আজঃ মঙ্গলবার ২২ এপ্রিল, ২০২৫

চট্টগ্রাম প্রেস ক্লাব-ইস্পাহানি মিনি ম্যারাথন-২০২৪ অনুষ্ঠিত

প্রেস রিলিজ

প্রথমবাররে মতো চট্টগ্রাম প্রসে ক্লাব-এর উদ্যোগে অনুষ্ঠতি হয়ছেে মনিি ম্যারাথন-২০২৪। ম্যারাথনরে স্পন্সর প্রতষ্ঠিান হচ্ছে ইস্পাহানি শনিবার (৯ র্মাচ) সকালে এ ম্যারাথনরে সমাপনীতে প্রধান অতথিি হসিবেে উপস্থতি থকেে বজিয়ীদরে মাঝে পুরস্কার বতিরণ করনে জাতীয় সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহলে।
এর আগে চট্টগ্রাম মেট্রেোপলটিন পুলশি সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বশিষে অতথিি হসিবেে উপস্থতি থকেে এ প্রতযিোগতিার উদ্বোধন করনে। সভাপতত্বি করনে চট্টগ্রাম প্রসে ক্লাব সভাপতি সালাহ্‌উদ্দনি মো. রজো। পুরস্কার বতিরণ অনুষ্ঠানে সভাপতত্বি করনে প্রসে ক্লাবরে সনিয়ির সহ-সভাপতি চৌধুরী ফরদি।
চট্টগ্রাম প্রসে ক্লাবরে যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরয়িারে সঞ্চালনায় উদ্বোধনী ও পুরস্কার বতিরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখনে- সাধারণ সম্পাদক দবেদুলাল ভৌমকি। বক্তব্য রাখনে ইস্পানি টি লমিটিডেরে জনোরলে ম্যানজোর মঈন উদ্দনি হাসান, চট্টগ্রাম প্রসে ক্লাবরে র্কাযকরী সদস্য জসীম চৌধুরী সবুজ, সইিউজে সভাপতি তপন চক্রর্বতী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, প্রসে ক্লাবরে ক্রীড়া সম্পাদক এম. সরওয়ারুল আলম সোহলে এবং সজিকেএেস’র সহ-সভাপতি মো. হাফজিুর রহমান প্রমূখ।
উপস্থতি ছলিনে ইস্পাহানি লিমিটেডের জিএম মার্কেটিং ওমর হান্নান, চট্টগ্রাম প্রসে ক্লাবরে সহ-সভাপতি মনজুর কাদরে মনজু, র্অথ সম্পাদক রাশদে মাহমুদ, সমাজসবো ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশদেুল আলম শামীম, র্কাযকরী সদস্য মো. আইয়ুব আলী।,
অনুষ্ঠানে অতথিরিা বলনে, চট্টগ্রাম প্রসে ক্লাবরে ম্যারাথন একটি অনন্য আয়োজন। এ ম্যারাথন সাংবাদকিদরে পাশাপাশি অন্যান্যদরে মাঝে সামাজকি এবং স্বাস্থ্য সচতেনতা সৃষ্টি করব।
এই মনিি ম্যারথন ছয়টি ক্যাটাগরতিে অনুষ্ঠিত হয়। ক্যাটাগরগিুলো হলো অর্নুধ্ব চল্লশি, ৪১ থকেে ৫০, ৫১ থকেে ৬০, ৬১ থকেে ৭০, সত্তর্রোধ্ব এবং সদস্যা ক্যাটাগর।ি চট্টগ্রাম প্রসে ক্লাবরে সামনে থকেে শুরু হয়ে জামালখান মোড়-আসকার দীঘ-িকাজীর দউেড়-িপুরাতন বমিান অফসি-লাভ লইেন- বৌদ্ধমন্দরি মোড়-চরোগী মোড় অতক্রিম করে আবার চট্টগ্রাম প্রসে ক্লাবে এসে ম্যারাথন দৌড় সমাপ্ত হয়।
সদস্যা ক্যাটাগরতিে শরিোপা লাভ করনে, সুচন্দা নন্দী। সত্তর্রোধ্বে প্রথম পঙ্কজ কুমার দস্তদিার, দ্বতিীয় নর্মিল চন্দ্র দাশ, তৃতীয় দবেপ্রসাদ দাশ দবেু, চর্তুথ বপিুল বড়ুয়া, পঞ্চম সুলতান আহমদ আশরাফী, ষষ্ঠ মাখন লাল সরকার, সপ্তম মঈনুদ্দীন কাদরেী শওকত, অষ্টম সরিাজুল করমি মানকি, নবম জালাল উদ্দীন আহমদ চৌধুরী, দশম জাহদেুল করমি কচ।ি
৬১ থকেে ৭০-এ প্রথম দবোশীষ বড়ুয়া দবেু, দ্বতিীয় প্রদীপ নন্দী, তৃতীয় স্বপন কুমার মল্লকি, চর্তুথ জাকরি হোসনে লুলু. পঞ্চম স.ম ইব্রাহীম, ষষ্ঠ মো. আবদি হোসনে, সপ্তম বাবুল চৌধুরী, অষ্টম শশিরি বড়ুয়া, নবম তাপস বড়ুয়া, দশম সুলতান মাহমুদ সলেমি, একাদশ অঞ্জন কুমার সনে।
৫০ থকেে ৬০-এ প্রথম গোলাম মাওলা মুরাদ, দ্বতিীয় খোরশদেুল আলম শামীম, তৃতীয় প্রণব বড়ুয়া র্অণব, চর্তুথ ফরদি উদ্দনি চৌধুরী, পঞ্চম মো. ইউসুব সবুর, ষষ্ঠ ম. শামসুল ইসলাম, সপ্তম জাকারয়িা চৌধুরী, অষ্টম মো. আহসানুল কবরি রটিন, নবম সালাহ্উ্দ্দনি মো. রজো, দশম রনজতি কুমার দ।ে
৪১ থকেে ৫০-এ প্রথম সুমন গোস্বামী, দ্বতিীয় রাজবি রায়হান, তৃতীয় রনি দাশ, চর্তুথ আবীর চক্রর্বতী, পঞ্চম সুজতি চন্দ্র সাহা, ষষ্ঠ এসএম ইফতখোরুল ইসলাম, সপ্তম মজিানুর রহমান, অষ্টম সাইদুল, নবম প্রণব বল, দশম অরুণ বকিাশ দ।ে
অর্নুধ্ব চল্লশি-এ প্রথম আজহার মাহমুদ, দ্বতিীয় জাকরে আহমদে, তৃতীয় মো. সাইফুল ইসলাম, চর্তুথ রাশদে এইচ সরকার, পঞ্চম হুমায়ুন মাসুদ, ষষ্ঠ নাজমুল আলম সাদকেী, সপ্তম মো. রাশদেুল আলম, অষ্টম আবু মোশাররফ রাসলে, নবম সুবল বড়ুয়া, দশম রাহুল কান্তি দাশ নয়ন।
প্রতযিোগতিায় প্রথম, দ্বতিীয়, তৃতীয় ছাড়াও বশিষে পুরস্কার এবং অংশগ্রহণকারীদরে পুরস্কৃত করা হয়। ম্যারাথনরে কো-স্পন্সর কআের স্টীল, ফুড স্পন্সর আরজেএম ফুটওয়্যার।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হনুমান উদ্ধার,চকরিয়া সাফারি পার্কে অবমুক্ত

চট্টগ্রামের বোয়ালখালী পৌর সদরের গোমদণ্ডী ফুলতল মোড়ে লোকালয়ে ঢুকে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে একটি মুখপোড়া হনুমান। আজ শনিবার (১৯ এপ্রিল) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হনুমানটি আহত অবস্থায় সড়কে পড়ে গেলে স্থানীয় দুই যুবক মো. মুন্না ও ফয়সাল তাকে উদ্ধার করে নিয়ে যান বোয়ালখালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে।

মুন্না জানান, হনুমানটি সকাল থেকে ভবনের ছাদ ও গাছে লাফালাফি করছিল। দুপুরের দিকে একটি গাছ থেকে ছাদে লাফ দিতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপ-সহকারী কর্মকর্তা এসএম সাইদুল আলম সাঈদ বলেন, “হনুমানটির আংশিক লোম পুড়েছে, তবে গুরুতর জখম হয়নি। তাকে স্যালাইন দিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং এখন অনেকটাই সুস্থ।

পরে বন বিভাগে হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রাম বনবিভাগের চট্টগ্রাম সদর রেঞ্জার মুহাম্মদ ইসমাইল হোসাইন জানান, “এটি একটি মুখপোড়া হনুমান, যা প্রায় বিলুপ্তির পথে। প্রাণিটিকে চকরিয়া সাফারি পার্কে পাঠানো হবে, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে থাকবে।”তিনি আরও বলেন, “এ ধরনের উদ্ধার ও চিকিৎসা উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ। আমরা মুন্না ও ফয়সালকে ধন্যবাদ জানাই তাদের মানবিকতার জন্য।”

কালিয়াকৈরে পৌর বজ্রের দখলে আঞ্চলিক সড়ক শালবন মানুষের দুর্ভোগ।

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা দেশের উন্নত পৌরসভার তালিকায় থাকলেও বর্জ্য ব্যবস্থাপনায় রয়েছে চরম অব্যবস্থা।

সোমবার (২১এপ্রিল) সরেজমিনে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা গেছে, কিছু এলাকায় ডাম্পিং ব্যবস্থাপনা থাকলেও তা সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে না। নজরদারির অভাবে শহরের সড়ক, ফুটপাত ও শালবন আবাসিক এলাকা ক্রমশই পরিণত হচ্ছে ময়লার ভাগাড়ে।

পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মাটিকাটা এলাকার সফিপুর-বড়ইবাড়ী আঞ্চলিক সড়কে দেখা গেছে, দিন-রাত সেখানে ফেলা হচ্ছে বিভিন্ন ধরনের বর্জ্য। নির্দিষ্ট ডাম্পিং জোন থাকা সত্ত্বেও তা এড়িয়ে ঠিকাদাররা সড়কের ওপরেই ময়লা ফেলছেন, ফলে যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে।

স্থানীয়রা অভিযোগ করেন, পঁচা দুর্গন্ধযুক্ত ময়লার কারণে এ সড়ক দিয়ে পায়ে হেঁটে চলাও কঠিন হয়ে পড়েছে। যানবাহন চলাচলেও সৃষ্টি হচ্ছে ভয়াবহ ভোগান্তি। দুর্গন্ধে আশেপাশের বাড়িঘরেও অবস্থান করা দায় হয়ে পড়েছে। কখনো কখনো রাস্তা এতটাই ময়লায় ভরে যায় যে, পুরোপুরি বন্ধ হয়ে যায় চলাচল।

একই ধরনের চিত্র দেখা গেছে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কালামপুর পূর্বপাড়া এলাকায়। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে মহল্লার প্রবেশপথে সরকারি শালবনের জমিতে দীর্ঘদিন ধরে অবাধে আবর্জনা ফেলা হচ্ছে। এতে একদিকে পরিবেশের ক্ষতি হচ্ছে, অন্যদিকে চলাচলেও তৈরি হচ্ছে প্রতিবন্ধকতা।

এছাড়াও কালিয়াকৈর হাইটেক সিটির পাশে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটির প্রস্তাবিত ভবনের জমিও দীর্ঘদিন ধরে আবর্জনায় সয়লাব হয়ে রয়েছে।

নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত কালিয়াকৈর পৌরসভায় কয়েক লাখ মানুষ বসবাস করে। আবাসিক এলাকার বর্জ্য অপসারণে পৌর কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের অভাব দীর্ঘদিন ধরেই স্থানীয়দের ক্ষোভ ও হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে কালিয়াকৈর পৌরসভার নির্বাহী কর্মকর্তা জাহিদুল আলম তালুকদার বলেন, বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। আজ থেকেই অতিরিক্ত পরিবহন সংযুক্ত করে ময়লা অপসারণ কার্যক্রম শুরু করা হয়েছে।

এ প্রসঙ্গে কালিয়াকৈর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ বলেন, নাগরিক ভোগান্তির বিষয়টি আমরা অবগত। পৌর এলাকায় অব্যবস্থাপনার ইঙ্গিত পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। শহরের পরিবেশ রক্ষায় প্রয়োজন হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের লক্ষ্য পরিচ্ছন্ন, বাসযোগ্য ও পরিবেশবান্ধব কালিয়াকৈর গড়ে তোলা।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ