
কুমিল্লার চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী পায়েরখোলা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মনির আহম্মদ ফররাজীকে রাজকীয় সংবর্ধনা দিয়েছে পরিচালনা কমিটি, শিক্ষক-শিক্ষিকা, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। শিক্ষকতা জীবনের কৃতিত্বপূর্ণ সফলতার স্বীকৃতি স্বরূপ,ছাত্র-ছাত্রী, অসংখ্য গুনগ্রাহী ও শুভাকাঙ্খীদের পক্ষ থেকে আর্থিক সম্মাননাসহ শিক্ষককে বিপুল পরিমাণ উপহার প্রদান এবং গাড়ি করে বাড়িতে পৌঁছে দিয়ে সম্মান প্রদর্শন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
চিনি শিল্প কর্পোরেশনের সাবেক যুগ্ম সচিব মামুন আবদুল মোমেন,আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদ উল্লাহ ভুঁইয়ার সভাপতিত্বে
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুস ছোবহান মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ঢাকা ইন্সুইরেন্স কোম্পানী ডিপুটি জাকির হোসেন মজুমদার, পায়েরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাছিনা আক্তার,
বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক,
কাশিনগর মোমেনা কালা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কালাম আজাদ, প্রাক্তন ছাত্র আবদুল হাই সুমন,জাকির হোসেন সহ
এ সময় সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিদায়ী শিক্ষকের স্বজন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকসহ অসংখ্য গুনগ্রাহী ও শুভাকাঙ্খীবৃন্দ উপস্থিত ছিলেন। ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষককে বিদায় দেয়া দেখে এলাকার সর্বমহলের মানুষ অনেক আনন্দিত এবং সন্তোষ প্রকাশ করেন।












