
প্রেমের দৃশ্য ফুটিয়ে তুলতে তাঁর জুড়ি মেলা ভার। কিন্তু চুম্বনের দৃশ্যে বা ঘনিষ্ঠ হওয়ার দৃশ্যে অভিনয় করতে সেই ভাবে দেখা যায়নি শাহরুখ খানকে। তবে ‘জব তক হ্যায় জান’ ছবিতে নিজের সেই নজির নিজেই ভেঙেছিলেন তিনি। অনুরাগীদের অবাক করেই ক্যাটরিনা কইফের সঙ্গে পর্দায় প্রথম বার চুম্বনের দৃশ্যে অভিনয় করেছিলেন শাহরুখ।এর পরে ফের ক্যাটরিনার সঙ্গেই ‘জ়িরো’ ছবিতে চুম্বনের দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি। যে অভিনেতা কোনও অভিনেত্রীর সঙ্গেই চুম্বনের দৃশ্যে অভিনয় করেননি, তাঁকে শুধু ক্যাটরিনার সঙ্গেই দু’টি ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখে বেশ অবাক হয়েছিলেন নেটাগরিকরা। শাহরুখকে পর্দায় চুম্বন করতে পেরে কি নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে? ‘জ়িরো’ ছবির প্রচার করতে গেলে ক্যাটরিনাকে এই প্রশ্ন করা হয়।
ছবি সংগৃহীত।
