারের প্রথম প্রতিবেদন হস্তান্তর

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্মাণ সামগ্রী পরীক্ষাগারের করা প্রথম পরীক্ষার প্রতিবেদন ঠিকাদারের কাছে হস্তান্তর করছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো রেজাউল করিম চৌধুরী।

বৃহস্পতিবার টাইগারপাস চসিক কার্যালয়ে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহিনুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহানসহ প্রকৌশলীবৃন্দ ও কর্মকর্তাবৃন্দ প্রতিবেদন হস্তান্তরে উপস্থিত ছিলেন।

গত বছরের ৯ নভেম্বর সড়কে ব্যবহৃত নির্মাণসামগ্রীর মান পরীক্ষা করতে গবেষণাগার চালু করেছে চসিক। সাগরিকায় অব¯ি’ত কোটি টাকা ব্যয়ে নির্মিত এ গবেষণাগারে কোর কাটার মেশিন, ওভেনসহ ৩৩টি বিভিন্ন অত্যাধুনিক মেশিনে সড়কসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে ব্যবহৃত সামগ্রী পরীক্ষা করা হবে। আবার প্রকল্প শেষ হলে সে প্রকল্প থেকে স্যাম্পল সংগ্রহ করে কাজের মান পরীক্ষা করা হবে। ফলে একদিকে চট্টগ্রামের রাস্তার মান বাড়বে, অপরদিকে আগে এ পরীক্ষাগুলো বাহিরে করতে গিয়ে যে ব্যয় হতো তা সাশ্রয় হয়ে চসিকের আয় বাড়বে এবং সময় সাশ্রয় হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বরমা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাকলিয়ায় আটক

চট্টগ্রাম চন্দনাইশ উপজেলা বরমা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মধুসুদন দত্তকে আটক করেছে বাকলিয়া থানা পুলিশ। বাকলিয়া থানা পুলিশের বিশেষ একটি দল গোপন অভিযান চালিয়ে তাকে আটক করে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাকলিয়া থানাধীন বহদ্দার হাট বলির হাট এলাকায় অভিযান চালিয়ে বরমা ইউনয়িনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মধুসুদন দত্তকে আটক করে বাকলিয়া থানা পুলিশ। আটককৃত মধুসুদন দত্ত ৫নং বরমা ওয়ার্ড আওতাধীন ৫নং ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

এ ব্যাপারে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দিন জানান, বরমা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মধুসুদন দত্তকে আটক করা হয়েছে। তিনি বরমা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জেনেছি। তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে যাচাই বাছাই করা হচ্ছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মধুসুদন দত্ত বরমা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ২ হিসেবে দায়িত্বরত ছিলেন। বর্তমান চেয়ারম্যান অপসারিত হলে মধুসুদন দত্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান।

ফটিকছড়ি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা

পেশাদার সাংবাদিকদের সংগঠন ফটিকছড়ি প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে সংবর্ধনা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা শাখার নেতৃবৃন্দ।
১৫ ফেব্রুয়ারী (শনিবার) বিকালে ফটিকছড়ি উপজেলা সদরস্থ একটি কনভেনশন সেন্টারে এই সংবর্ধনার আয়োজন করে।
সংবর্ধনা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলার আহ্বায়ক বিশিষ্ট ব্যাংকার মুহাম্মদ একরামুল হক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি সৈয়দ মুহাম্মদ মাসুদ ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু এখলাছ ঝিনুক।
প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, এস.এম. মোরশেদ মুন্না (দৈনিক পূর্বকোণ), মোঃ এমরান হোসেন (দৈনিক পূর্বদেশ), মুহাম্মদ নাছির উদ্দীন (দৈনিক কালের কন্ঠ), মোঃ সাইফুর রহমান সোহান (দৈনিক দেশ রূপান্তর), মোহাম্মদ আলমগীর নিশান (এশিয়ান টিভি), আনোয়ার হোসেন ফরিদ (সি প্লাস টিভি), আহমেদ এরশাদ খোকন (দৈনিক কালবেলা/চট্টগ্রাম মঞ্চ), সজল চক্রবর্তী (দৈনিক সবুজ বাংলা), মোহাম্মদ মোস্তফা কামরুল হোসেন (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), মোঃ নাজিম উদ্দীন শাহনেওয়াজ (দৈনিক মানবকন্ঠ), মুহাম্মদ কামাল উদ্দীন চৌধুরী (দৈনিক দিনকাল), জাহাঙ্গীর উদ্দীন মাহমুদ (চট্টগ্রাম প্রতিদিন), মুহাম্মদ দৌলত শওকত (দৈনিক ভোরের কাগজ), মুহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী (দৈনিক কর্ণফুলী), মুহাম্মদ ফজলুল করিম (দৈনিক দেশ বর্তমান) ও আব্দুল কাদের চৌধুরী (দৈনিক ঘোষণা) প্রমূখ।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ