আজঃ বৃহস্পতিবার ২৯ জানুয়ারি, ২০২৬

আমিরাতে বাংলাদেশি ২টি স্কুলের এইচএসসিতে সাফল্য

মোহাম্মদ আরমান চৌধুরী আরব আমিরাত প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি ২টি স্কুল রয়েছে। স্কুল ২টি হলো রাজধানী আবুধাতিতে অবস্থিত ‘শেখ খালিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ’ এবং রাস আল খাইমাহ প্রদেশে ‘রাস আল খাইমাহ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ’।
স্কুল ২টি বাংলাদেশের ঢাকা বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন করে। দেশটির বাংলাদেশি প্রবাসী সন্তানদের শিক্ষা কার্যক্রমে এ ২টি প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

বাংলাদেশি কারিকুলামে পরিচালিত ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ কর।
আবুধাবিতে অবস্থিত শেখ খলিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুলের প্রকাশিত ফলাফলে দেখা যায়, মোট ৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৪৩ জন পাস করেছে এবং মাত্র ১ জন অনুত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৭.৭৩ শতাংশ। ৪৩ জনের মধ্যে ১জন গোল্ডেন এ প্লাস, ৭ জন এ প্লাস, ২৮ জন এ, ৭ জন এ মাইনাস এবং ১ জন সি গ্রেড পেয়েছে।

রাস আল খাইমাহ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর মোট ১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, এর মধ্যে ১৭ জন শিক্ষার্থী পাশ করেছেন এবং ২জন শিক্ষার্থী অনুত্তীর্ণ হয়েছেন। পরীক্ষায় ১৩ জন বিজ্ঞান বিভাগের ও ৬ জন ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। পাশের হার ৮৯ শতাংশ। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে থেকে ১ জন এ প্লাস এবং ১১ জন এ গ্রেড পেয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগে ১ জন এ প্লাস ও ৪ জন এ গ্রেড পেয়েছে।

উল্লেখ্য, গত জুন মাসে বাংলাদেশের শিক্ষাবোর্ডের সাথে মিল রেখে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত ২টি বাংলাদেশি স্কুলে এইচএসসি পরীক্ষা শুরু হয়। আমিরাতের ২টি কেন্দ্র থেকে বাংলাদেশের ঢাকা বোর্ডের অধীনে মোট ৬৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

প্রবাসীরা জানায়, আমিরাতের ৭টি প্রদেশের মধ্যে ২টি প্রদেশে বাংলাদেশি স্কুল আছে, অন্য ৫টি প্রদেশে নাই। ফলে বসবাসরত বাংলাদেশি ছাত্র-ছাত্রীরা বাংলা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। দুবাই ও শারজাহে বাংলাদেশি স্কুল না থাকায় বাংলাদেশি শিক্ষার্থীরা বাধ্য হয়ে ভারতীয় স্কুল বা ইংরেজী মাধ্যমে লেখাপড়া করছেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

অনেক জল্পনা – কল্পনার অবসান ঘটিয়ে প্রায় দুই দশক ধরে ব্যাপক আলোচনার পরে ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে। ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত হল যখন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা- বাণিজ্যে সম্পর্কের টানাপড়েন চলছে। এই চুক্তির মধ্যদিয়ে ইউরোপের ২৭টি দেশের সঙ্গে জনসংখ্যার বিচারে বিশ্বের বৃহত্তম দেশ ভারতের পণ্যের মুক্ত বাণিজ্য চলবে। ভারত এবং ইইউ সম্মিলিতভাবে বিশ্বের ২৫ শতাংশ মোট দেশজ উৎপাদন তাদের দখলে রেখেছে। দু’পক্ষের কাছে আছে দুশো কোটি ক্রেতার এক অতি বৃহৎ বাজার।

ইউরোপীয় পার্লামেন্ট এবং ইইউ-র সদস্য দেশগুলি এই চুক্তিতে মান্যতা দিলে তারপরেই এবছরেরই পরের দিকে চুক্তি সই হতে পারে।এই চুক্তি বাস্তবায়িত হলে বিভিন্ন পণ্য ও পরিষেবায় বিপুল অঙ্কের শুল্ক কম হবে, আবার সামরিক ক্ষেত্রেও ভারত আর ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট এন্তোনিয়ো লুই সান্তোস দ্য কোস্টা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেয়ন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দিল্লিতে এক শীর্ষ বৈঠকে মিলিত হন।ভারতের প্রধানমন্ত্রী বলেন – আজ ভারতের ইতিহাসে বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে। আজ ২৭ তারিখ আর এটা অত্যন্ত আনন্দের সংবাদ যে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের সঙ্গে ভারত এই মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করল।
সংগৃহীত –

বাংলাদেশকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে যা জানিয়েছে আইসিসি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের নাম কাটল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের পরিবর্তে জায়গা দেয়া হয়েছে স্কটল্যান্ডকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও জানিয়েছে আইসিসি। সংস্থাটির সূত্রের বরাত দিয়ে এই তথ্য দিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই। আইসিসির একটি সূত্র পিটিআইকে জানায়, ‘গতকাল (শুক্রবার) সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানকে একটি ই-মেইল পাঠানো হয়েছে। সেখানে জানানো হয়, (বাংলাদেশ) ভারতের আসবে কি না সে সিদ্ধান্ত জানাতে যে ২৪ ঘণ্টার যে সময়সীমা আইসিসি দিয়েছিল তার মধ্যে বিসিবি আনুষ্ঠানিকভাবে কোনো উত্তর দেয়নি।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ