আজঃ মঙ্গলবার ১৮ মার্চ, ২০২৫

বোয়ালখালী প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ।

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম

বোয়ালখালী প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৪ মার্চ উপজেলা বিআরডিবি হল মিলনায়তনে বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মো: সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইয়াছিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার মোঃ রহমত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার। উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ শওকত আলম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ খোরশেদ আলম, বোয়ালখালী পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম ওসমান গনি, সাবেক বিএনপি সদস্য সচিব নুরুল করিম নুরু, পৌরসভা বিএনপি ৬নং ওয়ার্ডের সভাপতি হাজি আবু আকতার।

বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজের প্রভাষক হেলাল উদ্দিন টিপু, গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খসরু পারভেজ, বিএনপির নেতা সরোয়ার আলমগীর।
অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম মনজুর আলম, মো: লোকমান চৌধুরী, অধীর বড়ুয়া, সিনিয়র সহসভাপতি এডভোকেট সেলিম চৌধুরী, সহসভাপতি ফারুক ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দীন খালেদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো: নজরুল ইসলাম, এমরান চৌধুরী, প্রভাষ চক্রবর্তী, এস,এম নাঈম উদ্দিন, জাহিদ হাসান, খোরশেদ আলম।

এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন- মাওলানা মোঃ আবছার। এসময় উপস্থিত ছিলেন- যুবদল নেতা বকতেয়ার, পৌরসভা বিএনপির সাবেক সহসভাপতি কামাল উদ্দিন, মাহমুদুল হক মেম্বার। বৈষম্য বিরোধী আন্দোলনের মো: শাকিল, মো: মামুন, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সাধারণ সম্পাদক পল্টু কান্তি বড়ুয়া, প্রধান শিক্ষক নজির আহমদ, প্রধান শিক্ষক মোঃ ইলিয়াছ, সমাজসেবক মোঃ জসিম উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার রিদুয়ানুল হক, বনী হাসান চক্ষু হাসপাতালের চেয়ারম্যান আবু তালেব, সাংবাদিক প্রদীপ শীল, সাংবাদিক কাজী আয়েশা ফারজানা, দৈনিক চট্টগ্রাম পোস্ট ও একুশে সংবাদ প্রতিনিধি, এম মনির চৌধুরী রানা, ঠিকাদার মোঃ ইউছুপ, প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী, যুবদল নেতা মো: সিরাজুল ইসলাম, দলিল লিখক কফিল উদ্দিন, বিনয়বাশী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক বিপ্লব জলদাস, সংস্কৃতি কর্মী সবুজ অরন্যসহ সরকারী বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক নেতৃবৃন্দ , সাংবাদিক নেতৃবৃন্দ ,ব্যবসায়ী ও পেশাজীবী নেতৃবৃন্দ।

এসময় প্রধান অতিথি ইউএনও রহমত উল্লাহ বলেন – সাংবাদিকরা জাতির মিরর, এ পেশায় স্বচ্চতায় সমাজ-দেশ উন্নয়ন করা সহজভাবে সম্ভব। তাই তিনি সাংবাদিকদের বধন্যতায় সমৃদ্ধিশালী দেশ বিনির্মান করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বিলাসবহুল পাঁচটি গাড়ি কিনছে চট্টগ্রাম বন্দর।

চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ পাঁচটি বিলাসবহুল গাড়ি কিনতে আগ্রহ দেখিয়েছে। মূলত বন্দরের ঊচ্চ পদস্থ কর্মকর্তা ও দেশি বিদেশি অতিথিদের পরিবহনের জন্য এই গাড়ি ক্রয়ের কথা ভাবছে বন্দর কর্তৃপক্ষ। সাবেক সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা বিলাসবহুল ল্যান্ড ক্রুজার খালাস না হওয়ায় শেষ পর্যন্ত নিলামে তোলা গাড়িগুলো কিনছে। গত মাসে অনুষ্ঠিত নিলামে ৯ কোটি ৬৭ লাখ টাকার বেশি দামি ২৪টি গাড়ি বিক্রির জন্য তোলা হলে ১৪ জন অংশগ্রহণ করলেও কাঙ্খিত দর দেয়নি কেউই। ফলে প্রথম দফায় বিক্রি হয়নি সে সব গাড়ি। এবার সেই গাড়ি থেকে পাঁচটি গাড়ি কিনতে বন্দর কর্তৃপক্ষ।

ইতোমধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গত ৫ মার্চ নৌ পরিবহন মন্ত্রণালয়ে চিঠি দিয়ে পাঁচটি গাড়ি কেনার অনুমতি চেয়েছে। যদিও সেই চিঠির কোন উত্তর এখনো মন্ত্রণালয় থেকে বন্দরে পাঠায়নি।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, সাবেক সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা গাড়িগুলোর মধ্যে পাঁচটি বন্দর কর্মকর্তাদের ব্যবহারে কেনার জন্য অনুমোদন চেয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। এখনও নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে চিঠির জবাব আসেনি। আমরা কাস্টমসের রিজার্ভ ভ্যালু অনুযায়ী এসব গাড়ি কিনতে চাইছি। অথচ প্রথম নিলামে একটি গাড়িরও রিজার্ভ ভ্যালুর অর্ধেক দামও উঠেনি।

চট্টগ্রাম কাস্টমস হাউজের নিলাম শাখার সহকারী কমিশনার মো. সাকিব হোসেন বলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ রিজার্ভ ভ্যালু অনুযায়ী সাবেক সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা পাঁচটি গাড়ি কিনতে চাইছে। এতে রাজস্ব বাড়বে। কেননা প্রতিটি গাড়ির রিজার্ভ ভ্যালু নির্ধারণ করা হয়েছে ৯ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৮৯৯ টাকা করে। বন্দর কর্তৃপক্ষ ওই দামে গাড়ি কিনতে চাইছে। প্রথম নিলামে এসব গাড়ির সর্বোচ্চ দাম উঠেছে ৩ কোটি ১০ লাখ টাকা এবং সর্বনিম্ন দাম উঠেছে ১ লাখ টাকা পর্যন্ত।

জানা গেছে, চট্টগ্রাম কাস্টমসের নির্ধারিত রিজার্ভ ভ্যালু অনুযায়ী প্রতিটি গাড়ি ৯ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৮৯৯ টাকায় কিনতে চাইছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এতে লাভবান হবে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। কেননা গত ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নিলামে সেই বিলাসবহুল গাড়ির বিপরীতে দরপত্র জমা দেয় মাত্র ১৪ জন। বাকি ১০টিতে কোন দরপত্রই জমা পড়েনি। নিলামে সর্বোচ্চ দাম উঠেছিল তিন কোটি ১০ লাখ টাকা এবং সর্বনিম্ন দাম উঠে মাত্র এক লাখ টাকা। নিয়ম অনুযায়ী প্রথম নিলামে দরের ৬০ শতাংশ বা তার বেশি যিনি দর দেবেন তার কাছে বিক্রির সুযোগ আছে। এই হিসেবে ন্যূনতম পাঁচ কোটি ৮০ লাখ টাকা দর পড়লে বিক্রির সুযোগ ছিল। এদিকে, কাস্টমস কর্তৃপক্ষ প্রথম নিলামে সাবেক সংসদ সদস্যদের ২৪টি ল্যান্ড ক্রুজার গাড়ির কাক্সিক্ষত দাম পায়নি। এ কারণে একটি গাড়িও বিক্রি হয়নি। এখন দ্বিতীয় নিলামে নতুন করে আরও ৬টি যুক্ত করে মোট ৩০টি গাড়ি নিলামে তোলার প্রস্তুতি নিচ্ছে।

চট্টগ্রাম মহানগর ইলেকট্রিক থ্রি হুইলার যানবাহন মালিক ও চালক ঐক্য পরিষদের পরিচিতি, আলোচনা সভা ও ইফতার মাহফিল

মুরাদপুরস্ত প্রধান কার্যালয়ে শেখ জাবেদ মিয়ার সভাপতিত্বে ৩৯ জন বিশিষ্ট নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল এস এম সুমন চৌঃ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য এসকান্দর মির্জা। প্রধান বক্তা ছিলেন ডবলমুরিং থানা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম মিয়াজী।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শ্রমিক নেতা মোঃ কবিরসহ অনন্য নেতৃবৃন্দগন এবং নব নিযুক্ত কমিটির সভাপতি শেখ জাবেদ মিয়া, সহ-সভাপতি সালামত আলী, সাধারণ সম্পাদক: এস এম আবুল ফয়েজ, যুগ্ন সম্পাদক দাউদ হায়দার লাভলু, সাংগঠনিক সম্পাদক:

এস এম সুমন, অর্থ সম্পাদক মোঃ মন্জু মিয়া, প্রচার সম্পাদক মোঃ জসিম উদ্দিন (জসু) দপ্তর সম্পাদক মোঃ ওসমান, ধর্ম বিষযয়ক সম্পাদক এম. এ সাইদ, লাইন সম্পাদক আবদুল মোনাফ (মুরাদ), আপ্যায়ন সম্পাদক মো: দেলোয়ার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মোঃ সোহেল রানা, ক্রিড়া সম্পাদ: মনিরুল ইসলাম, কার্যকরী সদস্য আবুল কালাম খান, মোঃ মাজেদুল হক, তরিকুল হক এরশাদ, মোঃ সেলিম, মোঃ নুর আলম, মোঃ রিপন, মোঃ শামসু মোঃ মানিক মিয়া, মোঃ আনোয়ার হোসেন, জাহিদুল ইসলাম রাশেল, আলী আক্কাস, মোঃ মনির শেখ, মোঃ ফিরোজ, মোঃ আমিন উল্লাহ, মোঃ শেখ সেলিম, মোঃ জামাল শেখ, মাসুদ রানা, মোঃ তারেক, মোঃ মোস্তফা, রাশেদুল ইসলাম, মোঃ রাশেদ, মোঃ হাসান, জনি ধর।

প্রধান অতিথি বলেন, অত্র সংগঠনের কার্যক্রম দেখে আমি আশান্বিত যে তারা যে ভাবে চালকদেরকে প্রশিক্ষন করাচ্ছে এটাই বর্তমানের জন্য অনেক প্রয়োজনীয় কাজ, কারন অটো রিকশা চালকগন প্রশিক্ষিত না হলে কোনোভাবে দুর্গঠনা এড়ানো যাবে না তাই আমার অনুরোধ প্রত্যাকটা চালক প্রশিক্ষিত হতেহবে, ইউনিফর্ম ও আইডি কার্ড বাধ্যতা মূলক লাগবে।

প্রধান বক্তা বলেন চট্টগ্রাম মহানগর যানজট মুক্ত করতে হলে সবাই যার যার অবস্থান থেকে একযোগে কাজ করতে হবে, আমি বিশ্বাস করি অত্র সংগঠনের মাধ্যমে এই কাজ সম্পূর্ণ করা সম্ভব। সাধারণ সম্পাদক এস এম আবুল ফয়েজ বলেন, মেয়র সকল কার্যক্রমের সমর্থনে এটাই একটা অংশ প্রত্যাকটা চালককে প্রশিক্ষিতর মাধ্যমে পুরা মহানগর শৃঙ্খলার আওতায় আনব ইনশাআল্লাহ।

সভাপতি শেখ জাবেদ মিয়া বলেন, মেয়র মহোদয়ের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আমরা মহানগরের সকল থানায় কার্যক্রম অব্যাহত, যেকোন মহত কাজে সবার সহযোগীতা একান্ত জরুরী সবাই সহযোগিতা করলে চালকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে চট্টগ্রাম মহানগর যানজট মুক্ত করা সম্ভব। এই বলে সভা সমাপ্তি ঘোষণা করেন।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ