আজঃ শুক্রবার ৫ ডিসেম্বর, ২০২৫

ঘূর্ণিঝড় রেমাল শরণখোলায় ব্যপক ক্ষয়ক্ষতি, একহাজার ঘরবাড়ি বিধ্বস্ত

মোঃ শাহাদাত হোসাইন, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাট:

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালে বাগেরহাটের শরণখোলায় ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত ২৬ মে সন্ধ্যা থেকে শুরু হয়ে প্রায় ১৭ ঘন্টা একটানা তান্ডব চালায় ঘূর্ণিঝড় রেমাল। এতে উপজেলার রাজৈর গ্রামে ৩৫/১ পোল্ডারের নির্মানাধীন স্লুইজ গেট ভেঙ্গে প্রায় কয়েক হাজার পরিবার পানিবন্ধি হয়ে পড়েছে। রায়েন্দা বড়মাছুয়া ফেরীঘাটের সংযোগ সড়কের অস্তিত্ব নেই। পাশাপাশি ফেরীর স্টীল ব্রীজ উপড়ে পড়ে থাকতে দেখা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্য্যালয় সূত্রে জানা গেছে, ঘুর্ণিঝড় রেমালে উপজেলার ৪টি ইউনিয়নে ব্যাপক গাছপালা উপড়ে যাবার পাশাপাশি এ উপজেলা দুর্গত মানুষের সংখ্যা প্রায় ৮০ হাজার। ৬৫টি বাড়ি ঘর সম্পূর্ণ ও ১০৪০টি বাড়িঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। তবে, এখন পর্যন্ত কোন লোকজন নিখোঁজ কিংবা উদ্ধার হবার খবর পাওয়া যায়নি। বাগেরহাট-৪ আসনের সংসদ সদ্য এইচএম বদিউজ্জামান সোহাগ দূর্গত এলাকা পরিদর্শণ করেছেন।

অন্যদিকে, দীর্ঘ প্রায় ১৭ ঘন্টা তান্ডব চালানো এ ঘুর্ণিঝড়ে সুন্দরবনে প্রায় ৭ থেকে ৮ ফুট জলোচ্ছাসে সুন্দরবনের দুবলার চর এলাকা প্লাবিত হওয়ায় স্রোতের টানে বন্যপ্রানী ভেসে যাবার খবর পাওয়া গেছে। সুন্দরবনের বিভিন্ন খালে হরিণ সহ বিভিন্ন প্রানীর মরদেহ ভাসতে দেখেছেন জেলেরা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কুষ্টিয়ার নি‌খোঁজ শ্রমিকদল নেতার লাশ ফ‌রিদপু‌রে উদ্ধার।

কুষ্টিয়ায় পদ্মা নদীতে নিখোঁজ শ্রমিক দল নেতা আবেদুর রহমান আন্নুর (৫৩) লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে। গতকাল সোমবার সন্ধ‌্যায় ফ‌রিদপুর জেলার পদ্মা নদী সংলগ্ন ডি‌ক্রির চর ইউনিয়‌নের ক‌বিরপুর এলাকা থে‌কে নৌ-পু‌লিশ অর্ধগ‌লিত লাশটি উদ্ধার ক‌রে‌। প‌রে প‌রিবা‌রের সদস‌্যরা আন্নুর প‌রিচয় নি‌শ্চিত ক‌রে‌ছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সা‌ড়ে ৯টায় ফ‌রিদপুর অঞ্চ‌লের ‌কোতয়া‌লি নৌ ফাঁ‌ড়ির পু‌লিশ প‌রিদর্শক না‌সিম আহ‌ম্মেদ এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

নিহত আবেদুর রহমান আন্নু কু‌ষ্টিয়া জেলা শ্রমিক দ‌লের যুগ্ম সম্পাদক। এর আগে, গত ১৬ নভেম্বর সকাল ৯টার দিকে তি‌নি সদর উপ‌জেলার হাটশ হরিপুর এলাকার পদ্মানদী থে‌কে নি‌খোঁজ হন। নি‌খোঁ‌জের পরদিন আন্নুর স্ত্রী জিয়াসমিন আরা রুমা কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এদি‌কে ফায়ার সার্ভিস ও খুলনা থেকে আসা ডুবুরি দল টানা দুই দিন উদ্ধার অভিযান চালিয়েও আন্নু‌কে খুঁ‌জে পে‌তে ব্যর্থ হয়।

সাধারণ ডা‌য়েরী‌ সূ‌ত্রে জানা গে‌ছে, ঘটনার দিন সকাল ৯টার দিকে আন্নু পদ্মা নদীর হাটশ হরিপুর মোহনায় মাছ কেনার উদ্দেশে যান। সকাল ১১টার দিকে চর ভবানীপুর এলাকায় যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই বাল্কহেড ট্রলারের সঙ্গে তাঁর ডিঙ্গি নৌকার ধাক্কা লাগে। এতে আন্নু ও নৌকার মাঝি পানিতে পড়ে যান। স্থানীয় জেলেরা নৌকার মাঝিকে উদ্ধার করলেও আন্নুর আর খোঁজ পাওয়া যায়নি।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরদেশ আলী জানান, দুদিন চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। নিহ‌তের ভা‌তিজা অর্ণব হাসান ব‌লেন, রা‌তেই লাশের ছ‌বি দে‌খে আমরা নি‌শ্চিত হ‌য়ে‌ছি উদ্ধার হওয়া লাশ আমার চাচার। নৌ ফাঁ‌ড়ির পু‌লিশ প‌রিদর্শক না‌সিম আহ‌ম্মেদ ব‌লেন, প‌রিবা‌রের সদস‌্যরা ফাঁ‌ড়ি‌তে আছেন। তারাই লাশ সনাক্ত ক‌রে‌ছেন। লা‌শের শরী‌রে আঘা‌তের তেমন কোন চিহৃ পাওয়া যায়‌নি। কিছু আইনগত প্রক্রিয়া আছে। সেগু‌লো শেষ ক‌রে লাশ হস্তান্তর করা হ‌বে।

কু‌ষ্টিয়া ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোশারফ হো‌সেন ব‌লেন, নৌ পুলিশ লাশ‌ উদ্ধার ক‌রে‌ছে। আন্নু নি‌খোঁ‌জের ঘটনায় তার স্ত্রী থানায় জি‌ডি ক‌রে‌ছি‌লেন।

বাড়ি ফেরার পথে লালনশিল্পীকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

কুষ্টিয়া সদর উপজেলায় রতন (৪২) নামের এক লালনশিল্পীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার মিললাইন এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শিল্পী রতন কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে। তিনি ‘শিল্পী সমাজ’ নামক কুষ্টিয়ার একটি সাংস্কৃতিক সংগঠনের সহসভাপতি।

পুলিশ ও আহত শিল্পীর পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে গানের অনুষ্ঠান শেষ করে রতন কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া লালন মাজার এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। সদর উপজেলার মিললাইন এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় দুর্বৃত্তরা তাঁর পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলটি অন্ধকার থাকায় তিনি কাউকে চিনতে পারেননি। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, রাত ২টার দিকে রতনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

লালন একাডেমির নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ভবের হাট সংগীত একাডেমির সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু বলেন, ‘রতন লালন একাডেমির একজন নিয়মিত শিল্পী। তার ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদসহ অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে কুমারখালী ও মডেল থানা যৌথভাবে কাজ করছে।

আলোচিত খবর

আরব আমিরাতে ভিসা সংকটে বড় হুমকির মুখে বাংলাদেশি শ্রমবাজার।

মধ্যপ্রাচ্যের  অন্যতম বৃহৎ শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাতে ভিসা জটিলতায় চরম অনিশ্চয়তায় পড়েছেন বাংলাদেশি কর্মীরা। নতুন ভিসা ইস্যু বন্ধ থাকা এবং অভ্যন্তরীণ ভিসা পরিবর্তনের সুযোগ না থাকায় বিপাকে পড়েছেন প্রবাসীরা। কূটনৈতিক প্রচেষ্টা চালালেও কবে ভিসা উন্মুক্ত হবে— সে বিষয়ে নিশ্চিত কিছু জানাতে পারছে না বাংলাদেশ মিশন। বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে আমিরাত সরকারের সিদ্ধান্তের ওপর।

ভিসা জটিলতা শ্রমবাজারের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রভাব পড়ছে প্রবাসীদের কর্মসংস্থান, আয়-রোজগার এবং দেশের রেমিট্যান্স প্রবাহে। বিভিন্ন সময়ে বাংলাদেশি কর্মীদের বিরুদ্ধে ভিসার মেয়াদ শেষে অবৈধভাবে বসবাস, লিঙ্গ পরিবর্তন, সনদ জালিয়াতিসহ নানা অভিযোগ ওঠায় ভিসা নীতিতে কড়াকড়ি করেছে আমিরাত সরকার। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন বাংলাদেশিরা।

এদিকে দুবাইয়ে স্কিল ভিসা চালু থাকলেও সেখানেও কঠোর শর্ত জুড়ে দেওয়া হয়েছে। গ্র্যাজুয়েশন সনদ ছাড়া বাংলাদেশিদের ভিসা দেওয়া হচ্ছে না। সনদকে শিক্ষা মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সত্যায়ন, পরে দূতাবাস বা কনস্যুলেটের যাচাই এবং শেষে আমিরাতের বৈদেশিক মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হচ্ছে। দীর্ঘ ও জটিল এ প্রক্রিয়ায় হতাশ কর্মপ্রত্যাশীরা।

বাংলাদেশ মিশনের তথ্যানুসারে, স্কিল ভিসায় সনদ জালিয়াতি ঠেকাতে তিন মাস আগে চালু করা হয়েছিল বারকোড ব্যবস্থা। তবে অল্প সময়ের মধ্যেই সেটিও জাল করে ফেলার অভিযোগ উঠেছে। এ কারণে ইউএই সরকারের পক্ষ থেকে নিয়মিত অভিযোগ আসছে। রাষ্ট্রদূতের মতে, বাংলাদেশিদের মানসিকতা না বদলালে ভিসা সংকট নিরসন সম্ভব নয়।

আবুধাবি বাংলাদেশ রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, “গত সাত মাস ধরে ভিসা ইস্যুতে চেষ্টা চালিয়েও কোনো অগ্রগতি হয়নি।কবে হবে সেটিও অনিশ্চিত। আমরা কাজ চালিয়ে যাচ্ছি, তবে বিষয়টি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে নেই। ”

 

জনশক্তি বিশেষজ্ঞদের মতে, ভিসা পরিবর্তনের জটিলতা দ্রুত সমাধান না হলে অনেক বাংলাদেশি কর্মীকে দেশে ফিরে যেতে হতে পারে। অনেকেই জানেন না, ভিসা বাতিল হলে কী পদক্ষেপ নিতে হবে। এতে প্রবাসীদের মানসিক চাপ বাড়ছে। বিশেষ করে বর্তমানে যারা আমিরাতে অবস্থান করছেন, তারা পড়েছেন চরম অনিশ্চয়তায়।

বাংলাদেশি প্রবাসী সংগঠকরা মনে করেন, এ অচলাবস্থা কাটাতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি প্রবাসীদেরও ভিসা নীতিমালা মেনে চলা জরুরি। নইলে বিশ্বের অন্যতম বৃহৎ শ্রমবাজারে বাংলাদেশ বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।

আরও পড়ুন

সর্বশেষ