আজঃ মঙ্গলবার ১৮ মার্চ, ২০২৫

নড়াইলে রাষ্ঠ্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেনের দাফন সস্মন্ন

নড়াইল প্রতিনিধি

 

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা পূর্বপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোল্যা শাহাদাত হোসেন (৭৫) রোববার রাত দশ টার দিকে নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এক মেয়ে ও এক ছেলে সন্তান রেখে গেছেন।

সোমবার (২২এপ্রিল) বিকালে ইতনা পূর্বপাড়া মরহুমের নিজ বাড়িতে বীর নিবাসের সামনে রাষ্ট্রীয় মর্যাদায় লোহাগড়া থানা পুলিশের একটি দল গার্ড অব অনারের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মান জানান। এসময় উপস্থিত ছিলেন, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম,উপজেলা বীর মুক্তিযোদ্ধা ডিপুটি কমান্ডার আব্দুল হামিদ,ইতনা ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী আকবর হোসেনসহ প্রমুখ ।পরে ইতনা পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ শেষে ইতনা পূর্বপাড়া করব স্থানে দাফন করা হয়েছে।

 

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সাতকানিয়ায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলাধীন ৮নং ঢেমশা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা এবং ভিডিও প্রদর্শন করা হয়।

রোববার (১৬-মার্চ) সকালে ঢেমশা ইউনিয়ন পরিষদে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভায় উপজেলা সমন্বয়কারী বিনিময় সভা সার্বিক পরিচালনা ও ভিডিও প্রদর্শন করেন উপজেলা কো-অর্ডিনেটর, সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলা জানে আলম।

ইউপি প্যানেল চেয়ারম্যান আবু তাহের এর সভাপতিত্বে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা প্রিয় দর্শন দে, ইউপি সদস্য নেয়াজুর রহমান, পলাশ সেন, রমজান আলী, আকতার কামাল, ইউপি সদস্যা নুর আয়েশা, সঞ্জিতা দাশ, এছাড়া সাংবাদিক, গৃহিনী, কৃষক ও সর্বস্তরের জনগন সহ গ্রাম পুলিশদ্বয় উপস্থিত ছিলেন।

জামালপুরের ১০ টাকার স্কুল।

রাজশাহী ভদ্রার মোড়ে, জামালপুরে ১০ টাকার স্কুল খুলে সেবা দিচ্ছেন সাজ্জাদ আলী। সুবিধা বঞ্চিত অসহায় গরীব সন্তানের মাঝে শিক্ষার আলো ছরিয়ে দেওয়ায় সাজ্জাদ আলীর উদ্দেশ্য। কথা বললাম সাজ্জাদ আলী সাহেব সাথ। তারই এই, মহত, উদ্দোগ দেখে আমরা একটি ভিডিও করলাম বাচ্চাদের বাচ্চাদের স্কুল খাতা কলম পেন্সিল দেন সাজ্জাদ আলী । প্লে থেকে প্রথম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করাচ্ছেন। পঞ্চম শ্রেণি পর্যন্ত করার ইচ্ছা আছে উনার। সমাজের বিদ্যমান্য এগিয়ে আসলে হয়তো উনি আরো এগিয়ে যেতে পারবেন।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ