
পাবনার ভাঙ্গুড়ায় সংখ্যালঘু এক পরিবারের বাড়ির সামনে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য মো: মোজাফ্ফর এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার মন্ডতোষ ইউনিয়নের দহপাড়া গ্রামে। অভিযুক্ত ইউপি সদস্য দহপাড়া গ্রামের নাসির হোসেন প্রমাণিকের ছেলে ও মন্ডতোষ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য। তবে অভিযোগ অস্বীকার করেছে ওই ইউপি সদস্য।
ভূক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, দহপাড়া গ্রামের শ্রী জয়দেবচন্দ্রের পুত্র সন্তান না থাকায় তার বড় মেয়ে পঞ্চমী রানী ও মেয়ে জামাই সুকুমারচন্দ্রকে ২০১৮ সালে তার বাড়িতে নিয়ে এসে রাখে। এমতো অবস্থায় জয়দেব চন্দ্র ২০২০ সালে মারা যায়। জয়দেব মারা যাওয়ার পর তার সৎকারের জন্য টাকার প্রয়োজন হলে জয়দেবের স্ত্রী অনিমা রানী তার বসতভিটার জায়গা বিক্রি করার সিদ্ধান্ত নেন। এ সময় জয়দেবের বড় মেয়ে পঞ্চমী রানী ও ছোট মেয়ে সুমি রানী তার মায়ের কাছ থেকে ১৮ শতাংশ বসত ভিটা নগদ আড়াই লক্ষ টাকা দিয়ে কিনে নেয়। এরপর থেকে দীর্ঘদিন দুই বোন মাকে নিয়ে বাড়িতেই বসবাস করে আসছিল। হঠাৎ করে গত শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকালে ঘুম থেকে উঠে দেখে তাদের বাড়ির সামনে ইউপি সদস্য মোজাফ্ফর হোসেন সহ আরো কিছু লোকজন বাঁশের বেড়া দিয়েছে।

পঞ্চমী রানী বলেন, বেড়া দেয়ার বিষয়ে মোজাফ্ফরকে জিজ্ঞেস করলে তিনি বলেন আমি তোমার চাচাতো ভাই স্বপনের কাছ থেকে প্রায় এক বছর আগে এই বসতভিটার জায়গা কিনেছি এবং কিছুদিন আগে অন্য একজনের কাছে আমি এ জায়গা বিক্রিও করে দিয়েছি। যাদের কাছে বিক্রি করেছি তারা হয়তো এখানে বেড়া দিয়েছে। এখন আমরা বাড়ি থেকে বের হতে পারছি না এক প্রকার না খেয়েই দিন পার করছি।
অনিমা রানী বলেন, আমার স্বামীর সৎকারের জন্য আমার দুই মেয়ের কাছে ১৮ শতাংশ জায়গা বিক্রি করি। সেই জায়গার উপরে বেড়া দিয়ে আমাদেরকে বাড়ি বন্দি করে রেখেছে। মেম্বার প্রভাবশালী তার ভয়ে থানায় যেতে পর্যন্ত সহজ পাচ্ছি না। এ ব্যাপারে প্রধান উপদেষ্টার মহলের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য মোজাফ্ফর হোসেন বলেন, আমি কাগজপত্র যাচাই-বাছাই করে জয়দেবচন্দ্রের ভাতিজা স্বপন চন্দ্রের কাছ থেকে জায়গাটা কিনেছিলাম। কিছুদিন আগে আমি আমার ক্রয় কৃত জায়গা অষ্টমনিষা ইউনিয়নের গদাইরূপসী গ্রামের মনির হোসেনের কাছে বিক্রি করে দেই। শুনেছি মনিরের শশুর বাড়ির লোকজন এসে এখানে বেড়া দিয়েছে।
এ বিষয়ে স্বপন চন্দ্র বলেন, দাদার সম্পত্তির আমার বাবার যে অংশটুকু পায় আমি মেম্বার এর কাছে সেটুকই বিক্রি করেছি। এখন মেম্বার কার কাছে বিক্রি করেছে সেটা তার ব্যাপার।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।