আজঃ শুক্রবার ৫ ডিসেম্বর, ২০২৫

জাতীয় সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক রঞ্জু

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

দেশের মিডিয়াকর্মীদের আস্থার প্রতিষ্ঠান ৪৩ বছরের ঐতিহ্যবাহী সংগঠন ‘জাতীয় সাংবাদিক সংস্থা’র পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ঢাকায় পুরানা পল্টনে সংস্থার অফিসে আলোচনা সভা শেষে ১০১ সদস্য বিশিষ্ট ‘জাতীয় সাংবাদিক সংস্থা’র পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। ‘জাতীয় সাংবাদিক সংস্থা’র পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি (২০২৫-২০২৬ মেয়াদে) ঘোষণা করেন ‘জাতীয় সাংবাদিক সংস্থা’ (গভঃ রেজিস্ট্রেশন নং-৪৬/২৪) এর চেয়ারম্যান লায়ন মোহাম্মদ নূর ইসলাম।

‘জাতীয় সাংবাদিক সংস্থা’র পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রকাশিত ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রকাশক ও সম্পাদক, চ্যানেল আই’র চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ‘জাতীয় সাংবাদিক সংস্থা’র রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু কে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।

শনিবার বিকেলে ‘জাতীয় সাংবাদিক সংস্থা’র বিভিন্ন কার্যক্রম বিষয়ে আলোচনা সভা হয়। সভায় সভাপতিত্ব করেন ‘জাতীয় সাংবাদিক সংস্থা’র চেয়ারম্যান লায়ন মোহাম্মদ নূর ইসলাম। জাতীয় সাংবাদিক সংস্থার ট্রাস্ট এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা অনুষ্ঠানে বলা হয়, নতুনভাবে নতুন আঙ্গিকে জাতীয় সাংবাদিক সংস্থা পূর্ণরূপে নবীন প্রবীণ একদল মেধাবী সাংবাদিকদের নিয়ে, সংস্থার যৌবনের পূর্ণ রুপে অগ্রযাত্রা শুরু করলো, সারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকদের সমন্বয়ে এই কমিটি করা হয়, সাংবাদিকদের কল্যাণের স্বার্থে সংস্থার যৌবনের পূর্ণ রুপে অগ্রযাত্রা শুরু করলো জাতীয় সাংবাদিক সংস্থার ট্রাস্ট, মুক্তিযুদ্ধের পরবর্তী সময়কালীন প্রতিষ্ঠিত ৪৩ বছরের ঐতিহ্যবাহী সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা তার ঐতিহ্যের পূর্ণরূপ ফিরে পেলো ট্রাস্ট গঠনের মাধ্যমে, তৃণমূলের সংবাদ কর্মীদের প্রাণের সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা।

ধারা ৫ এর (খ) প্রদত্ত ক্ষমতা বলে স্থায়ী পরিষদ এর সর্বসম্মতিক্রমে সংগঠনের চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম স্বাক্ষরিত জাতীয় সাংবাদিক জাতীয় সাংবাদিক সংস্থার ট্রাস্ট এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা (২০২৫-২০২৬) (গভঃ রেজিস্ট্রেশন নং -৪৬/২৪) করা হয়। জাতীয় সাংবাদিক সংস্থার লোগো যুক্ত প্যাডে জাতীয় সাংবাদিক সংস্থার ট্রাস্ট এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ২০২৫/২০২৬, গভঃ রেজিস্ট্রেশন নং-৪৬/২৪, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের (১০১) সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নিজস্ব হল রুম ১২ পুরানা পল্টন এল, মল্লিক কমপ্লেক্স,( লিফটের -৭) ঢাকা-১০০০, এ আলোচনা সভা হয়। আলোচনা সভায় বিশেষ আলোচনা করেন সংস্থার নবনির্বাচিত মহাসচিব লায়ন মোঃ হেলাল উদ্দিন হিলু। অনুষ্ঠান স ালনা করেন সংস্থার দ্বিতীয়বারের মতো নির্বাচিত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম (লাকি)। বক্তব্য রাখেন সংস্থার ভাইস চেয়ারম্যান-মোঃ রেজাউল হাবিব রেজা, এ্যাড. মোঃ আলতাফ হোসেন, লায়ন এ বি এম সোবহান হাওলাদার, মোঃ দেলোয়ার হোসেন ভূইয়া, আশরাফুল ইসলাম রঞ্জুসহ অন্যরা। ট্রাস্ট গঠনের পরে স্থায়ী পরিষদের প্রথম সভায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। তারই ধারাবাহিকতায় স্থায়ী পরিষদের সদস্যদের সর্ব সম্মতিতে আগামী ২০২৫-২০২৬ সাল, দুই বছরের কার্যক্রম পরিচালনার জন্য কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠিত তাহাদের নাম ও পদবী নিম্নে প্রদত্ত হইলো।

চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম। ভাইস চেয়ারম্যান-মোঃ রেজাউল হাবিব রেজা, এ্যাড. মোঃ আলতাফ হোসেন, এইচ.এম দুলাল, মোঃ খায়রুল ইসলাম, সৈয়দ ওমর ফারুক, লায়ন এ বি এম সোবহান হাওলাদার, মোঃ আশরাফ সরকার, মোঃ দেলোয়ার হোসেন ভূইয়া, খন্দকার মাসুদুর রহমান দিপু, আশরাফুল ইসলাম রঞ্জু, মোঃ মুছা খান রানা। মহাসচিব-মোঃ লায়ন হেলাল উদ্দিন হিলু। যুগ্ন মহাসচিব-মোঃ মনির হোসেন, মোঃ সাহাদাত হোসেন শাওন, প্রিয়াংকা ইসলাম, মোঃ হাসান আলি, মোঃ রুহুল আমিন, শাহজালাল উজ্জল ভূঁইয়া, লায়ন সাব্বির আহমেদ হাজরা। সাংগঠনিক সম্পাদক-মোঃ রেজাউল ইসলাম (লাকী)।

সহ সাংগঠনিক সম্পাদক-মোঃ শফিকুল ইসলাম স্বপন, মোঃ সাজ্জাদ আহমেদ খোকন। মোঃ আতাউর রহমান, মোঃ আতাউর রহমান, মোঃ হান্নান শাহ, মোঃ রিপন মিয়া, মোঃ রমজান আলী, রাজিয়া সুলতানা তূর্না, নাহিদা আক্তার পপি। অর্থ সম্পাদক- মুফতী শেখ আজিমুদ্দীন। সহ অর্থ সম্পাদক-লায়ন শরিফুল ইসলাম। দপ্তর সম্পাদক-মোঃ মাহমদুল ইসলাম নয়ন। সহ দপ্তর সম্পাদক-মোঃ সাইদুল ইসলাম। প্রচার সম্পাদক-আরাফাত ইয়াসিন। সহ প্রচার সম্পাদক-মো: গোলাম রাব্বানী। তথ্য ও প্রকাশনা সম্পাদক-কাশফিয়া আক্তার শিবা। গবেষণা বিষয়ক সম্পাদক-মোঃ আবু হানিফ সিদ্দিকী। আইন সম্পাদক-এ্যাড. সেলিনা আক্তার। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক-এ্যাড. মো: মাসুম বিল্লাহ। প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক-মো: আতিকুজ্জামান পিন্টু। সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক-মো: রাজিব তালুকদার। ধর্ম বিষয়ক সম্পাদক-মোঃ আবুল বাশার। শিক্ষা বিষয়ক সম্পাদক- ইঞ্জি. আশফাক আহমেদ চৌধুরী। যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক-মো: মিজানুর রহমান। সহ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক-মোঃ শাহ আলম সিকদার। মানবধিকার বিষয়ক সম্পাদক-মোঃ বাবুল মিয়া। সহ মানবধিকার বিষয়ক সম্পাদক-মো: তারেক রিপন।

মহিলা বিষয়ক সম্পাদিকা-শাহানাজ শানু। সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা-ফাতেমা আক্তার মাহমুদা ইভা। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক-মো: মোশারফ হোসেন। সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক-লায়ন রিমঝিম। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক-মো: স্বপন মিয়া। সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক-ইমারত হোসেন ইমন। মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক-মোরশেধ আলী মারুফ। চিকিৎসা বিষয়ক সম্পাদক-মো: হাফিজুল ইসলাম তালুকদা। পর্যটন বিষয়ক সম্পাদক-আসাদুল্লাহ আমিন। ত্রাণ ও দূর্যোগ পুনর্বাসন সম্পাদক-মো: শহীদুল ইসলাম আলম। সহ-ত্রাণ ও দূর্যোগ পুনর্বাসন সম্পাদক-মো: শাকিল আহমেদ। সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক-মারিয়া আক্তার, কৃষি ও মৎস বিষয়ক সম্পাদক-মো: সাইদুর রহমান সহিদ, যোগাযোগ ও গণ পরিবহন বিষয়ক সম্পাদক-এইচ.এম আমজাদ হোসেন মোল্লা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এসএম আকাশ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক-শারমিন আক্তার, সহ আপ্যায়ন বিষয়ক সম্পাদক-আব্দুল আজিজ, নির্বাহী সদস্য-এম.এ সায়েম মাসুম, নাদিকুর রহমান বিজয়, শেখ রুবিনা, এম.এ আরিফ, মোঃ আলতাফ হোসেন অমি, মোঃ শফিকুল ইসলাম, মোঃ মাহমুদুল হাসান বাবু, মেহেদি হাসান, লিও মোঃ শরিফুল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম, ফরিদা পারভিন ববি, সুমি রহমান।

সংগঠনের নানা দিক আলোচনা করেন লায়ন নুর ইসলামসহ, সংগঠনের স্থায়ী পরিষদের সম্মানিত সদস্যগণ, সভায় ভবিষ্যতে সংগঠনের দিক নিদের্শন তুলে ধরা হয়। সভা শেষে সদ্য প্রয়াত প্রবীণ সাংবাদিক আলতাফ সাহেবের রুহের মাগফেরাতের জন্য বিশেষ দোয়া করা হয়। সভায় ‘জাতীয় সাংবাদিক সংস্থা’র সারা দেশের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ভোলায় জলসিঁড়ি সাহিত্য আসরের কার্যনির্বাহী কমিটি গঠিত ।

দ্বীপজেলা ভোলার আধুনিক সাহিত্য সংগঠন জলসিঁড়ি সাহিত্য আসরের ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে ।গতকাল ৩ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যায় ভোলা সদরের গঙ্গাকীর্তি হারুন অর রশিদ স্মৃতি পাঠাগারে অনুষ্ঠিত জলসিঁড়ি সাহিত্য আসরের সাধারণ সভায় সংগঠনের আহ্বায়ক শিশুসাহিত্যিক শাহাবউদ্দিন শামীম এর সভাপতিত্বে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন- বাংলাদেশ রোদসী কৃষ্টিসংসারের চেয়ারম্যান ও জাতীয় কবিতা পরিষদ ভোলার প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সিনিয়র প্রভাষক কবি রিপন শান, জাতীয় সাহিত্য সাংস্কৃতিক ঐক্যজোট ভোলা জেলা শাখার সদস্য সচিব প্রভাষক কবি মিলি বসাক, জলসিঁড়ির সদস্য সচিব কবি মহিউদ্দিন মহিন, জাতীয় কবিতা পরিষদ ভোলার সাংগঠনিক সম্পাদক ও জলসিঁড়ির সংগঠক কবি নীহার মোশারফ, আবৃত্তিশিল্পী সমাজসেবক মীর মোশারেফ অমি প্রমুখ ।

সভায় উপস্থিত সদস্যদের ভোটাভুটির মাধ্যমে শিশুসাহিত্যিক শাহাবউদ্দিন শামীম কে সভাপতি, সিনিয়র প্রভাষক সাংবাদিক কবি রিপন শানকে নির্বাহী সভাপতি, সিনিয়র প্রভাষক সংগঠক মহিউদ্দিন মহিনকে সাধারণ সম্পাদক, কবি গবেষক কবি নীহার মোশারফ কে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট জলসিঁড়ি সাহিত্য আসরের কার্যনির্বাহী কমিটি ২০২৫- ২০২৭ গঠন করা হয়েছে ।

কমিটির সহ-সভাপতিগণ হচ্ছেন- সিনিয়র প্রভাষক কবি মিলি বসাক, কবি মোঃ জুলফিকার আলী। যুগ্ম সাধারণ সম্পাদক গণ হচ্ছেন- কবি আল মনির, আবৃত্তিশিল্পী মীর মোশারেফ অমি । অর্থ ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন কবি বিলকিস জাহান মুনমুন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন কবি শাহনাজ পারুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন সাংবাদিক মুহাম্মদ নুরুল্লাহ আরিফ । নির্বাহী সদস্যগণ হচ্ছেন- অধ্যক্ষ কবি এম এস জালাল বিল্লাহ, কবি দিলরুবা জ্যাসমিন, কবি চৌধুরী সাব্বির আলম এবং কবি এরশাদ সোহেল ।

আসছে ১৩ ডিসেম্বর ২০২৫ শনিবার বিকেল ৪ টায় ভোলা প্রেসক্লাবে অনুষ্ঠিতব্য জলসিঁড়ির মাসিক সাহিত্য সভায় নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হবে ।

খালেদা জিয়ার সুস্থতা কামনায় হোসেনপুরে বিএনপি নেতার খাবার বিতরণ।

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায়-কিশোরগঞ্জের-হোসেনপুরে পাঁচশত অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠ পৌর বিএনপির সভাপতি একে. এম. শফিকুল হক শফিকের উদ্যোগে নতুন বাজার মোড়ে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম সেলিম, পৌর বিএনপির দপ্তর সম্পাদক ও সাবেক কমিশনার মাসুম বাবুল, পৌর ২ নং ওয়ার্ড সভাপতি আব্দুল খালেক, পৌর ৪নং ওয়ার্ড সভাপতি স্বপন মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল হাই, পৌর ৮নং ওয়ার্ড সভাপতি আবুল কাশেম, উপজেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক নাজমুল মোল্লা, জেলা জাসাস সদস্য স্বপন মিয়া, পৌর সদস্য সচিব রিমন মিয়া, যুগ্ম আহবায়ক পৌর রুমান মিয়া,

পৌর বিএনপি নেতা সাইফুল ইসলাম, বিএনপি নেতা জজ মিয়াসহ পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।এ সময় পাঁচ শতাধিক মানুষের হাতে খাবারের প্যাকেট তুলে দেয়া হয়। এ কর্মসূচিতে অবস্থিত অসহায় মানুষরা খাবার পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

আলোচিত খবর

আরব আমিরাতে ভিসা সংকটে বড় হুমকির মুখে বাংলাদেশি শ্রমবাজার।

মধ্যপ্রাচ্যের  অন্যতম বৃহৎ শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাতে ভিসা জটিলতায় চরম অনিশ্চয়তায় পড়েছেন বাংলাদেশি কর্মীরা। নতুন ভিসা ইস্যু বন্ধ থাকা এবং অভ্যন্তরীণ ভিসা পরিবর্তনের সুযোগ না থাকায় বিপাকে পড়েছেন প্রবাসীরা। কূটনৈতিক প্রচেষ্টা চালালেও কবে ভিসা উন্মুক্ত হবে— সে বিষয়ে নিশ্চিত কিছু জানাতে পারছে না বাংলাদেশ মিশন। বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে আমিরাত সরকারের সিদ্ধান্তের ওপর।

ভিসা জটিলতা শ্রমবাজারের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রভাব পড়ছে প্রবাসীদের কর্মসংস্থান, আয়-রোজগার এবং দেশের রেমিট্যান্স প্রবাহে। বিভিন্ন সময়ে বাংলাদেশি কর্মীদের বিরুদ্ধে ভিসার মেয়াদ শেষে অবৈধভাবে বসবাস, লিঙ্গ পরিবর্তন, সনদ জালিয়াতিসহ নানা অভিযোগ ওঠায় ভিসা নীতিতে কড়াকড়ি করেছে আমিরাত সরকার। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন বাংলাদেশিরা।

এদিকে দুবাইয়ে স্কিল ভিসা চালু থাকলেও সেখানেও কঠোর শর্ত জুড়ে দেওয়া হয়েছে। গ্র্যাজুয়েশন সনদ ছাড়া বাংলাদেশিদের ভিসা দেওয়া হচ্ছে না। সনদকে শিক্ষা মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সত্যায়ন, পরে দূতাবাস বা কনস্যুলেটের যাচাই এবং শেষে আমিরাতের বৈদেশিক মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হচ্ছে। দীর্ঘ ও জটিল এ প্রক্রিয়ায় হতাশ কর্মপ্রত্যাশীরা।

বাংলাদেশ মিশনের তথ্যানুসারে, স্কিল ভিসায় সনদ জালিয়াতি ঠেকাতে তিন মাস আগে চালু করা হয়েছিল বারকোড ব্যবস্থা। তবে অল্প সময়ের মধ্যেই সেটিও জাল করে ফেলার অভিযোগ উঠেছে। এ কারণে ইউএই সরকারের পক্ষ থেকে নিয়মিত অভিযোগ আসছে। রাষ্ট্রদূতের মতে, বাংলাদেশিদের মানসিকতা না বদলালে ভিসা সংকট নিরসন সম্ভব নয়।

আবুধাবি বাংলাদেশ রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, “গত সাত মাস ধরে ভিসা ইস্যুতে চেষ্টা চালিয়েও কোনো অগ্রগতি হয়নি।কবে হবে সেটিও অনিশ্চিত। আমরা কাজ চালিয়ে যাচ্ছি, তবে বিষয়টি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে নেই। ”

 

জনশক্তি বিশেষজ্ঞদের মতে, ভিসা পরিবর্তনের জটিলতা দ্রুত সমাধান না হলে অনেক বাংলাদেশি কর্মীকে দেশে ফিরে যেতে হতে পারে। অনেকেই জানেন না, ভিসা বাতিল হলে কী পদক্ষেপ নিতে হবে। এতে প্রবাসীদের মানসিক চাপ বাড়ছে। বিশেষ করে বর্তমানে যারা আমিরাতে অবস্থান করছেন, তারা পড়েছেন চরম অনিশ্চয়তায়।

বাংলাদেশি প্রবাসী সংগঠকরা মনে করেন, এ অচলাবস্থা কাটাতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি প্রবাসীদেরও ভিসা নীতিমালা মেনে চলা জরুরি। নইলে বিশ্বের অন্যতম বৃহৎ শ্রমবাজারে বাংলাদেশ বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।

আরও পড়ুন

সর্বশেষ