আজঃ রবিবার ২২ জুন, ২০২৫

হতাশাগ্রস্থ মানুষের সাহায্যে হযরত শাহ সূফী আমানত খান (রহ:)’র দরবার শরীফ সর্বাস্থায় উম্মুক্ত =====

প্রেস রিলিজ

আধ্যাত্মিকতার সুউচ্চ মকামে অধিষ্ঠিত মহান অলিয়ে কামেল কুতুবুল আকতাব শহর কুতুব হযরত শাহ সূফী আমানত খান (রহ:) অন্ধকারাচ্ছন্ন চট্টগ্রাম নগরীকে আলোকিত করতে হতাশাগ্রস্থ মানুষের সাহায্যে সর্বাস্থায় এ মহান অলির আল্লাহর দরবার শরীফ উম্মুক্ত। এ মহান অলিয়ে কামেলের বার্ষিক উরশ শরীফ প্রতি বৎসরের ন্যায় এবছরও যথাযোগ্য মর্যাদায় গত ২৮ মে ২০২৫ইং, বুধবার লালদিঘীর পূর্ব পাড়স্থ শহর কুতুব হযরত শাহ্

আমানত খান (রহ:) দরবার শরীফে রাতব্যাপী কোরআন শরীফ তেলাওয়াত, জিকির আসকার, মিলাদ, কেয়াম মাহফিলে শাহ্জাদা আবুল ফছ্হি মুহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী (মা:জি:আ:) উপরোক্ত বক্তব্য প্রদান করেন। উক্ত উরশ শরীফে শরিয়তানুযায়ী ইসলামের উন্নতি এবং দেশ ও জাতির কল্যাণের জন্য বিশেষ মুনাজাত ও দোয়া কামনা করা হয়। এতে বাবাজান কেবলার আশেকীন, গাউছিয়া আজিজিয়া শাহী দরবার শরীফের ভক্ত মুরিদান সহ দেশী—বিদেশী, সরকারী—বেসরকারী উচ্চপদস্থ কর্মকর্তা, জিয়ারত কারীগণ উপস্থিত হয়ে

রূহানী ফয়েজ হাসিল করে ধন্য হয়ে থাকেন। উক্ত বার্ষিক উরশ শরীফে উপস্থিত ছিলেন হাটহাজারী ছিপাতলীস্থ গাউছিয়া আজিজিয়া শাহী দরবার শরীফের সম্মানিত সাজ্জাদানশীন জা—নশীনে আল্লামা কাদেরী শাহ্, ফছ্হি—এ মিল্লাত, পীরে তরিকত্ব হযরতুলহাজ্ব আল্লামা শাহ্জাদা আবুল ফছ্হি মুহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী (মা:জি:আ:)।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সহনশীল সমাজ গঠনে বুদ্ধের বাণী চর্চা প্রয়োজন — চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে উদযাপিত হয়েছে। বুদ্ধ জয়ন্তী উদযাপন পরিষদের উদ্যোগে নগরীর সাফা আর্কেড কনভেনশন সেন্টারে আয়োজিত হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। সভাপতিত্ব করেন ডা. কিসিঞ্জার চাকমা এবং সঞ্চালনায় ছিলেন রোমেলা বড়ুয়া।

এসময় আরো উপস্থিত ছিলেন ডাঃ প্রীতি বড়ুয়া, জয়সেন বড়ুয়া, দীপন কান্তি বড়ুয়া,বাবু লিটন বড়ুয়া, বাবু দেবজিৎ বড়ুয়া,বাবু রিপন কুমার বড়ুয়া, সুজন বড়ুয়া, কাজল বড়ুয়া,পরিতোষ বড়ুয়া,পীযুস বড়ুয়া সহ আরো অনেকে।

অনুষ্ঠানে মেয়র বলেন, গৌতম বুদ্ধ আমাদের অহিংসা, সহনশীলতা ও মৈত্রীর পথ দেখিয়েছেন। আজকের সমাজে এই মূল্যবোধগুলোকে ধারণ করাই সবচেয়ে জরুরি। আমি যখন চসিকের দায়িত্ব নিই, তখন প্রতিশ্রুতি দিয়েছিলাম—চট্টগ্রামকে ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলদি সিটি ও সেফ সিটিতে রূপান্তর করবো। শুধু অবকাঠামো নয়, নাগরিকদের মধ্যে ভ্রাতৃত্ব ও সহনশীলতা গড়ে তুলেই একটি নিরাপদ নগরী গঠন সম্ভব।”

মেয়র বলেন, আজকের বুদ্ধ পূর্ণিমা আমাদের কাছে কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি একটি মানবিক উপলক্ষ। এই শহর সকল ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের জন্য নিরাপদ হবে—এটাই আমাদের অঙ্গীকার।”

তিনি আরও বলেন, আমরা একটি এমন সমাজ চাই যেখানে থাকবে না কোনো বিভেদ, বিদ্বেষ কিংবা হিংসা। যেখানে সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করবে—এটাই প্রকৃত উন্নত নগরীর চিত্র।”

জাতীয়তাবাদের প্রসঙ্গে মেয়র বলেন, এক সময় জাতীয়তাবাদ কেবল বাঙালিকেন্দ্রিক ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই কাঠামো ভেঙে সব জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে বাংলাদেশি জাতীয়তাবাদের ধারা প্রতিষ্ঠা করেন। আজ আমরা সেই ঐক্যের পথেই এগিয়ে যাচ্ছি। সকল সম্প্রদায়ের অংশগ্রহণেই গড়ে উঠবে একটি শক্তিশালী, মানবিক বাংলাদেশ।”

মেয়র তার বক্তব্যে স্বাস্থ্যখাতের প্রতি গুরুত্ব দিয়ে বলেন,আমরা কোভিড মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছি। চট্টগ্রাম মেডিকেল কলেজ, মা ও শিশু হাসপাতাল, ভেটেরিনারি ইউনিভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে এন্টিজেন ও আরটিপিসিআর টেস্টের ব্যবস্থা রয়েছে। যারা এখনও টিকা নেননি, তারা দ্রুত বুস্টার ডোজ নিয়ে নিন। তিনি বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগ প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, যত্রতত্র ডাবের খোসা বা প্লাস্টিক-পরিত্যক্ত সামগ্রী ফেলে পানি জমতে দেওয়া যাবে না। জমে থাকা পানিই ডেঙ্গুর উৎস। নাগরিকদের সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, আমি আশ্বাস দিতে আসিনি—আমি কাজ করতে এসেছি। চাই না, এই শহরের একজন নাগরিকও যেন নিরাপত্তাহীনতায় ভোগেন। আসুন, আমরা সবাই মিলে একটি শান্তিপূর্ণ, মানবিক ও উন্নত নগর গড়ে তুলি।

বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলার অভিষেকে জেলা লিগাল এইড অফিসার

চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড অফিসার ও সহকারী সিনিয়র জজ রুপন কান্তি দাশ বলেন, সুন্দর বাংলাদেশ গঠনে সকল সম্প্রদায়ের সম্প্রতি অনিবার্য। ধর্ম ও নীতিশিক্ষা মানুষকে প্রকৃত মানুষে পরিনত করে। গীতা শিক্ষার মাধ্যমে আজকের শিশুরা আদর্শ মানুষ হয়ে আগামীর সুন্দর বাংলাদেশ গড়বে।পুরষ্কার শিক্ষার্থীদের মধ্যে সুপ্ত প্রতিবার উন্মেষ ঘটায়। চট্টগ্রাম প্রেসক্লাব জুলাই বিপ্লব হলে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি ( বাগীশিক) চট্টগ্রাম উত্তর জেলা সংসদের উদ্যোগে আয়োজিত বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরিক্ষার পুরস্কার বিতরণ ও নবগঠিত কার্যকরী সংসদের শুভ অভিষেক অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সিনিয়র জজ ও লিগ্যাল এইড অফিসার রুপন কান্তি দাশ।

সংসদের সভাপতি লায়ন শুভাশীষ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করেন শীতলপুর লোকনাথ ব্রম্মচারী সেবাশ্রমের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রী গোবিন্দ ব্রহ্মচারী ও বাংলাদেশ লোকনাথ সেবক ফোরামের সভাপতি শিবু প্রসাদ দত্ত।

অনুষ্ঠানের শুভ উদ্ভোধন ঘোষণা করেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা লায়ন শম্ভু দাশ। আর্শীবাদক হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা লায়ন দীলিপ কুমার শীল।

শপথবাক্য পাঠ করান বাগীশিক কেন্দ্রীয় সংসদের সভাপতি ঝুন্টু চৌধুরী। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সহ- সাধারণ সম্পাদক লায়ন কৈলাশ বিহারি সেন।

মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক কেন্দ্রীয় উপদেষ্টা বিজয়া লক্ষী দেবী, সহকারী পুলিশ সুপার, ট্রাফিক পশ্চিম দেবব্রত কর দেবু, নির্মল কান্তি দেবনাথ, সভাপতি গোসাইলডাঙ্গা ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ শ্রী মন্দির।

সভায় আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের উপদেষ্টা ডা: এলভিন সাহা, পৃষ্ঠপোষক রতন দাশ, ড. শ্রীবাস ভট্টাচার্য্য, সমীর দে, আরতি বনিক, বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি দিলীপ ভট্টাচার্য্য, প্রতিষ্ঠিতা সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ রনি, চট্টগ্রাম প্রতিদিন সম্পাদক আয়ান শর্মা, বাগীশিক দক্ষিণ জেলা সংসদের সভাপতি পুলক চৌধুরী, মহানগর সংসদের সভাপতি প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক, সাঃ সম্পাদক অপূর্ব ধর, রবিন সাহা, বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী রাজীব বরণ বিশ্বাস।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বাসু চৌধুরী, শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি শিবু দাশ, অধ্যাপক সুব্রত কুমার নাথ, হাটহাজারী উপজেলা সংসদের সভাপতি চন্দন নাথ, সাধারণ সম্পাদক শ্যাম সুন্দর বৈষ্ণব, ফটিকছড়ি উপজেলা সংসদের সভাপতি মানস চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন মহাজন, মিরসরাই উপজেলা সংসদের সভাপতি উৎফল কুমার দে, সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দে, সীতাকুণ্ড উপজেলা

সৈকত দেবনাথ, সবুজ পাল, ছোটন দাশ, সঞ্চয় চৌধুরী, উজ্জ্বল চন্দ্র নাথ, রুপন দাশ, পিংকু চন্দ্র নাথ, দেবব্রত গোলদার, সুভাষ চক্রবর্তী, রনজিৎ নাথ, কৃষ্ণ আচার্য্য, পরিক্ষিৎ দাশ, সুজয় ভট্টাচার্য, ডাঃ মিলন নাথ, সঞ্জয় দেবনাথ, প্রিয়ম দে, প্রিন্স ভৌমিক দূর্জয়, সুমন কান্তি দাশ, সুমি চৌধুরী,
প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ত্রিদিব সাহা।

অনুষ্ঠান সূচীর মধ্যে ছিল পার্থসারথি পূজা, সমবেত গীতাপাঠ,শুভ অভিষেক,শিক্ষা জীবনে গীতার গুরুত্ব শীর্ষক আলোচনা, পুরষ্কার বিতরণ, ভক্তি সংগীতাঞ্জলী, প্রসাদ বিতরণ।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ