
স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে সমর্থন দিয়েছেন এমপি নূর মোহাম্মদ
স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে সমর্থন দিয়েছেন এমপি নূর মোহাম্মদ
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে সমর্থন দিয়েছেন এই আসনের বর্তমান সংসদ সদস্য পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ। ঘোষণা দিয়ে এই স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিয়েছেন তিনি। একইসঙ্গে নিজের অনুসারীদের নিয়ে আখতারুজ্জামানের পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। এতে ভোটের মাঠে হাওয়া বদলে যেতে শুরু করেছে। কারণ নূর মোহাম্মদ দলীয় মনোনয়ন না পেলেও ভোটারদের মাঝে তার প্রভাব আছে।

দলীয় নেতাকর্মীরা বলছেন, এবার দলীয় মনোনয়ন চেয়েও পাননি সংসদ সদস্য নূর মোহাম্মদ। নৌকা না পাওয়ায় প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নেন। অবশেষে নৌকা কিংবা দলীয় বিদ্রোহী প্রার্থীকে সমর্থন না দিয়ে স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতার পক্ষে মাঠে নেমেছেন নূর মোহাম্মদ।