
চট্টগ্রামের রাঙ্গুনিয়া দরবার এ বেতাগী আস্তানা শরীফের আধ্যাত্নিক সাধনার প্রাণ পুরুষ উপমহাদেশের বৃটিশ বিরোধী আন্দোলন এর অন্যতম পুরোধা ব্যক্তিত্ত সৈয়দুল আজম হযরত হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান (রহঃ) বার্ষিক পবিত্র ইছালে ছাওয়াব মাহফিল উপলক্ষে উনার যোগ্যতম উত্তরসুরী ও সাহেব জাদা একাত্তরের মহান মুক্তিযোদ্ধের সংগঠক পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত,মুরশীদে বরহক কুতুবে জমান
হযরত মাওলানা শাহ মুহাম্মদ জিল্লুর রহমান আলী শাহ (রহঃ) নামে প্রতিষ্ঠিত হযরত শাহ জিল্লুর রহমান (রহ.) ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ও বেতাগী আনজুমানে রহমানিয়ার সহযোগিতায় বেতাগী ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়, ইবতেদায়ী মাদরাসা ও কে.জি স্কুলে ২০২৪ সালে ৫ম শ্রেণী হতে ১ম, ২য়, ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান আজ ৮ ফেব্রুয়ারী’২৫ শনিবার সকাল ১০টায় দরবার-এ বেতাগী আস্তানা শরীফে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রবীণ শিক্ষাবিদ এ. এইচ. এম আলাউদ্দিন।
প্রধান অতিথি ছিলেন আনজুমানে রহমানিয়া সভাপতি ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাওলানা এ.জে.এস.এম গোলামুর রহমান (আশরফ শাহ)। অতিথি ও আলোচক ছিলেন অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ নুরী, আহমদ সাঈদ, শাহজাদা জিয়াউর রহমান আহমদ উল্লাহ, হাজী দলিলুর রহমান, মাস্টার ফরিদ আহমদ, মাস্টার ফারুখ আহমদ, মাস্টার আব্দুর রহমান, মুহাম্মদ শাহজাহান আত্তারী, মুহাম্মদ জামাল হোসাইন, মুহাম্মদ ইব্রাহীম তালুকদার, মাওলানা মোজাম্মেল হক, মমতাজুল হক, মুহাম্মদ আব্দুল্লাহ, মুহাম্মদ জাবেদ ও মুহাম্মদ জাহেদ প্রমূখ।

অনুষ্ঠানে বেতাগী ইউনিয়নের ১১ প্রাথমিক বিদ্যালয়, ৫টি কে.জি স্কুল, ৪ টি ইবতেদায়ী মাদরাসার মোট ৬০জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন ও বেতাগী আনজুমানে রহমানিয়ার সভাপতি পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) হযরত শাহ জিল্লুর রহমান (রহ.) ফাউন্ডেশনের কার্যক্রম এর বিষযে কোরআন সুন্নাহর
আধুনিক জ্ঞান- বিজ্ঞান করব জয়, মোরা ছড়িয়ে পরব বিশ্বময় বলে প্রত্যয় ব্যক্ত করেন ।আগামী ১০ ফেব্রয়ারী সোমবার সৈয়দুল আযম আল্লামা হযরত ক্বারী হাকিম হাফেজ মুহাম্মদ বজলুর রহমান মোহাজেরে মক্কী (রহঃ) বার্ষিক পবিত্র ইছালে ছাওয়াব মাহফিল, বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদ্রাসার বার্ষিক সভা ও বেতাগী আনজুমানে রহমানিয়ার ৩৮ তম বার্ষিক সম্মেলন ও বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে।
