আজঃ শুক্রবার ১৮ এপ্রিল, ২০২৫

বোয়ালখালীতে এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৬ জন

এম মনির চৌধুরী রানা

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে বোয়ালখালীতে ৭টি কেন্দ্রে ৩ হাজার ৪৯১ জন এসএসসি ও সমমানের পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছেন ৩ হাজার ৪৬৫ জন। অনুপস্থিত ছিলেন ২৬ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর মধ্যে ২১ জন ছাত্রী এবং ৫ জন ছাত্র। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বোয়ালখালীতে এসএসসি পরীক্ষার্থী ২ হাজার ৮৩৯ জনের মধ্যে অংশ নিয়েছেন ২ হাজার ৮২৪ জন। অনুপস্থিত ছিলেন ১৫ জন। এর মধ্যে গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫ জন, কানুনগোপাড়া ড. বিভূতিভূষণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ জন, শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ জন ও সৈয়দপুর আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮ জন বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নেননি। অনুপস্থিত এসএসসি পরীক্ষার্থীর মধ্যে ২ জন ছাত্র এবং ১৩ জন ছাত্রী। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে শাকপুরা দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষায় ৩৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৩৮৫জন। অনুপস্থিত ছিলেন ৮ জন। এরমধ্যে ৩ জন ছাত্র এবং ৫ জন ছাত্রী। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ২৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছেন ২৫৬ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিলেন ৩ জন ছাত্রী। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ২৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

নেত্রকোনায় বন্ধু ফাউন্ডেশনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন।

নেত্রকোণায় বন্ধু ফাউন্ডেশনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা
শামীম তালুকদার, নেত্রকোণা
এসো হে বৈশাখ, এসো এসো—
নেত্রকোণায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে বন্ধু ফাউন্ডেশনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।এতে বন্ধু ফাউন্ডেশনের সভাপতি খায়রুল রশিদ খান পাঠানের নেতৃত্বে অধিকাংশ বন্ধুদের উপস্হিতিতে ১লা বৈশাখ উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়।আনন্দ শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।

উল্লেখ্য যে, সমাজসেবা অধিদপ্তর কতৃক নিবন্ধনকৃত(রেজি: নং-নেত্র :০৭৪৮) বন্ধু ফাউন্ডেশন নামে একটি সংগঠন প্রতিষ্ঠা লাভ করে ও সেবামূলক সমাজকর্ম করে যাচ্ছে।

বোয়ালখালীতে সম্মিলিত বর্ষবরণ উদযাপন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব উদযাপন।

চট্টগ্রামের বোয়ালখালী সম্মিলিত বর্ষবরণ উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত হয়েছে দিনব্যাপী বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব। বাংলা নববর্ষ ১৪৩২ উপজেলার দাশের দিঘি সংলগ্ন মাঠে শুরু হওয়া এ উৎসব ছিল নানা আয়োজনে পরিপূর্ণ।

জাতীয় সংগীত ও বর্ষবরণের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়। এরপর একে একে মঞ্চে স্থান পায় দলীয় সংগীত, একক সংগীত, নৃত্য, আবৃত্তি, অভিনয়, গীতিনাট্য, মোড়ক লড়াই এবং ঐতিহ্যবাহী বলি খেলার মতো জনপ্রিয় ও মনোমুগ্ধকর পরিবেশনাগুলো।

উৎসবে শুভেচ্ছা বক্তব্য রাখেন আমেরিকান প্রবাসী মো. শামসুল আলম আলম, অধ্যাপক কানাই দাশ, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম, শিক্ষাবিদ সেহাব উদ্দিন সাইফু, শিক্ষক নেতা আমির হোসেন ও আবুল বশর, সাংস্কৃতিক কর্মী প্রবীর দাশ, স্কাউট প্রতিনিধি পূজন, মো. জসিম উদ্দিন এবং বর্ষবরণ উদযাপন পরিষদের সভাপতি মো. জয়নুল ফারুখ মোরশেদ।

শিক্ষক সুদর্শন দাশ ও ইয়াছিন আরাফাতের যৌথ সঞ্চালনায় দিনব্যাপী এ আয়োজনে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ