
একই নামে দুইটি কলেজ প্রতিষ্ঠিত হওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কালিয়াকৈর কলেজের শিক্ষার্থীরা।রোববার (১ জুন) সকাল ১০টা থেকে ১১টা পর্যান্ত কালিয়াকৈর বাইপাস এলাকায় সড়ক অবরোধ করে রাখে। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
মহাসড়ক বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়ে দূর পাল্লার যাত্রীবাহী ও সড়কে চলাচলকারী সাধারণ মানুষ।
শিক্ষার্থীর জানান, সম্প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের নাম পরিবর্তন করে কালিয়াকৈর কলেজ করা হয়েছে। কিন্তু দীর্ঘদিন আগে থেকেই কালিয়াকৈর কলেজ নামে আরও একটি শিক্ষাপ্রতিষ্ঠান আছে। একই উপজেলায় একই নামে সাংঘর্ষিক দুই প্রতিষ্ঠান হওয়ার সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে তাদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।