
আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে আজকের
শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে
হাজার বছরের শ্রেষ্ঠবাঙ্গালী জাতির জনকবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে আজকের শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। নতুন শিক্ষা কারিকুলামে সকল শিক্ষার্থীকে পুছিগত শিক্ষার পাশাপাশি, ¯^শিক্ষার কার্যক্রমে অংশগ্রহণ থাকতে হবে। শরীরকে সুস্থ রাখার জন্য ক্রীড়ানৈপুন্য, মানসিক সুস্থ থাকার জন্য সাহিত্য চর্চায় মনোনীবেশ করতে হবে। মোবাইল আশক্তি হতে শিক্ষার্থীদের কে ফিরিয়ে আনতে পরিবারের অভিভাবাকদের সচেতন থাকতে হবে। সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রী কলেজের বার্ষিক অন্ত:ক্রীড়া, বহি:ক্রীড়া, সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ফেরদৌস আলম এ কথা বলেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রভাষক জিন্নাত আরা চৌধুরী, প্রভাষক সৈয়দ মোঃ মঈনউদ্দীন। বাংলা বিভাগের প্রধান জোবায়দা খাতুন ও আল হামরা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন অনুষ্ঠান কমিটির আহŸায়ক ড. মোঃ মোজাহেরুল আলম। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি ও আহŸায়ক সহ অন্যান্য অতিথিবৃন্দ। পায়রা ও বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা শেষে ১ম, ২য় ও ৩য় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করেন। দিনব্যাপী অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন প্রভাষকদের মধ্যে রক্তিম বড়–য়া, মোঃ আরাফাত হোসেন, মোঃ খালেদ, কাজী আজিজা বেগম, তাজুল ইসলাম চৌধুরী, শামীম আরা বেগম, নাসরিন বেগম, নাহারিন জান্নাত, মাজেদা পারভীন মুক্তা, মিল্টন রায় চৌধুরী প্রমুখ।