
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন (বিসিপিএস) এর বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ এবং অরবিসের ইন্টারন্যাশনালের ভলান্টিয়ার ফ্যাকাল্টি ও কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল পাহাড়তলীস্থ চক্ষু হাসপাতালের ডিজিটাল ট্রেনিং হাব পরিদর্শন করেন। গতকাল রোববার সকালে পরিদর্শনকালে অরবিস ইন্টারন্যাশনালের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় ২০২১ সালের এপ্রিলে পাহাড়তলী চক্ষু হাসপাতালে ডিজিটাল ট্রেনিং হাব প্রতিষ্ঠা করা হয়। এই ট্রেনিং সেন্টারে চক্ষু চিকিৎসকগণ ক্যাটারাক্ট সার্জারির উপর দক্ষতা অর্জনের জন্য সিমুলেশন সিস্টেম ব্যবহারে দক্ষতা অর্জন করে থাকে। পরিদর্শন উপলক্ষে অনুষ্ঠিত সভায় চক্ষু হাসপাতালের ট্রেনিং প্রোগ্রামে অরবিসের অনলাইন ট্রেনিং প্ল্যাটফর্ম সাইবারসাইটের কোর্সসমূহ যুক্ত করার বিষয়ে আলোচনা করা হয়। পরিদর্শন শেষে হাসপাতালের সভাকক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে চক্ষু হাসপাতালের সেবা কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন হাসপাতালের ম্যানেজিং ট্রাস্টি আন্তর্জাতিক চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসেন। এ সময় নিজের অভিজ্ঞতা তুলে ধরেন উপমহাদেশের প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. অসীম কুমার শীল। বক্তব্য রাখেন, অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনীর আহমেদ, অরবিস ইন্টারন্যাশনালের ডিরেক্টর (ক্লিনিক্যাল ট্রেনিং) হিলারি টুইগস, ইউনাইটেড মেডিক্যাল কলেজের বিভাগীয় প্রধান ও ভাইস প্রিন্সিপাল এবং বিসিপিএস এর ফ্যাকাল্টি অধ্যাপক ডা. আশরাফ সাঈদ, বারডেম চক্ষু বিভাগের অধ্যাপক ডা. ফেরদৌস আক্তার জলি, চক্ষু হাসপাতালের অধ্যাপক ডা. মোহাম্মদ মুনিরুজ্জামান ওসমানী, চক্ষু হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ও অফথালমোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ (ওএসবি) চট্টগ্রাম শাখার জেনারেল সেক্রেটারী ডা. রাজীব হোসেন, ডা. নাসিমুল গণি চৌধুরী, ডা. সুজিত কুমার বিশ্বাস, ডা. তনিমা রায, অরবিসের অ্যাসোসিয়েট ডিরেক্টর ডা. লুৎফুল হুসেইন, অ্যাসোসিয়েট ডিরেক্টর ইকবাল হোসেন, প্রোগ্রাম ম্যানেজার পারভেজ হোসেন, ম্যানেজার(প্রোগ্রাম টেকনোলজি) ইয়াদুল হাসান, কমিউনিকেশন স্পেশালিস্ট সাহস মোস্তাফিজ প্রমূখ।