আজঃ মঙ্গলবার ১৮ মার্চ, ২০২৫

অরবিস কর্মকর্তাদের চক্ষু হাসপাতালে ডিজিটাল ট্রেনিং হাব পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক

সাইবারসাইটের কোর্সসমূহ যুক্ত করার তাগিদ

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন (বিসিপিএস) এর বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ এবং অরবিসের ইন্টারন্যাশনালের ভলান্টিয়ার ফ্যাকাল্টি ও কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল পাহাড়তলীস্থ চক্ষু হাসপাতালের ডিজিটাল ট্রেনিং হাব পরিদর্শন করেন। গতকাল রোববার সকালে পরিদর্শনকালে অরবিস ইন্টারন্যাশনালের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় ২০২১ সালের এপ্রিলে পাহাড়তলী চক্ষু হাসপাতালে ডিজিটাল ট্রেনিং হাব প্রতিষ্ঠা করা হয়। এই ট্রেনিং সেন্টারে চক্ষু চিকিৎসকগণ ক্যাটারাক্ট সার্জারির উপর দক্ষতা অর্জনের জন্য সিমুলেশন সিস্টেম ব্যবহারে দক্ষতা অর্জন করে থাকে। পরিদর্শন উপলক্ষে অনুষ্ঠিত সভায় চক্ষু হাসপাতালের ট্রেনিং প্রোগ্রামে অরবিসের অনলাইন ট্রেনিং প্ল্যাটফর্ম সাইবারসাইটের কোর্সসমূহ যুক্ত করার বিষয়ে আলোচনা করা হয়। পরিদর্শন শেষে হাসপাতালের সভাকক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে চক্ষু হাসপাতালের সেবা কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন হাসপাতালের ম্যানেজিং ট্রাস্টি আন্তর্জাতিক চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসেন। এ সময় নিজের অভিজ্ঞতা তুলে ধরেন উপমহাদেশের প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. অসীম কুমার শীল। বক্তব্য রাখেন, অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনীর আহমেদ, অরবিস ইন্টারন্যাশনালের ডিরেক্টর (ক্লিনিক্যাল ট্রেনিং) হিলারি টুইগস, ইউনাইটেড মেডিক্যাল কলেজের বিভাগীয় প্রধান ও ভাইস প্রিন্সিপাল এবং বিসিপিএস এর ফ্যাকাল্টি অধ্যাপক ডা. আশরাফ সাঈদ, বারডেম চক্ষু বিভাগের অধ্যাপক ডা. ফেরদৌস আক্তার জলি, চক্ষু হাসপাতালের অধ্যাপক ডা. মোহাম্মদ মুনিরুজ্জামান ওসমানী, চক্ষু হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ও অফথালমোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ (ওএসবি) চট্টগ্রাম শাখার জেনারেল সেক্রেটারী ডা. রাজীব হোসেন, ডা. নাসিমুল গণি চৌধুরী, ডা. সুজিত কুমার বিশ্বাস, ডা. তনিমা রায, অরবিসের অ্যাসোসিয়েট ডিরেক্টর ডা. লুৎফুল হুসেইন, অ্যাসোসিয়েট ডিরেক্টর ইকবাল হোসেন, প্রোগ্রাম ম্যানেজার পারভেজ হোসেন, ম্যানেজার(প্রোগ্রাম টেকনোলজি) ইয়াদুল হাসান, কমিউনিকেশন স্পেশালিস্ট সাহস মোস্তাফিজ প্রমূখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে সেল কাউন্টার ও ইলেকট্রোলাইট অ্যানালাইজার।

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইতিপূর্বে রুটিন রক্ত পরীক্ষা চালু থাকলেও সেল কাউন্টার ও ইলেকট্রোলাইট অ্যানালাইজার সংযোজন এর ফলে সরকারী হাসপাতালে সরকার নির্ধারিত মূল্যে রোগী স্বল্প খরচে প্লেটলেট কাউন্ট সহ কমপ্লিট ব্লাড কাউন্ট, ইলেক্ট্রোলাইট প্রভৃতি পরীক্ষা নিরীক্ষা করতে পারবে। এর ফলে সরকারী স্বাস্থ্যসেবা আরও বৃদ্ধি পেল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি বলেন-

গত তিন মাসে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাফী মেশিন, ব্লাড ব্যাংক, আইসোফ্লুরেথেন যুক্ত অ্যানেসথেসিয়া মেশিন চালুর পর এবারে ব্লাড সেল কাউন্টার ও ইলেকট্রোলাইট অ্যানালাইজার চালুর মাধ্যমে বোয়ালখালীর প্রান্তিক জনগনের সরকারী স্বাস্থ্যসেবা ইতোমধ্যে অনেকাংশে উন্নীতকরণ সম্ভব হয়েছে।
এর পাশাপাশি আমরা ল্যাবরেটরি হাসপাতালের সামগ্রিক সেবা উন্নীতকরণে প্রতিনিয়ত চেষ্টা করে জানাচ্ছি। এ সকলের জন্যে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্সসহ সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের প্রতি সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি।

পুঠিয়ায় গৃহবধূর লাশ উদ্ধার।

রাজশাহীর পুঠিয়া উপজেলার বারুইপাড়া গ্রামে স্ত্রীকে হত্যা করে লাশ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে।
রোববার, ১৬ই মার্চ ভোরবেলা ওই ঘটনা ঘটে। অভিযুক্ত ওই স্বামীর নাম শিপন আলী (৩৫)। শিপন বারুইপাড়া গ্রামের রুস্তমা আলীর ছেলে। তার স্ত্রীর নাম সোমা বেগম।

স্থানীয় সূত্রে জানা যায় রবিবার ভোরে ঘটনার পর সকালে তার স্ত্রী গলায় উন্না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে প্রতিবেশীদের ডেকে এনে দেখান। পরে থানা পুলিশ খবর পেয়ে লাশটি দেখে সন্দেহ হলে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেকে) পাঠান। অন্যদিকে স্থানীয়রা আরো বলেন দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। ওই ঘটনায় নিহত সোমার মা পিঞ্জিরা বেগম বাদী হয়ে পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি করে স্বামী শিপন আলীকে। আটক করেন পুঠিয়া থানা পুলিশ, পরে শিপনকে জেল হাজতে প্রেরণ করা হয়। সরেজমিনে গেলে অভিযুক্ত শিপন আলীর পিতা রুস্তমা আলীকে বাসায় পাওয়া যায়নি।

নিহত সোমার মা পিঞ্জিরা বেগম বলেন, আমার জামাইরা মিলে আমার মেয়েকে মেরে ফেলেছে আমি তাদের ফাঁসি চাই। আমি ঘটনার সুস্থ তদন্ত করে সঠিক বিচার চাই।

এ বিষয়ে পুঠিয়া থানা ওসি কবির হোসেন বলেন,এই ব্যাপারে থানাতে একটি মামলা হয়েছে ও আমরা লাশটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছি ও একজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করি। আরো যারা আসামি রয়েছে তাদেরকে ধরার জন্য আমরা চেষ্টা করছি।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ