আজঃ মঙ্গলবার ২৯ এপ্রিল, ২০২৫

শুলকবহর ওয়ার্ডে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন।

গতকাল ১লা জুন শনিবার জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন-এর অংশ হিসেবে একটি শিশুকে ভিটামিন খাওয়ানোর মধ্য দিয়ে ৮নং শুলকবহর ওয়ার্ডে কর্মসূচীর উদ্বোধন করেন কাউন্সিলর মোঃ মোরশেদ আলম। ওয়ার্ডের প্রায় ২০টি স্থায়ী/অস্থায়ী টিকাদান কেন্দ্রে ৬থেকে ১১মাস বয়সী শিশুদের নীল ও ১২ মাস হতে ৫৯মাস পর্যন্ত শিশুদের লাল রংয়ের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয়। কর্মসূচি উদ্বোধনকালে
কাউন্সিলর মোঃ মোরশেদ আলম বলেনঃ- আজকের এই শিশু আগামী বাংলাদেশের সম্পদ। এই শিশুদের হাতেই এগিয়ে যাবে দেশ। তাই এখন হতেই এই শিশুদের শারীরিক সুস্থতার পরিচর্যা করতে বদ্ধ পরিকর বর্তমান সরকার।এক সময় অপুষ্টি, অপ্রতুল চিকিৎসা ও অজ্ঞানতার দরুন দেশের শিশু মৃত্যুহার ছিল অনেক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো কার্যক্রম শুরু করেন যা এখনও অব্যাহত রয়েছে। এই ভিটামিন-এ ক্যাপসুল শিশুর শারীরিক বৃদ্ধি ও রাতকানা রোগ প্রতিরোধে খুবই প্রয়োজনীয়। এতে শিশু মৃত্যুর ঝুঁকি কমে বহুলাংশে।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সচিব মোজাম্মেল হক, জন্ম নিবন্ধন সহকারী এবং আরবান কমিউনিটি ভলান্টিয়ার এর টিম লিডার তৌসিফ আহমেদ নূরসহ প্রমুখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কর্ণফুলীতে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা

দক্ষিণ চট্টগ্রামের লাখো মানুষ চিকিৎসাসেবা পেতে নির্ভর করেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওপর। ২ হাজার ২০০ শয্যার হাসপাতালে প্রতিদিন গড়ে অন্তত ৩ হাজার ৩০০ জন ভর্তি হওয়া রোগীকে সেবা দেওয়া হয়, যা হাসপাতালের শয্যা সক্ষমতার চেয়ে ১ হাজার ১০০ জন বেশি। এ অবস্থায় চমেক হাসপাতালের ওপর চাপ কমাতে ৫০০ শয্যার আরেকটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার।

এরই ধারাবাহিকতায় কর্ণফুলী উপজেলায় ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।
শনিবার দুপুরে তিনি কর্ণফুলী উপজেলার ক্রসিং এলাকায় নতুন উপজেলা ভবনের পাশে খলিল মীর কলেজ সংলগ্ন জায়গা পরিদর্শন করেন। এ সময় হাসপাতাল নির্মাণের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা মূল্যায়ন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এ বিষয়ে কথা বলেন নূরজাহান বেগম।

এছাড়া আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অন্তবর্তী সরকারের পরিকল্পনা ও অগ্রগতির বিষয়েও দিক নির্দেশনা প্রদান করেন স্বাস্থ্য উপদেষ্টা। পাশাপাশি এই স্থানে হাসপাতাল নির্মিত হলে শুধু কর্ণফুলী উপজেলা নয়, পার্শ্ববর্তী অন্তত তিনটি উপজেলার জনগণ সহ দক্ষিণ চট্টগ্রামে স্বাস্থ্যসেবায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা।
এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, একান্ত সচিব ডা. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. অং সুই প্রু মারমা, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রয়া ত্রিপুরা, কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেসা প্রমুখ।

এর আগে গত ১৬ মার্চ উপদেষ্টা নূরজাহান বেগম পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন এলাকায় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পাশের জায়গা পরিদর্শন করেন। এ সময় আইডিয়াল স্কুল ১ একর এবং স্থানীয় ব্যক্তি পর্যায়ে ১ একর জায়গা প্রদানের কথা জানানো হয়। তবে স্বাস্থ্য বিভাগ হাসপাতালের জন্য খুঁজছিল ১০ একর জায়গা।

স্থানীয়রা জানান, দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া, বাঁশখালী, আনোয়ারা, চন্দনাইশ, বোয়ালখালী, পটিয়া ও কর্ণফুলীসহ কক্সবাজার এবং বান্দরবান জেলার রোগীদের জরুরি স্বাস্থ্যসেবায় ভরসা চমেক হাসপাতাল। সেখানে পৌঁছাতে অনেক দুর্ভোগ পোহাতে হয়। যাতায়াত সময়সাপেক্ষ হওয়ায় মুমূর্ষু রোগীকে হাসপাতালে নেওয়ার আগেই অনেক সময় মারা যায়। হাসপাতালটি নির্মাণ হলে দক্ষিণ চট্টগ্রামের লাখো মানুষ স্বাস্থ্যসেবা পাবে।

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সরকারি নির্দেশনা মতে হাসপাতাল নির্মাণের জন্য ১০ একর জায়গা দরকার। স্বাস্থ্য উপদেষ্টা সম্ভাব্য জায়গাটি পরিদর্শন করেছেন। সরকার অগ্রাধিকার ভিত্তিতেই হাসপাতালটি নির্মাণে আগ্রহী। তাই কাজ দ্রুত শুরু করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। এই হাসপাতাল নির্মিত হলে দক্ষিণ চট্টগ্রামের লাখো মানুষ উন্নত চিকিৎসাসেবা পাবে।

অসদাচরণের অভিযোগে ডেপুটেশনে থাকা চিকিৎসকের বদলি।

গাইবান্ধার সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেপুটেশনে কর্মরত এক চিকিৎসককে অসদাচরণের অভিযোগে বদলি করা হয়েছে। অভিযুক্ত চিকিৎসক হলেন মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. সানজিদা আক্তার সেতু।

জানা গেছে, ডা. সানজিদা আক্তার সেতু পূর্বে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে তাঁকে ডেপুটেশনে এনে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিক্যাল অফিসারের দায়িত্ব দেন তৎকালীন সিভিল সার্জন।

ঘটনার সূত্রপাত ঘটে গত ১৫ মার্চ সকালে। স্থানীয় এক মারপিটের ঘটনায় অন্তঃসত্ত্বা মোছা. পাপিয়া বেগম নামের এক নারী আহত হন। তাঁর পরিবার চিকিৎসার জন্য তাকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডা. সানজিদা তাঁকে ভর্তি না করে অবহেলা করেন বলে অভিযোগ উঠে। এ সময় রোগী ও স্বজনদের সঙ্গে অসদাচরণও করেন তিনি।

পরবর্তীতে ভর্তি না নেওয়ার কারণ জানতে চাওয়া হলে স্থানীয় সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো. আনসারুজ্জামান রেজুয়ানের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করেন তিনি। এমনকি রোগীর উপস্থিতিতে সাংবাদিকদের জুতা পেটা করার হুমকিও দেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হলে বিষয়টি তদন্ত করে বগুড়া জেলার মাদারগঞ্জ ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসার হিসেবে তাঁকে বদলি করা হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ