আজঃ বুধবার ১২ মার্চ, ২০২৫

মারা গেছেন হোসেন পুর প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মোহাম্মদ আলীর মা।

তৌহিদুল ইসলাম সরকার স্টাফ রিপোর্টার :

কিশোরগঞ্জ:

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি: দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব সংবাদদাতা ও বাংলা খবর হোসেনপুর প্রতিনিধি, সাংবাদিক একে. এম. মোহাম্মদ আলীর মমতাময়ী মাতা মোসাম্মৎ ফিরোজা বেগম (৮১) ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৩১মে) বিকাল ৩:২০ মিনিটে সময় ইন্তেকাল করেছেন।

(ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১ জুন) সকাল ১০টায় নিজ গ্রামের বাড়ী সিদলা ইউনিয়নের গড়বিশুদিয়া, মরহুমার স্বামী বীরমুক্তিযুদ্ধা বাহারউদ্দিন সরকারের নিজ বাড়ীতে অনুষ্ঠিত হবে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থান গড়বিশুদিয়ায় তাঁর স্বামী প্রয়াত সেনা কর্মকর্তা ও সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা বাহার উদ্দিন সরকার এর কবরের পাশে সমাহিত করা হবে।

মরহুমার মৃত্যুতে হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিক গভীর শোকাহত।

মৃত্যু কালে তিনি দুই’ ছেলে, এক মেয়েসহ নাতী নাতনী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তবে এক ছেলে লন্ডন প্রবাসী, সপরিবারে লন্ডনে রয়েছেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ঠাকুরগাঁওয়ে পঙ্গু ও দুস্থ শ্রমিকের মাঝে চেক বিতরণ ।

ঠাকুরগাঁওয়ে জেলা ট্রাক ট্যাংকলরী, কাভার্ড ভ্যান ও পিকআপ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ৫৭ জন পঙ্গু-দুস্থ ও অসহায় শ্রমিকের মাঝে চেক বিতরণ করা হয়েছে। ১ মার্চ শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা ট্রাক ট্যাংকলরী, কাভার্ড ভ্যান ও পিকআপ শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে চেকগুলো বিতরণ করেন জেলা ট্রাক ট্যাংকলরী, কাভার্ড ভ্যান ও পিকআপ শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার ও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ। চেক বিতরণকালে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, ঠাকুরগাঁও জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু কাশেম, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন বাবু,সড়ক সম্পাদক সাকিব বাবু, ঠাকুরগাঁও জেলা ট্রাক ট্যাংকলরী, কাভার্ড ভ্যান ও পিকআপ শ্রমিক ইউনিয়নের সভাপতি ভুট্ট, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমানসহ নেতা কর্মীরা। পরে এক আলোচনা শেষে ৫৭ জন পঙ্গু অসহায় ও দুস্থদের মাঝে প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

গাজীপুরের শ্রীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ১২

 

গাজীপুরের শ্রীপুরে ২০ জানুয়ারি সোমবার সকাল ৯টার দিকে উপজেলার জৈনাবাজার এলাকায় এইচডিএফ অ্যাপারেলস্ লিমিটেড নামে একটি কারখানায় বয়লার বিস্ফোরণে ঘটনা ঘটেছে। এ ঘটনা কারখানার ১২ জন শ্রমিক আহত হয়েছেন বলে জানা যায়।

কারখানার আহত শ্রমিকরা হলেন, সুজন, রইছ উদ্দিন, শুক্কুর, সোনিয়া, লিমা, ইকবাল, ইয়াছিন আলী ও শাহ্জাহান। তাদের মধ্যে সুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইয়াছিন আলী নামের অপর এক শ্রমিকের স্বজনরা উন্নত চিকিৎসার জন্য অন্য একটি হাসপাতালে নিয়ে গেছেন।

কারখানার ইলেকট্রিক ইনচার্জ সোহেল রানা বলেন, স্যাম্পল রুমে স্থাপন করা বয়লারের চালকরা সকাল ৮টার দিকে এসে সুইচ অন করেন। এসময় সেটি পানি নিচ্ছে কি না তারা খেয়াল করেননি। পানি না পাওয়ায় বয়লার হিট হয়ে স্ট্রিম আউটলাইন ছেড়ে গেলে বিস্ফোরণ হয়।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ