
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. আলফাজের বিরুদ্ধে একটি বিল থেকে প্রায় ৪ কোটি টাকার মাছ চুরি ও হামলার অভিযোগ উঠেছে। মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর হল রুমে সংবাদ সম্মেলনে চৌধুরী ইসমাইল সাজ্জাদ জোহাদ ওয়াকাফ এস্টেটের প্রতিনিধি সাইদুল ইসলাম রানা এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে সাইদুল ইসলাম রানা জানান, ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি আলফাজ প্রায় ৪ কোটি টাকার মাছ চুরি করেন এবং এস্টেটের দুজনকে পঙ্গু করে দেন। এই ঘটনায় তার পরদিন ১৩ ফেব্রুয়ারি শিবগঞ্জ থানায় দুটি মামলা দায়ের করা হয়। এর পরেও আলফাজ আদালতের নির্দেশ অমান্য করে মাছ ধরা অব্যাহত রেখেছেন এবং এস্টেটের দায়িত্বশীলদের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছেন।
তিনি আরও অভিযোগ করেন, গত ২১ মার্চ গভীর রাতে সেনাবাহিনীর উপস্থিতিতে বিল থেকে মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছিল। কিন্তু আলফাজ ও তার সহযোগীরা সরঞ্জাম থানায় নেওয়ার পথে হামলা করে সেগুলো ছিনিয়ে নেয়। হামলায় আহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। চার মাস পার হলেও এই হামলার ঘটনায় এখনো কোনো মামলা রেকর্ড হয়নি বলে তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে আলফাজের বিরুদ্ধে দুর্নীতি, চেক জালিয়াতি ও অন্যান্য একাধিক মামলার অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত আলফাজ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমি কুমিরাদহ বিলটি লিজ নিয়ে মাছ চাষ করে আসছি। কাইয়ুম রেজা চৌধুরীর ভাতিজা, মেয়ে এরাই নানান সময় চাঁদা চেয়ে না পেয়ে আমাদের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে।











