আজঃ রবিবার ১৪ ডিসেম্বর, ২০২৫

লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান আইওয়াইসিএম’র প্রেসিডেন্ট নির্বাচিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জমেকার – আইওয়াইসিএম চট্টগ্রাম চ্যাপ্টার’র ২০২৫ সেবাবর্ষের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের আইকনিক ভলান্টিয়ার লিডার লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান।

ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জমেকার – আইওয়াইসিএম এর সদর দপ্তর হতে লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান এর নাম ঘোষনা করা হয়।
লিও জেলা ৩১৫বি ৪ বাংলাদেশের প্রাক্তন লিও জেলা সভাপতি (২০১৫-২০১৬) ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান উপমহাদেশের অন্যতম আধ্যাত্মিক পুরুষ বৃটিশ বিরোধী আন্দোলনের বীর সিপাহ সালার রাঙ্গুনীয়া দরবার এ বেতাগী আস্তানা শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দুল আযম

আল্লামা হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান (রহঃ) এর নাতি ও উনার যোগ্যতম উত্তরসূরী পীরে তরিকত মাওলানা মুহাম্মদ জিল্লুর রহমান আলীশাহ (রহঃ) ও মাহবুবা সুলতানার কনিষ্ঠ সন্তান । বর্ণাঢ্য সেচ্ছাসেবী ক্যারিয়ারের অধিকারী লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান চট্টগ্রাম কলেজ থেকে ইংরেজী সাহিত্যে অনার্স ও মাস্টার্স ডিগ্রী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া হতে কামিল ডিগ্রী এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজম্যান্ট হতে পিজিডিএইচআরএম ডিগ্রী অর্জন করেন।

লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান ২০১৪ সালে লিও জেলা ৩১৫বি ৪ বাংলাদেশের লিও অব দ্যা ইয়ার এ ভূষিত হন । বাংলাদেশের প্রথম দিককার কমিউনিটি বেইজ ব্লাড ডোনেশেন ও ডোনার তৈরির অন্যতম ব্লাড ডোনেশন অর্গানাইজার হিসেবে ২০০৮ ও ২০০৯ সালে পরপর দুইবার আর্ন্তজাতিক রেড ক্রিসেন্ট সোসাইটি IFRCS কর্তৃক বেস্ট ব্লাড অর্গানাইজার এ্যাওয়ার্ড লাভ করেন। ২০০৯ সালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রতিনিধি হিসেবে মালয়েশিয়া ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের যুব দূত বা ইয়্যুথ এ্যামবেসডর হিসেবে ২০০৬ সালে ভারতের রিপাবলিক ডে ক্যাম্পে অংশগ্রহন করেন।
লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান বেতাগী আনজুমানে রহমানিয়ার ভাইস প্রেসিডেন্ট, লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির স্থায়ী প্রকল্প হযরত শাহ জিল্লুর রহমান (র.) লায়ন্স চ্যারিটেবল আই সেন্টার ও মাহবুবা সুলতানা লায়ন্স সেলাই প্রশিক্ষনন কেন্দ্রের প্রধান সমন্বয়কারী । এছাড়াও তিনি আন্তর্জাতিক দুর্যোগ নেটওয়ার্ক (আইডিআরএন),চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন, আরসিওয়াই এলামনাই এসোসিয়েশন, ধরীত্রি রক্ষায় আমরা (ধরা), রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাংক, চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্র ছাত্রী সমিতি,চট্টগ্রাম কলেজ ফাউন্ডেশন, বাংলাদেশ এক্স ক্যাডেট এ্যাসোসিয়েশন, দুর্বার, কর্ণফুলী রেজিমেন্ট এক্স ক্যাডেট এ্যাসোসিয়শনের আজীবন সদস্য হিসেবে জড়িত আছেন।

ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের প্রাক্তন আঞ্চলিক সমন্বয়কারী লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান পেশাগত জীবনে ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল, এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন, কোডেক, মমতা, যুগান্তর, সংশপ্তক,ব্লাস্ট, নওজোয়ান সহ বিভিন্ন সংস্থায় কর্মরত ছিলেন ।
সম্প্রতি লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য উদীয়মান বাংলাদেশের জুরিবোর্ড কর্তৃক মাদার তেরেসা সম্মাননা-২০২৩ এ ভূষিত হন।
বেতাগী আনজুমানে রহমানিয়ার সভাপতি ও বেতাগী

আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) শাহজাদা লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমানকে আইওয়াইসিএম চট্টগ্রাম চ্যাপ্টার এর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

খান সেলিম রহমানের সম্মানে ভোলায় মিডিয়া ক্লাবে প্রীতিময় আড্ডা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, দৈনিক মাতৃজগত এর সম্পাদক ও প্রকাশক, মাতৃজগত টিভির চেয়ারম্যান ও এশিয়ান টেলিভিশনের উপদেষ্টা, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব খান সেলিম রহমান এর সম্মানে আজ ৭ ডিসেম্বর ২০২৫ রোববার বিকেল ৫ টায়, লালমোহন পৌরশহরের ওয়েস্টার্ন পাড়ায় অবস্থিত আরাফাত ভবনের নীচতলায়, লালমোহন মিডিয়া ক্লাব অফিসে -বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব- ভোলা জেলা কমিটির উদ্যোগে এক প্রীতি আড্ডা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে ।

উক্ত আড্ডায় সভাপতিত্বে করবেন- বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও ভোলা জেলা কমিটির সভাপতি সিনিয়র প্রভাষক কবি রিপন শান ।
স্বাগত বক্তব্য রাখবেন- বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ভোলা জেলা কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজকর্মী মীর মোশারেফ অমি ।


উপস্থিত থাকবেন- ভোলা দক্ষিণ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সারাদেশের কণ্ঠের বার্তা সম্পাদক তরিকুল ইসলাম রণি, ভোলা দক্ষিণ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও লালমোহন মিডিয়া ক্লাবের সহ-সভাপতি মিজান পাটোয়ারী, লালমোহন মিডিয়া ক্লাবের সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক সিরাজ মাসুদ, ভোলা দক্ষিণ প্রেসক্লাবের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক প্রভাষক কবি মুহাম্মদ নুরুল্লাহ আরিফ, প্রভাষক কবি সিরাজ মাহমুদ, লালমোহন মিডিয়া ক্লাবের সাংগঠনিক সম্পাদক মানবাধিকারকর্মী জাকির হোসেন জুয়েল, ভোলা দক্ষিণ প্রেসক্লাবের সদস্য নন্দিত কন্টেন্ট ক্রিয়েটর আরিফ পন্ডিত, মাতৃজগত টিভির লালমোহন উপজেলা প্রতিনিধি মাসুম বিল্লাহ জুয়েল সহ আমন্ত্রিত গণমাধ্যমকর্মীগণ।

প্রীতি আড্ডায়, ভোলা জেলায় কর্মরত ; বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সকল সদস্য, জাতীয় দৈনিক মাতৃজগত , মাতৃজগত টিভি ও দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ এর সকল প্রতিনিধিকে উপস্থিত থাকার জন্য আন্তরিক অনুরোধ করেছেন- বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের ভোলা জেলা সভাপতি রিপন শান এবং সাধারণ সম্পাদক মীর মোশারেফ অমি ।

ভোলায় জলসিঁড়ি সাহিত্য আসরের কার্যনির্বাহী কমিটি গঠিত ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দ্বীপজেলা ভোলার আধুনিক সাহিত্য সংগঠন জলসিঁড়ি সাহিত্য আসরের ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে ।গতকাল ৩ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যায় ভোলা সদরের গঙ্গাকীর্তি হারুন অর রশিদ স্মৃতি পাঠাগারে অনুষ্ঠিত জলসিঁড়ি সাহিত্য আসরের সাধারণ সভায় সংগঠনের আহ্বায়ক শিশুসাহিত্যিক শাহাবউদ্দিন শামীম এর সভাপতিত্বে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন- বাংলাদেশ রোদসী কৃষ্টিসংসারের চেয়ারম্যান ও জাতীয় কবিতা পরিষদ ভোলার প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সিনিয়র প্রভাষক কবি রিপন শান, জাতীয় সাহিত্য সাংস্কৃতিক ঐক্যজোট ভোলা জেলা শাখার সদস্য সচিব প্রভাষক কবি মিলি বসাক, জলসিঁড়ির সদস্য সচিব কবি মহিউদ্দিন মহিন, জাতীয় কবিতা পরিষদ ভোলার সাংগঠনিক সম্পাদক ও জলসিঁড়ির সংগঠক কবি নীহার মোশারফ, আবৃত্তিশিল্পী সমাজসেবক মীর মোশারেফ অমি প্রমুখ ।

সভায় উপস্থিত সদস্যদের ভোটাভুটির মাধ্যমে শিশুসাহিত্যিক শাহাবউদ্দিন শামীম কে সভাপতি, সিনিয়র প্রভাষক সাংবাদিক কবি রিপন শানকে নির্বাহী সভাপতি, সিনিয়র প্রভাষক সংগঠক মহিউদ্দিন মহিনকে সাধারণ সম্পাদক, কবি গবেষক কবি নীহার মোশারফ কে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট জলসিঁড়ি সাহিত্য আসরের কার্যনির্বাহী কমিটি ২০২৫- ২০২৭ গঠন করা হয়েছে ।

কমিটির সহ-সভাপতিগণ হচ্ছেন- সিনিয়র প্রভাষক কবি মিলি বসাক, কবি মোঃ জুলফিকার আলী। যুগ্ম সাধারণ সম্পাদক গণ হচ্ছেন- কবি আল মনির, আবৃত্তিশিল্পী মীর মোশারেফ অমি । অর্থ ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন কবি বিলকিস জাহান মুনমুন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন কবি শাহনাজ পারুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন সাংবাদিক মুহাম্মদ নুরুল্লাহ আরিফ । নির্বাহী সদস্যগণ হচ্ছেন- অধ্যক্ষ কবি এম এস জালাল বিল্লাহ, কবি দিলরুবা জ্যাসমিন, কবি চৌধুরী সাব্বির আলম এবং কবি এরশাদ সোহেল ।

আসছে ১৩ ডিসেম্বর ২০২৫ শনিবার বিকেল ৪ টায় ভোলা প্রেসক্লাবে অনুষ্ঠিতব্য জলসিঁড়ির মাসিক সাহিত্য সভায় নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হবে ।

আলোচিত খবর

আরব আমিরাতে ভিসা সংকটে বড় হুমকির মুখে বাংলাদেশি শ্রমবাজার।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মধ্যপ্রাচ্যের  অন্যতম বৃহৎ শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাতে ভিসা জটিলতায় চরম অনিশ্চয়তায় পড়েছেন বাংলাদেশি কর্মীরা। নতুন ভিসা ইস্যু বন্ধ থাকা এবং অভ্যন্তরীণ ভিসা পরিবর্তনের সুযোগ না থাকায় বিপাকে পড়েছেন প্রবাসীরা। কূটনৈতিক প্রচেষ্টা চালালেও কবে ভিসা উন্মুক্ত হবে— সে বিষয়ে নিশ্চিত কিছু জানাতে পারছে না বাংলাদেশ মিশন। বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে আমিরাত সরকারের সিদ্ধান্তের ওপর।

ভিসা জটিলতা শ্রমবাজারের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রভাব পড়ছে প্রবাসীদের কর্মসংস্থান, আয়-রোজগার এবং দেশের রেমিট্যান্স প্রবাহে। বিভিন্ন সময়ে বাংলাদেশি কর্মীদের বিরুদ্ধে ভিসার মেয়াদ শেষে অবৈধভাবে বসবাস, লিঙ্গ পরিবর্তন, সনদ জালিয়াতিসহ নানা অভিযোগ ওঠায় ভিসা নীতিতে কড়াকড়ি করেছে আমিরাত সরকার। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন বাংলাদেশিরা।

এদিকে দুবাইয়ে স্কিল ভিসা চালু থাকলেও সেখানেও কঠোর শর্ত জুড়ে দেওয়া হয়েছে। গ্র্যাজুয়েশন সনদ ছাড়া বাংলাদেশিদের ভিসা দেওয়া হচ্ছে না। সনদকে শিক্ষা মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সত্যায়ন, পরে দূতাবাস বা কনস্যুলেটের যাচাই এবং শেষে আমিরাতের বৈদেশিক মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হচ্ছে। দীর্ঘ ও জটিল এ প্রক্রিয়ায় হতাশ কর্মপ্রত্যাশীরা।

বাংলাদেশ মিশনের তথ্যানুসারে, স্কিল ভিসায় সনদ জালিয়াতি ঠেকাতে তিন মাস আগে চালু করা হয়েছিল বারকোড ব্যবস্থা। তবে অল্প সময়ের মধ্যেই সেটিও জাল করে ফেলার অভিযোগ উঠেছে। এ কারণে ইউএই সরকারের পক্ষ থেকে নিয়মিত অভিযোগ আসছে। রাষ্ট্রদূতের মতে, বাংলাদেশিদের মানসিকতা না বদলালে ভিসা সংকট নিরসন সম্ভব নয়।

আবুধাবি বাংলাদেশ রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, “গত সাত মাস ধরে ভিসা ইস্যুতে চেষ্টা চালিয়েও কোনো অগ্রগতি হয়নি।কবে হবে সেটিও অনিশ্চিত। আমরা কাজ চালিয়ে যাচ্ছি, তবে বিষয়টি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে নেই। ”

 

জনশক্তি বিশেষজ্ঞদের মতে, ভিসা পরিবর্তনের জটিলতা দ্রুত সমাধান না হলে অনেক বাংলাদেশি কর্মীকে দেশে ফিরে যেতে হতে পারে। অনেকেই জানেন না, ভিসা বাতিল হলে কী পদক্ষেপ নিতে হবে। এতে প্রবাসীদের মানসিক চাপ বাড়ছে। বিশেষ করে বর্তমানে যারা আমিরাতে অবস্থান করছেন, তারা পড়েছেন চরম অনিশ্চয়তায়।

বাংলাদেশি প্রবাসী সংগঠকরা মনে করেন, এ অচলাবস্থা কাটাতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি প্রবাসীদেরও ভিসা নীতিমালা মেনে চলা জরুরি। নইলে বিশ্বের অন্যতম বৃহৎ শ্রমবাজারে বাংলাদেশ বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।

আরও পড়ুন

সর্বশেষ