আজঃ বৃহস্পতিবার ১৩ মার্চ, ২০২৫

চট্টগ্রামে ঝাঁঝ কমেছে আদা-পেঁয়াজের, কমেছে রসুনের দামও

চট্টগ্রাম বুরো:

চট্টগ্রামের পাইকারী বাজারে আদা ও পেঁয়াজের দাম কমেছে। দেশে ভোগ্যপণ্যের অন্যতম বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে এ চিত্র দেখা গেছে। দাম কমেছে রসুনেরও। এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি চার থেকে ১৫ টাকা পর্যন্ত দাম কমেছে এই তিন পণ্যের।
সরেজমিনে দেখা গেছে, গত সপ্তাহে পাইকারিতে ১৮৫ থেকে ১৯০ টাকা কেজি দরে বিক্রি হওয়া রসুন এখন ১৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ এক সপ্তাহে পণ্যটির দাম কমেছে কেজিতে অন্তত ১০ টাকা। একই সময়ে কেজিতে ১৫ টাকা কমেছে আদার দাম। গত সপ্তাহে ২৫৫ টাকা কেজি দরে পাইকারিতে বিক্রি হওয়া আদা এখন ২৪০ টাকায় বিক্রি হচ্ছে খাতুনগঞ্জে। এই তিন পণ্যের দাম কমার বিষয়ে চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন বলেন, দাম হ্রাস-বৃদ্ধি নির্ভর করে সরবারহের ওপর। এখন পেঁয়াজ মোটামুটি আমদানি হচ্ছে, দামও কমতির দিকে। তাই এখানেও দাম কমেছে। আদা-রসুনেরও একই অবস্থা, আমদানি খরচ কমলে এখানেও দাম কমে।
খাতুনগঞ্জের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানরা গেছে, গেল মে মাসের শুরুতে কেজিপ্রতি ৭০ টাকার কম পাইকারি দরে বিক্রি হয়েছিল পেঁয়াজ। সেসময় পণ্যটির ন্যূনতম রপ্তানিমূল্য টনপ্রতি ৫৫০ ডলার বেধে দেয় অন্যতম বড় রপ্তানিকারক ভারত। সেসময় পেঁয়াজের ওপর ৪০ শতাংশ অতিরিক্ত শুল্কও আরোপ করে দেশটি। এতে ভারত থেকে আমদানি হলেও রাতারাতি দেশের বাজারে ৯০ টাকা পেরিয়ে যায় পণ্যটির দাম। এরপরের কয়েক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম বেড়ে সোয়া একশ টাকায় পৌঁছে যায়। শুল্ক ও ন্যূনতম রপ্তানি মূল্যের শর্তে ভারতীয় পেঁয়াজের দাম বেশি পড়ায় চলতি অর্থবছরের শুরুতে পাকিস্তান, চীন, মিয়ানমারসহ বিভিন্ন দেশ থেকে আমদানি শুরু করেন ব্যবসায়ীরা। তবে এরমধ্যে গেল মাসে ন্যূনতম রপ্তানিমূল্য তুলে নেওয়ার পাশাপাশি শুল্ক ৪০ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করে ভারত। এতে ফের ভারত থেকে পেঁয়াজ আমদানির দিকে ঝুঁকে ব্যবসায়ীরা। পণ্যটির দাম কমে খাতুনগঞ্জে। বুধবার (গতকাল) খাতুনগঞ্জ ঘুরে দেখা যায়, এক সপ্তাহ আগে ৯৫ টাকা কেজি দরে বিক্রি হওয়া দেশি পেঁয়াজ এখন ৯০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর ৯২ টাকা কেজি দরে বিক্রি হওয়া ভারতীয় পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৮৮ টাকা কেজি দরে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক ওমরা হাজীর কাছ থেকে ৫০ লাখ টাকার স্বর্ণের চালান জব্দ করেছে নিরাপত্তা সংস্থার সদস্যরা। বুধবার সকাল ৯টা ৩৫ মিনিটে গোপন খবরের ভিত্তিতে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম অভিযান চালিয়ে স্বর্ণগুলো উদ্ধার করে।

বিমান বন্দর সূত্র জানায়, শাহিন আল মামুন নামে এক যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ইএ-১৩৬ ফ্লাইটে জেদ্দা থেকে সকাল ৮টা ৩৬ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান। কাস্টমস গ্রীন চ্যানেল অতিক্রম করে আন্তর্জাতিক রুটে ৩ নম্বর গেট দিয়ে বের হওয়ার সময় তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হাতব্যাগ ও প্যান্টের পকেট থেকে ৪০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। শাহিন আল মামুন নামে ওই যাত্রী ওমরাহ হজ শেষে দেশে ফিরছিলেন।উদ্ধারকৃত স্বর্ণালংকার বাজারমূল্য ৫০ লাখ ৭০ দুইশত টাকা।
এ বিষয়ে কাস্টমস ও নিরাপত্তা সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আটক যাত্রী স্বর্ণালংকারগুলো অবৈধভাবে বহন করছিলেন এবং শুল্ক ফাঁকি দেওয়ার উদ্দেশ্যেই এসব স্বর্ণ আনতে চেয়েছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

পাহাড় কেটে ভবন নির্মাণ : খুলশী ক্লাবকে ৪৮ লাখ টাকা জরিমানা।

চট্টগ্রাম নগরের খুলশীর ফয়েজ লেক এলাকায় পাহাড় কেটে ভবন নির্মাণের দায়ে খুলশী ক্লাব কর্তৃপক্ষকে ৪৮ লাখ ৭৫ হাজার টাকা ক্ষতিপূরণ আরোপ করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক (চলতি দায়িত্ব) সোনিয়া সুলতানা এ ক্ষতিপূরণ আরোপ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন একই দপ্তরের পরিদর্শক রুম্পা শিকদার। তিনি জানান, খুলশী থানাধীন ফয়েজ লেক এলাকায় খুলশী ক্লাব সংলগ্ন পাহাড় কেটে ভবন নির্মাণের দায়ে ৪৮ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ মার্চ দপ্তরের সিনিয়র কেমিস্ট রুবাইয়াত তাহরীম সৌরভ, পরিদর্শক রুম্পা শিকদার, মো. সাখাওয়াত হোসাইন, মনির হোসেনসহ এনফোর্সমেন্ট টিম পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।
পরিদর্শনকালে তারা দেখতে পান খুলশী ক্লাব সংলগ্ন পাহাড়টি ঝুঁকিপূর্ণভাবে কাটা হয়েছে। খুলসী ক্লাব কর্তৃপক্ষ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পাহাড় কেটে তারা ক্লাবের সীমানার ভিতরে অবকাঠামো উন্নয়ন কাজ

পরিচালনা করছিলেন। জানা যায় ওই ভূমিটির শ্রেণি পাহাড় ও টিলা। গত ১১ মার্চ পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত শুনানিতে বলা হয়, ৪৮ হাজার ৭৫০ ঘনফুট পাহাড় সরকারের অনুমতি ছাড়া কেটে পরিবেশের ক্ষতিসাধন করা হয়েছে। যা পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুসারে দণ্ডনীয় অপরাধ। ওই আইনের ৬ এর খ ধারা অনুসারে ৪৮ লাখ ৭৫ হাজার টাকা ক্ষতিপূরণ আরোপ করা হলো।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ