আজঃ শনিবার ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

বিনোদন বাংলা:

ববি সন্ধ্যা ছয়টায় শুটিং স্পটে আসতেন : রাশিদ পলাশ

বিনোদন ডেস্ক:

বাংলা সিনেমা:

গত ঈদের পরদিন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি ও নির্মাতা রাশিদ পলাশের মধ্যকার অপ্রীতিকর ঘটনার এখনও কোনো সুরাহা হয়নি। বরং তাদের মধ্যে দ্বন্দ্ব এখন চরমে। ঈদের ছবি ‘ময়ূরাক্ষী’ মুক্তিকে কেন্দ্র করে পরিচালক রাশিদ পলাশকে চিত্রনায়িকা ববি চড় মেরে ঘটনার সূত্রপাত ঘটান বলে জানা গেছে। কিন্তু পলাশ বলছেন – এমন কোনো ঘটনা ঘটেনি। তবে ময়ূরাক্ষী ছবির নানা অসঙ্গতির বিষয় তুলে নির্মাতা রাশিদ পলাশের বিরুদ্ধে ববি ও প্রযোজনা সংস্থার পক্ষ থেকে সংবাদ সম্মেলনও করা হয়েছে। তবে সংবাদ সম্মেলনের মূল এজেন্ডা ছিল – ববি’র বিরুদ্ধে হওয়া চুরি ও হত্যাচেষ্টার মামলা নিয়ে। যাইহোক, সংবাদ সম্মেলনের পরদিন নায়িকা ববি ও প্রযোজনা সংস্থার অভিযোগ অস্বীকার করেছেন নির্মাতা রাশিদ পলাশ। তিনি বলেন, আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন।

জানা যায়, সোমবার বিকেলে হওয়া সংবাদ সম্মেলনে ময়ূরাক্ষী ছবির নায়িকা ববি ও প্রযোজনা সংস্থা আজ ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আয়েশা সিদ্দিকা ও সুমি উপস্থিত ছিলেন। এই দুই কর্মকর্তার সামনে নির্মাতা ও নায়িকার দ্বন্দ্বের বিষয়টি সামনে চলে আসে। তারা বলেন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন পরিচালক পলাশ। তিনি ছবির কাজ সময় মতো শেষ করেননি, ছবিটি সময়মতো রিলিজও করেননি। আমরা পলাশকে টাকা দিয়েছি। কিন্তু তিনি তা সঠিকভাবে বণ্টন করেননি। ববির গানসহ অনেক দৃশ্য কেটে ফেলা হয়েছে। আর ছবিটি কেনো মাত্র দুটি হল পেল তা জানার জন্য নির্মাতা পলাশকে ডাকা হয়েছিল। আমরা সবাই ছিলাম সেখানে। নির্মাতা বিপরীতমুখী কথা বলছিলেন। এমনকী ময়ূরাক্ষী রিলিজের আগে ছবিটি প্রযোজকদের দেখানোও হয়নি।

সংবাদ সম্মেলনে বলা হয় – চলতি মাসের ১২ তারিখের মধ্যে পরিচালক রাশিদ পলাশ যদি সব কিছু ঠিক করে না দেন, তাহলে তার বিরুদ্ধে আইনগত নেবেন প্রযোজকরা। এইসব বিষয়ে নির্মাতা রাশিদ পলাশ বলেন, আমার বিরুদ্ধে তারা যেসব অভিযোগ এনেছে সেগুলোর কোনো ভিত্তি নেই। তারা নিজেদের মতো করে অভিযোগ সাজিয়েছে। ময়ূরাক্ষী ছবিটি সেন্সরের জন্য জমা দেওয়ার আগে নায়িকা ববিসহ প্রযোজনা সংস্থার কয়েকজন ছবিটি কমপক্ষে ১০বার দেখেছেন। তখন তো তারা এমন অভিযোগ করেননি ? একবছর পর এসে তারা এমন অভিযোগ কেনো আনলেন, সেটা আমার বোধগম্য নয় ?

নায়িকার দৃশ্য ছেটে ফেলা ও পারিশ্রমিকের বিষয়ে পলাশ বলেন, ববি পারিশ্রমিক নিয়ে মিথ্যা অভিযোগ এনেছেন। ববি শুটিংয়ে সময়মতো আসতেন না। সকাল ১০ টাইম দেওয়া থাকলে তিনি শুটিংয়ে আসতেন সন্ধ্যা ৬টায়। তবুও অনেক কষ্ট করে শুটিং শেষ করেছি। এছাড়া তাকে কত টাকা দেওয়া হয়েছে সব ডকুমেন্ট আমার কাছে আছে। আর্থিক বিষয়ে যে অভিযোগ এসেছে সেগুলো আমি দুই – একদিনের মধ্যেই প্রকাশ্যে আনবো।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

এম.এ. আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ” চট্টগ্রাম ফুল উৎসব ২০২৫ এর গালা নাইট কনসার্ট

এম.এ. আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ” চট্টগ্রাম ফুল উৎসব ২০২৫ এর গালা নাইট কনসার্টে” উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রখ্যাত ব্যান্ড শিল্পী নগর বাউলখ্যাত ব্যান্ড এর ভোকাল জেমস সহ ৮ টি জনপ্রিয় ব্যান্ড দল।

এই উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে চট্টগ্রাম এর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম বলেন, ‘আগামী ৬ ফেব্রুয়ারি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম ফুল উৎসব -২০২৫ এর গালা নাইট কনসার্টে দেশের জনপ্রিয় আটটি ব্যান্ড দল পারফর্ম করবেন। কনসার্ট কে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। নিরাপত্তার দায়িত্বে থাকবে সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ স্বেচ্ছাসেবক । অনুষ্ঠানে ৩৫ হাজার দর্শকের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে‌। ২০ হাজার দর্শক গ্যালারিতে ও ১৫ হাজার দর্শক মাঠে বসে এই কনসার্ট উপভোগ করতে পারবে। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে গ্যালারি ৩০০ ও মাঠ ৫০০ টাকা। কোন দর্শক যেন মাদকদ্রব্য নিয়ে মাঠে প্রবেশ করতে না পারে সেজন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে”।

এই সময় উপস্থিত ছিলেন শিরোনামহীন ব্যান্ড এর ভোকাল শেখ ইশতিয়াক, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক এ. কে. এম. গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাদি উর রহিম জাদিদসহ জেলা জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সাংবাদিকবৃন্দ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী রাসিক ভবন পরিদর্শন

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থীদের শিক্ষাসফর উপলক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের কার্যক্রম অবহিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 নগরভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাসিকের সচিব মোবারক হোসেন। রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম বিষয়ে তথ্য উপস্থাপন করেন রাসিকের নগর পরিকল্পনাবিদ বনি আহসান।

এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ রাজশাহী মহানগরীর সবুজায়ন ও পরিচ্ছন্ন পরিবেশের ভুয়শী প্রশংসা করেন।

 

মতবিনিময় সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. মোঃ শফিক উর রহমান, অধ্যাপক ড. হালিমা বেগম, অধ্যাপক ড. কাসফিয়া নাহরিন, মোহাম্মদ মিজানুর রহমান, রাসিকের নির্বাহী প্রকৌশলী পরিকল্পনা সুব্রত কুমার সরকার, সহকারী প্রোগ্রামার সিয়াম পারভেজ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ