আজঃ শুক্রবার ২৫ এপ্রিল, ২০২৫

মৌলভীবাজার:

শ্রীমঙ্গল ‘পর্যটন কল্যাণ পরিষদ’ নামক সংগঠনের আত্মপ্রকাশ।

তিমির বনিক মৌলভীবাজার:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ‘পর্যটন কল্যাণ পরিষদ’ নামক সংগঠনের আহ্বায়ক কমিটি গঠন ও আত্মপ্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার রাধানগর গ্রামে পর্যটন কল্যাণে ব্রীজের নিচে থাকা আবর্জনা পরিষ্কার করার মাধ্যমে সংগঠনের কার্যক্রমের সূচনা লগ্নের মাধ্যমে এর আত্মপ্রকাশ করা হয়।

গত সোমবার (১লা এপ্রিল) উপজেলার রাধানগরে অবস্থিত চামং রেস্টুরেন্ট এন্ড ইকো ক্যাফেতে আয়োজিত এক সভায় ‘পর্যটন কল্যাণ পরিষদ’ রাধানগর, শ্রীমঙ্গল নামক সংগঠনটির আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটিতে কুমকুম হাবিবাকে আহ্বায়ক ও মো. তারিকুর রহমানকে সদস্যসচিব করা হয়। অন্যান্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক কাজী শামসুল হক, সদস্য তাপস দাশ, মো. শহীদুল হক, তানভীর লিংকন, নাজমুল আহসান মিরাজ।

সংগঠনের সদস্যরা জানান, ‘শ্রীমঙ্গল পর্যটনের প্রাণকেন্দ্র রাধানগর গ্রাম। এই গ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছে পর্যটনের ব্যাপক সম্ভাবনা। ১ থেকে ৫ তারকা পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক বিভিন্ন হোটেল, মোটৈল রিসোর্ট, ইকো কটেজ, রেস্টুরেন্ট এখন এই ছোট্ট রাধানগর গ্রামেই। কিন্তু এখানে রাস্তাঘাটের বেহাল দশা, সারা বছর এখানে বিদ্যুৎ থাকে না বললেই চলে। এছাড়া এই রাধানগর গ্রামকে ঘিরে রয়েছে অনেক চা বাগান, উঁচুনিচু টিলা, পাহাড়ি আঁকাবাঁকা গ্রামীণ জনপদ, আনারস বাগান, লেবু বাগান এবং অসাধারণ এক ঝিরি/ছড়া বয়ে চলেছে, যা খুব সহজেই পর্যটকদের আকৃষ্ট করে। কিন্ত এই ঝিরিতে প্রতিনিয়ত বিভিন্ন দোকানপাট, ব্যবসায়িক প্রতিষ্ঠান এর ময়লা, বাসাবাড়ির ময়লা ফেলে পুরো ঝিরি জুড়েই পরিনত হয়েছে আবর্জনার বাগাড়।

আরো জানান, ‘রাধানগর এলাকায় প্রবেশের পরই কিছু দূর সামনে এগুলে চোঁখে পড়ে এক অসাধারণ সুন্দর ব্রীজ। এই ব্রীজের নিচে একসময় স্থানীয় মানুষ এসে বসতো, গল্প করতো এবং ঝিরির পানির ধারার অপরূপ সৌন্দর্য উপভোগ করতো। কিন্তু এখন এই ব্রীজের নিচ ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। তাই এই গ্রামের পর্যটনকে সমৃদ্ধ করতে এবং একটি মডেল ইকো ট্যুরিজম ভিলেজ হিসেবে গড়ে তোলার জন্য অত্র গ্রামের সকল পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা একত্রিত হয়ে গত ১লা এপ্রিল ‘পর্যটন কল্যাণ পরিষদ’ নামে এক সংগঠন গঠন করা হয়।’

সদস্যরা বলেন, ‘আসন্ন ঈদকে ঘিরে এই গ্রামে ব্যাপক পর্যটকদের আনাগোনা দেখা যাবে। কিন্তু রাধানগরে প্রবেশ করেই ব্রিজের নিচে এই ময়লার স্তুপ খুব সহজেই পর্যটকদের নজর কারবে। তাই রাধানগর গ্রামের পর্যটন কল্যাণের প্রথম ধাপ হিসেবে সেই ব্রীজের নিচের সকল আবর্জনা পরিষ্কার করে এই সংগঠনের কার্যক্রমের সূচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়। ধারাবাহিকভাবে এই কার্যক্রম চলমান থাকবে যতদিন পর্যন্ত এই গ্রাম একটি পরিস্কার পরিচ্ছন্ন গ্রাম হিসেবে রুপান্তরিত না হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চন্দনাইশ সমিতি-চট্টগ্রাম আয়োজিত চক্ষু শিবিরে ছানি অপারেশন সম্পন্ন।

চন্দনাইশ সমিতি-চট্টগ্রামের আয়োজনে এবং জাহানারা মোনাফ ফাউন্ডেশন (JMG) ও শেভরন আই হসপিটালের যৌথ সহযোগিতায় ‘চক্ষু শিবির ২০২৫’-এর অধীনে প্রথম ধাপে ছানি অপারেশন কার্যক্রম সম্পন্ন হয়েছে। আজ নগরীর পাঁচলাইশ শেভরন আই হসপিটালে আয়োজিত এই শিবিরে বাছাইকৃত ২২৫ জন রোগীর মধ্য থেকে প্রথম পর্যায়ে ১১০ জনের ছানি অপারেশন সফলভাবে সম্পন্ন করা হয়।

সোমবার উক্ত ক্যাম্পের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি চক্ষু চিকিৎসা ও অপারেশন কার্যক্রম ঘুরে দেখেন এবং আয়োজকদের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ধাপে ধাপে বাকি রোগীদেরও ছানি অপারেশন সম্পন্ন করা হবে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের চোখের আলো ফিরিয়ে দিতে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এই উদ্যোগে সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বয়ে একটি সফল চিকিৎসা ক্যাম্প আয়োজন করায় স্থানীয়রা আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান।

শ্রমিকদল নেতা জাফরুল হাসানের স্মরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

চট্টগ্রামের প্রখ্যাত শ্রমিকদল নেতা জাফরুল হাসানের স্মরণ সভা উপলক্ষে প্রস্তুতি সভা গতকাল ১১ এপ্রিল শুক্রবার বিকেলে নগরের নুর আহমেদ সড়কস্হ নসিমন ভবনের দলীয় কার্যালয়ে শ্রমিকদল নেতা এস এম জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

মাস্টার সফিকুল ইসলামের সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর শ্রমিকদল নেতা নজরুল ইসলাম মিয়াজি, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ বাবলু,, মিজানুর রহমান, ছালে আহমেদ, মোহাম্মদ সেলিম, জসিম উদ্দিন, মোহাম্মদ সোহেল, জাকির হোসেন মিন্টু, বিদ্যুৎ, তারেক, বাবলু দাস, রবিন, তপন, মোহাম্মদ হারুন, মোহাম্মদ ইউনুস প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আগামী ১৮ এপ্রিল শ্রমিকদল নেতা মরহুম জাফরুল হাসানের স্মরণ সভা অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের শ্রমিকদলের সকল নেতাকর্মীদের উপস্থিত থেকে স্মরণ সভাকে সফল করতে হবে।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ