আজঃ শুক্রবার ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

বাগমারায় হজে পাঠানোর নামে নেওয়া অর্থ লোপাট

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর বাগমারা উপজেলার আঃ হাকিম শেখ নামের এক ব্যক্তির বিরুদ্ধে হজে পাঠানোর নামে নেওয়া অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী তাঁর বিরুদ্ধে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেছেন। এ অবস্থায় ভুক্তভোগী হজ পালন করতে পারবেন কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। আঃ হাকিম শেখ উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বাসিন্দা।

 

অভিযোগ সুত্রে ও ভুক্তভোগীদের অভিযোগ থেকে জানা গেছে,গোবিন্দপাড়া ইউনিয়নের গোবিন্দপাড়া গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে রফিকুল ইসলাম কে একই ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মৃত মছির শেখ এর ছেলে আঃ হাকিম শেখ হজে নিয়ে যাওয়ার জন্য কম খরচ সহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে সেই মোতাবেক বাদীর নিকট থেকে ৪ লক্ষ ২৫ হাজার টাকা,পাসপোট,ভিসা নেন। টাকা নেওয়ার সময় বিবাদী তার নিজ নামীয় একটি স্বাক্ষরিত ইসলামী ব্যাংক,ভবানীগঞ্জ শাখার চেক বাদীর নিকট প্রদান করেন।যার হিসাব নং ৭০৯,চেক নং

৫৩৫৩০০৪। গত ২০২৪সালে হজে নিয়ে যেতে ব্যার্থ হন বিবাদী আঃ হাকিম শেখ। হজে পাঠাতে ব্যর্থ হলেও রফিকুল ইসলামকে কোন টাকা, পাসপোট, ভিসা ফেরত না দিয়ে বরং তাকেই নানা ভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করছেন।

 

আব্দুল হাকিম ‘মেসার্স আবু সিয়াম”,হজ্ব কাফেলা-এর পরিচয়ে বাগমারা,মান্দা সহ বিভিন্ন এলাকার মানুষকে হজে নিয়ে যাওয়ার কথা বলে দীর্ঘদিন ধরে টাকা সংগ্রহ করে আসছেন। গত বছর হজে পাঠানোর কথা বলে টাকা আদায় করা হলেও হজে যাওয়ার তালিকায় তাদের অনেকেরই নাম নেই।

 

এলাকা সুত্রে জানা যায় দীর্ঘ দিন থেকে আঃ হাকিম হজে লোক পাঠানোর নামে প্রতারণা করে যাচ্ছেন।এমনকি অনিয়ম-দুর্নীতির কারণে বেশ কয়েকবার লাঞ্ছিতও হয়েছেন।এবিষয়ে ভুক্তভুগি আঃ কুদ্দুস,মোজাহারুল হান্নান,হায়দার আলী,সাইফুল ইসলাম,আঃ গফুর সহ প্রায় ১০-১৫জন বলেন তাদেরকে হজ্বে পাঠানোর নাম করে টাকা, ভিসা,পাসপোট জমা নিয়ে কিছুই ফেরত দিচ্ছে না আঃ হাকিম।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক জনপ্রতিনিধি বলেন আঃ হাকিম হাজীর বিরুদ্ধে অভিযোগ সবসময় আমাদের কাছে আসেই,আমি নিজেও তাকে একাধিক বার ভালো হতে বলেছি।লোকটা আসলেই খারাপ প্রকৃতির।অনেক লোকের জীবন ধ্বংস করে দিয়েছে।তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা দরকার।

 

অভিযুক্ত আঃ হাকিম শেখ এর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নাই।
এ বিষয়ে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহাবুবুল ইসলাম পুলিশকে অবগত করার জন্য পরামর্শ দেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বিশ্ব বেতার দিবস উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

“বেতার এবং জলবায়ু পরিবর্তন” এ স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বিশ্ব বেতার দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের সালন্দরে অবস্থিত বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্র অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালিটি বের হয়।

র‍্যালিটি ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কসহ আশপাশের কয়েকটি সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ নাছিমুল কামাল এর তত্বাবধানে দিবসটি উদযাপনে এছাড়াও নানা কর্মসূচি পালিত হয়। পরে একই স্থানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এ সময় আঞ্চলিক পরিচালক মোহাম্মদ নাছিমুল কামাল বলেন, বেতারকে আরো বেশি জনবান্ধব করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সেলক্ষ্যে অনুষ্ঠানের কোয়ানটিটি না বাড়িয়ে অনুষ্ঠানের কোয়ালিটি বাড়ানো হচ্ছে। সাধারণ মানুষের মাঝে সকল তথ্য ছড়িয়ে দিতে এই কেন্দ্র থেকে প্রচার করা হচ্ছে সংবাদ। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান গল্প,নাট্য,কৌতুক সহ নানাবিধ অনুষ্ঠান।

সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক জহুরুল আলম, উপ বার্তা নিয়ন্ত্রক রাশেদ ফয়সল কবীর, সহকারী পরিচালক মোঃ নুরুল আবছার, সহকারী পরিচালক দেওয়ান আবুল বাশার, উপ আঞ্চলিক প্রকৌশলী (রুটিন দায়িত্বে) মো: রিফাত হাসান, উপ আঞ্চলিক প্রকৌশলী শারমিন সুলতানা। এছাড়াও কেন্দ্রের শিল্পী ও কলাকুশলীবৃন্দ।

ফ্রিল্যান্সিং বিষয়ে দীর্ঘ ৬ মাসব্যাপি প্রশিক্ষণ কর্মসূচির সনদ বিতরণ

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের উদ্যোগে এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় চট্টগ্রাম বিভাগে সম্পূর্ণ সরকারি খরচে ফ্রিল্যান্সিং বিষয়ে দীর্ঘ ৬ মাসব্যাপি প্রশিক্ষণ কর্মসূচির সনদ বিতরণ অনুষ্ঠান আজ (১৩ ফেব্রুয়ারি, ২০২৫) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, চট্টগ্রাম-এ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রামের জেলা প্রশাসক জনাব ফরিদা খানমের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হক।
সনদ প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, চট্টগ্রাম এর সহকারী কমিশনারবৃন্দ, আইসিটি অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তাবৃন্দ ও প্রশিক্ষণ গ্রহণকারী সফল শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, চট্টগ্রাম জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সহায়তায় লজিক্যাল ট্রায়াঙ্গেল লিমিটেড এবং এনআরবি জবস লিমিটেড (জেভি) এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেছে।
এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিংসহ অন্যান্য আইটি সেবা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। অনেক প্রশিক্ষণার্থী ইতোমধ্যে আন্তর্জাতিক মার্কেটপ্লেসে কাজ শুরু করে আয় করতে সক্ষম হয়েছে।
এই প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে ৫০০ জন নতুন ফ্রিল্যান্সার তৈরি হয়েছে।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ