আজঃ বুধবার ১২ মার্চ, ২০২৫

চৌদ্দগ্রামে উৎসবমুখর পরিবেশে প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

সভাপতি ফরায়েজী ও সেক্রেটারী বেলাল

কুমিল্লার চৌদ্দগ্রাম প্রেস ক্লাব প্রতিষ্ঠার ৩৮ বছর পর এই প্রথম উৎসবমুখর পরিবেশে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৩ নভেম্বর) চৌদ্দগ্রাম ফয়েজুন্নেছা মহিলা মাদরাসায় সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ৩৯জন ভোটারের মধ্যে ৩৬জন সাংবাদিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে ১ জন ভোটার নিয়ম না মানায় একটি ব্যালট পেপারের সব ভোট বাতিল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের চেয়ারম্যান কুমিল্লা বারের সিনিয়র আইনজীবি মোঃ সিরাজুল ইসলাম ভুঁইয়া বিজয়ীদের নাম ঘোষণা করেন। ফলাফল ঘোষণার আগে সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তার উজ জামান, নির্বাচন কমিশনের সদস্য কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার জাহিদ হাসান, সদস্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার মোঃ মোশারফ হোসেন, নির্বাচন কমিশন সচিব বিশিষ্ট শিক্ষানুরাগী রফিউদ্দিন সিদ্দিকী। নির্বাচনে সভাপতি পদে দৈনিক নয়াদিগন্তের সিরাজুল ইসলাম ফরায়েজী, সিনিয়র সহ-সভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দৈনিক আমার দেশের মোঃ এমদাদ উল্যাহ, সহ-সভাপতি পদে আজকের দৈনিকের মুহাঃ জহিরুল হাসান, সাধারণ সম্পাদক পদে যায়যায়দিনের মোঃ বেলাল হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশ রূপান্তরের মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক এশিয়ান টেলিভিশনের কামাল হোসেন নয়ন, কোষাধ্যক্ষ বিনা প্রতিপ্রতিদ্বন্দ্বিতায় সংবাদ প্রতিদিনের মোঃ আহসান উল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক খবরপত্রের এম এ আলম, দপ্তর সম্পাদক দৈনিক মানবজমিনের মোঃ শাহীন আলম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক বিজয় টিভির মনির উল্লাহ ভুঁইয়া, কার্যকরী সদস্য দৈনিক ভোরের ডাকের আনিছুর রহমান, দৈনিক বাংলার রাসেল পাটোয়ারী ও দৈনিক গণজাগরণের সফিউল আলম নির্বাচিত হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

যমুনা অয়েল লেবার ইউনিয়নের নির্বাচন সম্পন্ন আবুল-এয়াকুব পরিষদের নিরঙ্কুশ জয়

: জ্বালানি তেল বিপণনের রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেড লেবার ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে আবুল হোসেন-মুহাম্মদ এয়াকুব পরিষদ নিরঙ্কুশ জয় পেয়েছেন। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচন শেষে নির্বাচন পরিচালনা উপ-পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে পুনরায় জয়লাভ করেন আবুল হোসেন। তিনি ভোট পান ২৩০টি। আর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শরাফত দৌল্লাহ পান মাত্র ৮ ভোট। সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ এয়াকুব পান ২৩২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোরশেদ হোসেন পান মাত্র ৫ ভোট। শুধুমাত্র দুটি পদে প্রার্থী দিতে সক্ষম হয় প্রতিদ্বন্দ্বী পরিষদ। সেই দুটি পদেও হেরে যায় তারা।

এর আগে ১৯টি পদের মধ্যে আবুল হোসেন-মুহাম্মদ এয়াকুব পরিষদের ১৭ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। তারা হলেন— কার্যকরী সভাপতি জয়নাল আবেদীন, সহ সভাপতি দেলোয়ার হোসেন বিশ্বাস, জামশেদ হোসেন ও খোরশেদ আলম, সহ সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ মান্নান, কোষাধ্যক্ষ কামরুজ্জামান, দপ্তর সম্পাদক আবুল কাশেম, সহ দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক ইদ্রিস মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবদুল জব্বার, আইন ও দরকষাকষি সম্পাদক আবদুল আজিজ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, সমাজকল্যাণ সম্পাদক সুজন মাহমুদ, কার্যকরী সদস্য জসিম উদ্দিন ও মো. ফোরকান।

চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি সাংবাদিক ফোরাম’র কমিটি গঠন: সভাপতি তাপস, সাধারণ সম্পাদক এরশাদ

চট্টগ্রাম দক্ষিণ জেলায় এবং বিভিন্ন উপজেলায় কর্মরত টিভি সাংবাদিকদের জীবন মানোন্নয়ন ও অধিকার আদায়ের লক্ষ্যে গঠিত হয়েছে “চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি সাংবাদিক ফোরাম” নামে একটি সংগঠন। বান্দরবান সদরের মিলনছড়ি হিলসাইড রিসোর্টের হল রুমে এক আলোচনা সভা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিজয় টিভি চট্টগ্রাম অফিসের স্টাফ রিপোর্টার, পটিয়ার কৃতি সন্তান তাপস দে আকাশ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে গ্লোবাল টিভি লোহাগাড়া প্রতিনিধি এরশাদ আলম।

এছাড়াও সহ-সভাপতি চ্যানেল এস চন্দনাইশ প্রতিনিধি তৌরাফ আলী,সাংগঠনিক সম্পাদক বিজয় টিভি লোহাগাড়া প্রতিনিধি মুক্তার হোসেন ,অর্থ সম্পাদক এশিয়ান টিভি দক্ষিণ জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক বিজয় টিভি চন্দনাইশ প্রতিনিধি জাবের বিন রহমান আরজু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রনি কান্তি দেব পটিয়া, সদস্য দিদারুল ইসলাম বাঁশখালী, সুজন কর্ণফুলী, জুয়েল বোয়ালখালী।

এসময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার এবং ন্যায়ের পক্ষে অবিচল থাকাসহ সাংবাদিকদের অধিকার আদায়, দেশ ও জণগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। নির্বাচন পরিচালনা করেন বিশিষ্ট সমাজসেবক, দক্ষিণ আফ্রিকা প্রবাসী মুহাম্মদ সেলিম উদ্দিন, জসিম উদ্দিন ও আবুল কালাম।

উল্লেখ্য: এর আগে গত ৩ জানুয়ারী ২৫ ইং চট্টগ্রাম
দক্ষিণ জেলা টিভি সাংবাদিক ফোরাম’ গঠনের লক্ষ্যে ৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়। তারই ধারাবাহিকতায় গতকাল পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ