আজঃ মঙ্গলবার ২৯ এপ্রিল, ২০২৫

ফটিকছড়িতে ৫০ বোতল ফেনসিডিলসহ এক পুলিশ সদস্য আটক

নিউজ ডেস্ক:

চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরে ৫০ বোতল ফেনসিডিলসহ মুহাম্মদ সাজ্জাদ হোসেন (৩০) নামে এক কনস্টেবলকে আটক করেছে ভুজপুর থানা পুলিশ। আটক সাজ্জাদ রামগড় থানায় কর্মরত বলে জানা গেছে। তিনি নাটোরের বনপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের জহুরুর ইসলামের ছেলে।

 

বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় বাগানবাজার ইউনিয়নের চিকনছড়া বাজারের উত্তরে ব্রিজের উপর থেকে ওই কনস্টেবলকে আটক করা হয়।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী বলেন, আটক সাজ্জাদ রামগড় থানার কনস্টেবল। তার বিপি নম্বর যাচাই করা হচ্ছে। স্থানীয় জনতা তাকে ধরে পুলিশে দিয়েছে। ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

১০ লাখ টাকা ছিনতাই ঘটনার চাঞ্চল্যকর তথ্য

রাজশাহী নগরীতে ব্যবসায়ীর চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় রিক্সাকে ফাঁদ হিসেবে ব্যবহার করা হয়েছিল। একমাস ধরে তাকে প্রশিক্ষণ মহড়াও দেওয়া হয়েছে। ছিনতাইকারী চক্রটি একমাস ধরে ব্যবসায়ীর ওপর নজরদারিও করে আসছিল। গ্রেপ্তার রিক্সাচালকের জবানবন্দির বরাত দিয়ে পুলিশ এসব তথ্য জানিয়েছে। নিজেও এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন
রিক্সাচালক মাসুম (৩০)।

গ্রেপ্তারের পর রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ আদালতের বিচারক মামুনুর রশিদের কাছে ১৬৪ ধারায় এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় রিক্সাচালক। মাসুমের জবানবন্দির ভিত্তিতে পুলিশ জানায়, শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ওই দুইদিনের বিক্রির টাকা দিলীপ কুমার প্রামাণিকের বাসায় থাকে-এ তথ্য পেয়ে ছিনতাইকারী চক্রটি রবিবার সকালে তাকে লক্ষ্য করে পরিকল্পনা করে। পরিকল্পনামতো কোন রাস্তায় রিক্সা চালাতে হবে, কখন দাঁড়াতে হবে-এসব নিয়ে চালক মাসুমকে মহড়া দেওয়া হয়। রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, রিক্সাকে ফাঁদ হিসেবে ব্যবহার করেছে ছিনতাইকারীরা। এক মাস ধরে তারা ওই এলাকায় নজরদারি চালিয়েছে।এভাবেই বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য।

পটিয়ায় প্রবাসীর ঘরে দুর্ধর্ষ ডাকাতি, অন্তঃসত্ত্বাসহ আহত- ৪।

চট্টগ্রামের পটিয়ায় প্রবাসীর ঘরে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার ভোররাতে (২৬ এপ্রিল) উপজেলার ধলঘাট ইউনিয়নের উত্তর সমুরা গ্রামের তারাং শরীফ এলাকায় সংঘবদ্ধ ডাকাতদল এ তাণ্ডব চালায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে ৭-৮ জনের একটি ডাকাতদল ছাদ ভেঙে ঘরে প্রবেশ করে। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে তারা তাণ্ডব চালায়। ডাকাতরা নগদ ৭০-৮০ হাজার টাকা, প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার, ৫টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল লুট করে নেয়।

বাধা দিলে ডাকাতরা প্রবাসী নেজাম উদ্দিন , জসিম উদ্দিন ও জামাল উদ্দিন -সহ অন্তঃসত্ত্বা নারীকে বেধড়ক মারধর করে।

আহতদের মধ্যে নেজাম ও জসিম উদ্দিনকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জরুরি বিভাগের চিকিৎসক তারেকুল ইসলাম জানিয়েছেন, আহতদের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

ঘটনাস্থলে ছুটে আসা স্থানীয় ইউপি দফাদার বিকাশ দাশ বলেন, “ডাকাতরা পরিকল্পিতভাবে আক্রমণ করেছে।
এইদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উল্লেখ্য, এর আগে একই উপজেলায় ভাটিখাইন ও হাইদগাঁও গ্রামেও একই ধরনের ডাকাতির ঘটনা ঘটেছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ