আজঃ সোমবার ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

রাউজানে পারিশ্রমিক ছাড়াই কৃষিকাজ করেন আদিবাসী নারীরা

রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা

কথায় আছে দশের লাঠি একের বোঝা। মানুষ কখনো একা চলতে পারে না, পৃথিবীতে যে মানুষ একা তিনি নিঃসন্দেহে অসহায়। কিন্তু বর্তমান এই সময়ে মানুষের মধ্যে (একতাই বল) তার বাস্তব চিত্র দেখা গিয়েছে চট্টগ্রামের রাউজান উপজেলার হলদিয়া বসবাস কারি আদিবাসী গ্রামে। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলরা হলদিয়া ইউনিয়নের দুর্গম গ্রাম বৃক্ষভানুপুর সেখানে বসবাস করেন অসংখ্যা আদিবাসী মানুষ। পাহাড়ের এই সমতল জমিতে নারী—পুরুষ দলবেঁধে একে অপরের সাথে তাল মিলিয়ে বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন। আধিবাসী কৃষাণি আগা ব্যয় মারমা ও সাই মং মারমা ভোরের ডাককে জানান,‘আমরা এখানে সবাই মিলেমিশে একে—অপরের যেকোন কৃষি কাজে সহযোগিতা করি। বিনা বেতনে আমরা প্রতিবেশীর কাজে সহযোগীতা করছি। ঠিক তারও একইভাবে আমাদের কৃষি কাজে এগিয়ে আসেন। এখানে শুধুমাত্র কাজের বিনিময়ে একবেলা ভাত খেতে দেওয়া হয়ে থাকে বলে তারা জানান। এছাড়াও এই উপজেলার ১৪টি ইউনিয়নে ও ১টি পৌরসভার বিভিন্ন মাঠে তীব্র শীতকে উপেক্ষা করে এখানকার কৃষকরা বোরো চারা রোপনে ব্যস্ত সময় পার করছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে মাঠে চলছে হাল চাষ, বীজতলা থেকে চারা তোলা এবং জমিতে রোপনের কাজ। এ ব্যাপারে উপজেলা উপ—সহকারী কৃষি কর্মকর্তা সনজীব কুমার সুশীল ভোরের ডাককে বলেন, ‘চলতি মৌসুমে রাউজান উপজেলায় বোরো ধানের চারা রোপণ শুরু করেছে স্থানীয় কৃষকরা। এবার ৪ হাজার ৮শত ১০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ১৩৫০ হেক্টর জমিতে বোরো ধানের চারা রোপণ করা সম্পুর্ণ হয়েছে। ইতিমধ্যে উপজেলায় হাইব্রিড ৮৭০ হেক্টর এবং উফশী ৪৮০ হেক্টর জমিতে চারা রোপণ করা হয়েছে। তিনি জানান আবহাওয়া অনুকুল থাকলে আশা করছি এবারও কাক্সিক্ষত ফসল ঘরে তুলতে পারবেন কৃষকরা।’

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মদনে লেখক কবি ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

নেত্রকোনা মদন উপজেলায় মদন পৌর সদরে আল মদিনা মার্কেট কবি লেখক ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। উক্ত আড্ডায় মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন লেখক কবি প্রাবন্ধিক বাবু রাখাল বিশ্বাস। এ সময় সাহিত্য আড্ডাটি উপস্থাপনায় ছিলেন সাংবাদিক মোঃ শহীদুল ইসলাম শফিক। এতে বীর মুক্তিযোদ্ধা ও সংগঠক আজহারুল ইসলাম হিরু সাহিত্য নিয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় চারণকবি লেখক মুকলেছ উদ্দিন,মহানবীর উপর মহাকাব্য রচয়িতা এমএ লতিফ তালুকদার,লেখক,কবি তালুকদার সারোয়ার

আরেফিন,কবি ও সাংবাদিক মোশারফ হোসেন প্রমুখ। প্রায় ৩ ঘন্টা কবি সাহিত্যিকের আড্ডায় আমাদের লোকসাহিত্য ও সংস্কৃতি নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। এ ধারা অব্যাহত রাখতে পাক্ষিক সাহিত্য সভা করা যায় কি না তা নিয়েও আলোচনায় সিদ্ধান্ত গৃহীত হয়। পরিশেষে সাহিত্য আড্ডার মধ্যমণি বাবু রাখাল বিশ্বাস বলেন,সাহিত্য সংস্কৃতি চর্চা বর্তমান প্রজন্মসহ সবার মাধ্যমে ছড়িয়ে দেওয়া হোক তিনি এই প্রত্যাশা করেন।

বরমা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাকলিয়ায় আটক

চট্টগ্রাম চন্দনাইশ উপজেলা বরমা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মধুসুদন দত্তকে আটক করেছে বাকলিয়া থানা পুলিশ। বাকলিয়া থানা পুলিশের বিশেষ একটি দল গোপন অভিযান চালিয়ে তাকে আটক করে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাকলিয়া থানাধীন বহদ্দার হাট বলির হাট এলাকায় অভিযান চালিয়ে বরমা ইউনয়িনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মধুসুদন দত্তকে আটক করে বাকলিয়া থানা পুলিশ। আটককৃত মধুসুদন দত্ত ৫নং বরমা ওয়ার্ড আওতাধীন ৫নং ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

এ ব্যাপারে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দিন জানান, বরমা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মধুসুদন দত্তকে আটক করা হয়েছে। তিনি বরমা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জেনেছি। তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে যাচাই বাছাই করা হচ্ছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মধুসুদন দত্ত বরমা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ২ হিসেবে দায়িত্বরত ছিলেন। বর্তমান চেয়ারম্যান অপসারিত হলে মধুসুদন দত্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ