
বোয়ালখালীতে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ১০ দিনব্যাপী গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে সেশন পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোহাম্মদ রহমত উল্লাহ। প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে ইউএনও মো. রহমত উল্লাহ বলেন, “আনসার ও ভিডিপি সদস্যরা দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ প্রশিক্ষণের মাধ্যমে আপনাদের মধ্যে যে জ্ঞান ও দক্ষতা অর্জিত হয়েছে, তা বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখায় ভূমিকা রাখতে হবে।



অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যক্রম সম্পর্কে মৌলিক ধারণা প্রদান করা হয়। একই সঙ্গে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণে তাদের দায়িত্ব ও করণীয় বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়। সমাপনী সেশনের শেষে প্রশিক্ষণে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার। এসময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, প্রশিক্ষকগণ ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


















