আজঃ শনিবার ২২ মার্চ, ২০২৫

রাণীশংকৈলে ভুট্টা ক্ষেত থেকে হাত-পা বাঁধা ইমামের মরদেহ উদ্ধার

রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নেকমরদ ইউনিয়নে
হাত-পা বাঁধা অবস্থায় খাইরুল ইসলাম (৫৮) নামের এক নৈশ্য প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১মার্চ)বেলা ১১ টার দিকে উপজেলার নেকমরদ ইউনিয়নের বামনবাড়ী শামসুদ্দিন হাসকিং মিলের পাশে একটি ভুট্টা ক্ষেত থেকে ইমামের মরদেহ উদ্ধার করা হয়। নিহত খাইরুল ইসলাম নেকমরদ ভবানন্দপুর এলাকার মৃতঃ নাছির উদ্দীনের ছেলে। তিনি ইমামের পাশাপাশি দীর্ঘদিন ধরে শামসুদ্দিন হাসকিং মিলের নৈশ্য প্রহরীর দায়িত্বে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান,খাইরুল ইসলাম শামসুদ্দিন হাসকিং মিলে প্রায় ৪ বছর যাবত নৈশপ্রহরীর দায়িত্বে আছেন, এছাড়াও তিনি মতিন মার্কেট মসজিদে ইমামতি করেন। তিনি অনেক ভালো মানুষ ছিলেন। রাতে ওই মিলে চুরি করার সময় দেখে ফেলায় হয়তো তাকে হত্যা করা হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসকিং মিলের দুই গেটের চারটি তালা কাঁটা অবস্থায় পেয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মিলের মূল্যবান যন্ত্রাংশ চুরি দেখে ফেলায় তাঁকে হত্যা করা হতে পারে। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পাইকগাছায় কোর্ট নির্দেশনা অমান্য করে স্থাপনা নির্মাণ; সংঘর্ষের আশংকা।

পাইকগাছায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের ১৪৪ ধারা অমান্য করে জোর পূর্বক পাকা বাড়ি ঘরের নির্মাণ কাজ চলমান রাখায় যে কোনো মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী।

সংশ্লিষ্ট তথ্য সূত্রে জানা যায়, উপজেলার চাঁদখালী ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত বক্তাউজ্জামান সানার ছেলে মোঃ আশারফ সানাদের সহিত পারিবারিক কবরস্থানের জায়গা জমি নিয়ে একই এলাকার লিয়াকত গাজীর ছেলে ওমর আলী গাজীদের সাথে দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমা সহ বিবাদ চলে আসছে।

সর্বশেষ গত ইং-২৬/০২/২৫ তারিখ উল্লেখিত পারিবারিক কবরস্থানের জায়গা নিয়ে আব্দুল আজিজ সানা পাইকগাছা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ওমর আলী গংদের বিরুদ্ধে একটি মামলা করেন, মামলা নং-এম, আর ৬০/২৫। আদালত মামলাটি আমলে নিয়ে উক্ত জমিতে ১৪৪ ধারার জারী করেন। যা বর্তমানে বলবদ রয়েছে।

এদিকে ইং ২১/০৩/২০২৫ তারিখ শুক্রবার সকালে ওমর আলী গংরা উল্লেখিত জমিতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের ১৪৪ ধারা অমান্য করে ঘর বাড়ি নির্মাণের কাজ করছিলো। এ ঘটনা জানতে পেরে আজিজ সানারা পাইকগাছা থানা পুলিশকে বিষয়টি অবগত করলে, তাৎক্ষণিক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আদালতের নির্দেশ মান্য সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে সকল প্রকার নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশনা প্রদান করে আসেন।

এবিষয়ে ওমর আলীর পরিবারের কাছে জানতে চাইলে তাহারা বলেন, আশরাফ সানাদের এখানে জমি নাই, তাহলে আবার কিসের ১৪৪ ধারা।

এছাড়াও আশারফ সানা উল্লেখিত ঘটনা পরবর্তী থানায় ওমর আলী সহ চার জনকে বিবাদী করে একটি সাধারণ
ডায়েরি করেন, জিডি নং১১২১।তাছাড়া আশারফ সানার পরিবার জানান, এ জমি সংক্রান্ত বিষয়ে কোর্টে দেওয়ানি মামলা চলমান রয়েছে, মামলা নং-৩০/২০২৪।

নগরীর পৃথক দুইটি স্থানে ইফতার বিতরণকালে মুহাম্মদ শাহেদ

ফ্যাসিস্টের দোসরেরা দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ আজ ২১ মার্চ (শুক্রবার) খুলশী থানা যুবদল ও পাঁচলাইশ থানা যুবদলের অন্তর্ভূক্ত ষোলশহর রেলওয়ে স্টেশন ইউনিট যুবদলের উদ্যোগে মাসব্যাপি কর্মসূচির অংশ হিসেবে আজ পৃথক পৃথক স্থানে শ্রমজীবি ও পথচারী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

এসময় মুহাম্মদ শাহেদ বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী ফ্যাসিস্টের দোসরেরা নতুন নতুন দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। খুনি হাসিনা ভারতে বসে দিবাস্বপ্নে বিভোর। এদেশের মানুষ আর আওয়ামীলীগ দেখতে চাই না। আওয়ামীলীগ মানে খুনি, লুঠেরা ও দুর্নীতিবাজ। তাদের হাতে এদেশের মানচিত্র নিরাপদ নয়। হাসিনার দালালেরা নতুন নতুন ফন্দি ফিকির করছে। এদেশের আপমর জনসাধারণ তাদের ফাদে পা দেবে না। তিনি আরো বলেন, এদেশের সবচেয়ে নির্যাতিত পরিবার হলো শহীদ জিয়া পরিবার। বিএনপির প্রতিটি নেতাকর্মীর ঘরে ঘরে আওয়ামী ফ্যাসিবাদের নির্যাতনের চিহ্ন এখনো বিরাজমান। খুনীর সাথে বন্ধুত্ব হয় না। যারা এই বন্ধুত্বের স্বপ্ন দেখছেন তারা বোকার স্বর্গে বসবাস করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি, যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠন ঐক্যবদ্ধ।

ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ তারেক রশিদ, যুবদলের সাবেক আহবায়ক মোহাম্মদ আলী সাকি, সাবেক কোষাধ্যক্ষ মোঃ নুর হোসেন উজ্জ্বল, সাবেক প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, মহিউদ্দিন মুকুল, নুরুল ইসলাম মোল্লা, জহিরুল ইসলাম জহির, হামিদুল হক চৌধুরী, গুলজার হোসেন মিন্টু, শাহবাব ইয়াজদানী, কলিম উল্লাহ, শহিদুল ইসলাম কুট্টি, রিদোয়ান হোসেন জনি, ৭ নং য়ার্ড যুবদলের সাবেক আহবায়ক মোহাম্মদ জাবেদ হোসেন, হাসান চৌধুরী তোফা, সোলেমান হোসেন মনা, মোঃ জাভেদ হোসেন, জসিম উদ্দিন তালুকদার, মোঃ সুমন, মোঃ আলমগীর, মোঃ আনোয়ার হোসেন, মোহাম্মদ শাহজাহান, মোঃ রুবেল, মোঃ সুমন, রুবেল, ইকবাল, শফিউল সামু, খুলশী থানা যুবদল নেতা সাজ্জাদ হোসেন, সাজু. লিটন, সাহেদ, নুরল ইসলাম রাজন, আসলাম, সোহেল, পারভেজ, সিপলো, শওকত, আজমির, শুকুর, আজাদ, ইমাম হোসেন, আমির হোসেন, আবু বক্কর, ফারুক,

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ