
রাজশাহীর মোহনপুরে উপজেলা নির্বাচন অফিস এর আয়োজনে জাতীয় ভোটার দিবস-২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চত্বরে বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের স্লোগান ছিল “তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে”।
এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা, সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বেনজির আহমেদ, উপজেলা বরেন্দ্র প্রকৌশলী গোলাম মোস্তফা ফারুক, যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, উপজেলা নির্বাচন অফিসার হাইউল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা শাহিদা আক্তার, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক জি,এ,এম আব্দুল আওয়াল, সেক্রেটারি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মৃধা, বীর মুক্তিযোদ্ধা বিভূতিভুষণ সরকার, প্রভাষক মফিজুর রহমানসহ উপজেলার কর্মকর্তা কর্মচারী বৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন।
