
গত ঈদের পরদিন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি ও নির্মাতা রাশিদ পলাশের মধ্যকার অপ্রীতিকর ঘটনার এখনও কোনো সুরাহা হয়নি। বরং তাদের মধ্যে দ্বন্দ্ব এখন চরমে। ঈদের ছবি ‘ময়ূরাক্ষী’ মুক্তিকে কেন্দ্র করে পরিচালক রাশিদ পলাশকে চিত্রনায়িকা ববি চড় মেরে ঘটনার সূত্রপাত ঘটান বলে জানা গেছে। কিন্তু পলাশ বলছেন – এমন কোনো ঘটনা ঘটেনি। তবে ময়ূরাক্ষী ছবির নানা অসঙ্গতির বিষয় তুলে নির্মাতা রাশিদ পলাশের বিরুদ্ধে ববি ও প্রযোজনা সংস্থার পক্ষ থেকে সংবাদ সম্মেলনও করা হয়েছে। তবে সংবাদ সম্মেলনের মূল এজেন্ডা ছিল – ববি’র বিরুদ্ধে হওয়া চুরি ও হত্যাচেষ্টার মামলা নিয়ে। যাইহোক, সংবাদ সম্মেলনের পরদিন নায়িকা ববি ও প্রযোজনা সংস্থার অভিযোগ অস্বীকার করেছেন নির্মাতা রাশিদ পলাশ। তিনি বলেন, আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন।
জানা যায়, সোমবার বিকেলে হওয়া সংবাদ সম্মেলনে ময়ূরাক্ষী ছবির নায়িকা ববি ও প্রযোজনা সংস্থা আজ ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আয়েশা সিদ্দিকা ও সুমি উপস্থিত ছিলেন। এই দুই কর্মকর্তার সামনে নির্মাতা ও নায়িকার দ্বন্দ্বের বিষয়টি সামনে চলে আসে। তারা বলেন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন পরিচালক পলাশ। তিনি ছবির কাজ সময় মতো শেষ করেননি, ছবিটি সময়মতো রিলিজও করেননি। আমরা পলাশকে টাকা দিয়েছি। কিন্তু তিনি তা সঠিকভাবে বণ্টন করেননি। ববির গানসহ অনেক দৃশ্য কেটে ফেলা হয়েছে। আর ছবিটি কেনো মাত্র দুটি হল পেল তা জানার জন্য নির্মাতা পলাশকে ডাকা হয়েছিল। আমরা সবাই ছিলাম সেখানে। নির্মাতা বিপরীতমুখী কথা বলছিলেন। এমনকী ময়ূরাক্ষী রিলিজের আগে ছবিটি প্রযোজকদের দেখানোও হয়নি।

সংবাদ সম্মেলনে বলা হয় – চলতি মাসের ১২ তারিখের মধ্যে পরিচালক রাশিদ পলাশ যদি সব কিছু ঠিক করে না দেন, তাহলে তার বিরুদ্ধে আইনগত নেবেন প্রযোজকরা। এইসব বিষয়ে নির্মাতা রাশিদ পলাশ বলেন, আমার বিরুদ্ধে তারা যেসব অভিযোগ এনেছে সেগুলোর কোনো ভিত্তি নেই। তারা নিজেদের মতো করে অভিযোগ সাজিয়েছে। ময়ূরাক্ষী ছবিটি সেন্সরের জন্য জমা দেওয়ার আগে নায়িকা ববিসহ প্রযোজনা সংস্থার কয়েকজন ছবিটি কমপক্ষে ১০বার দেখেছেন। তখন তো তারা এমন অভিযোগ করেননি ? একবছর পর এসে তারা এমন অভিযোগ কেনো আনলেন, সেটা আমার বোধগম্য নয় ?
নায়িকার দৃশ্য ছেটে ফেলা ও পারিশ্রমিকের বিষয়ে পলাশ বলেন, ববি পারিশ্রমিক নিয়ে মিথ্যা অভিযোগ এনেছেন। ববি শুটিংয়ে সময়মতো আসতেন না। সকাল ১০ টাইম দেওয়া থাকলে তিনি শুটিংয়ে আসতেন সন্ধ্যা ৬টায়। তবুও অনেক কষ্ট করে শুটিং শেষ করেছি। এছাড়া তাকে কত টাকা দেওয়া হয়েছে সব ডকুমেন্ট আমার কাছে আছে। আর্থিক বিষয়ে যে অভিযোগ এসেছে সেগুলো আমি দুই – একদিনের মধ্যেই প্রকাশ্যে আনবো।
