
আমাদের সমাজে শিল্প সাহিত্য ও সংস্কৃতির সংগঠকদের মূল্যায়ন বৃদ্ধি হলেই সুস্থ ও মননশীল সমাজ বিনির্মান সহজতর হবে বলে মন্তব্য করেছেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহফুজা জেরিন। মিরসরাই উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে কবি ও সাংবাদিক মাহবুব পলাশের ৫০ তম জন্মজয়ন্তী ও কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। নাট্যজন প্রদীপ দেওয়ানজীর সভাপতিত্বে ও নাছির উদ্দিন ভূঞার সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন, বাংলা একাডেমী পুরস্কারপ্র্রাপ্ত চট্টগ্রামে লেখক শামছুল হক। বিশেষ অতিথি চিলেন, অধ্যক্ষ নুরুল আফসার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারন সম্পাদক দেবদুলাল ভৌমিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নারায়ন সরকার, সংবর্ধিত কবি ও সাংবাদিক মাহবুব পলাশ, কবি মঈন উদ্দিন আহমদ চৌধুরী সেলিম, কবি শাহাদাত হোসেন লিটন, কবি মাহমুদ নজরুল, প্রফেসর সাইদুল হক, উৎযাপন পরিষদের আহ্বায়ক সাংবাদিক রাজিব মজুমদার, সাংবাদিক নাছির উদ্দিন, ডা.আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন চৌধুরী, দুর্বারের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাঈফ উদ্দিন, শান্তিনীড়ের সাংগঠনিক সম্পাদক রায়হান চৌধুরী, অভিনেতা শরীফ উদ্দিন শিবলু, দুর্গাপুরের প্রাক্তন ছাত্র পরিষদের সেক্রেটারী আবুল কালাম প্রমুখ। উপস্থিত ছিলেন প্রফেসর আবুল মনছুর, লেখিকা তাছলিমা চৌধুরী সুরভী, শিক্ষিকা সুবর্ণা জেসমিন চৌধুরী, সাংবাদিক জাবেদ হোসাইন, জিয়াউর রহমান জিতু, আব্দুল মান্নান রানা, এমদাদুল হক ভূঞা, প্রতাপ বণিক রানা, মীর হোসেন, সুবর্ণা রাণী নাথ, ইব্রাহিম মাহমুদ, নিয়াজ উদ্দিন নিপু, তাকিবুর রহমান প্রমুখ। কবিতা আবৃত্তি করেন কবি এমদাদ হোসেন রিগ্যান, আমিনুর রহমান ফাহাদ, সারিকা, প্রাচুর্য্য, জানা, সোহান প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্য পর্বের মধ্যে ছিল কবিতা আবৃত্তি ও কেক কাটা। অনুষ্ঠানে কবি মাহবুব পলাশ নির্মানাধীন ‘সুরভীকুঞ্জ’ পাঠাগার ও কবিদের আড্ডার কবি কুঠিরে আগামীতে সাহিত্য আসর, কবিতা প্রেমিকদের ঠিকানা হিসেবে গড়ে উঠার ঘোষনা দেন।