
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে চট্টগ্রাম মহানগর যুবদলের নেতাকর্মীরা।বুধবার (১০ জুলাই) বিকালে মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার নেতৃত্বে নগরীর কাজীর দেউরী মোড় থেকে এই মিছিল বের করা হয়। মিছিলটি নুর আহম্মেদ সড়ক প্রদক্ষিন করে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আংশিক কমিটি ঘোষণা করা হয়।
সমাবেশে যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে এমদাদুল হক বাদশা বলেন, ডামি নির্বাচনের সরকার দেশের মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছে। দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে দেশকে ফোখলা করে দিয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। তাই দেশের জনগণ তাকিয়ে আছে তরুণ যুবকদের দিকে। দেশজুড়ে যে অনাচার চলছে তার থেকে মুক্তি পেতে যুব সমাজকেই এগিয়ে আসতে হবে।শেখ হাসিনার পতনের মধ্য দিয়েই আনন্দ উদযাপন করবে যুবদল।

কেন্দ্রীয় যুবদলের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, নতুন কমিটির নেতৃত্বে বেগম খালেদা জিয়ার নির্দেশিত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন বেগবান হবে। বর্তমান ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের কবল থেকে এদেশের যুবদল কর্মীরা খালেদা জিয়াকে মুক্ত করবেই।
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

মিছিলে অংশ নেন চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সভাপতি নাসির উদ্দিন চৌধুরী নাছিম, সহ সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, সহ অর্থ সম্পাদক জিয়াউল হক মিন্টু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. আলাউদ্দিন, সমবায় বিষয়ক সম্পাদক ইদ্রিস সবুজ, প্রাথমিক গণশিক্ষা সম্পাদক মো. জসিম উদ্দিন, সহ সমাজ কল্যাণ সম্পাদক মো. সালাউদ্দিন, সহ শিল্প সম্পাদক আব্দুল্লাহ আল মামুন জিতু, সদস্য সাব্বির ইসলাম ফারুক, বাকলিয়া থানা যুবদলের আহবায়ক ইসমাইল হোসেন লেদু, চকবাজার থানা যুবদলের আহবায়ক মো. সেলিম, কোতোয়ালি থানা যুবদলের সদস্য সচিব মো. হাসান, সি. যুগ্ম আহবায়ক এম এ জলিল, বাকলিয়া থানা যুবদলের সি. যুগ্ম আহবায়ক মুস্তাকিম মাহমুদ, চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিদওয়ানুল হক রিদু, মহানগর যুবদল নেতা আমিন উল্লাহ, মো. আলী, সাইফুল্লাহ ইসলাম, থানা যুবদল নেতা জাকির হোসেন, আবদুর রহিম মিনু, মাইনুদ্দিন খান রাজিব, সিরাজ খান রাজু, সাদ্দামুল হক সাদ্দাম, শফিউল বসর সাজু, ইয়াকুব খান, মো. ওসমান, মো. রায়হান, মো. মামুন, আবদুস সোবহান, ওমর ফারুক রানা, মো. শরীফ, দেলোয়ার হোসেন, মো. ফারুক, সাব্বির ইসলাম, মো. বাপ্পি, রাসেল করিম রাসেল, শহিদুল করিম শহীদ, আবুল হোসেন, মো. কাউসার, আবদুর রশিদ, আবদুল হামিদ, মো. আলমগীর, মো. মহসিন, নেজাম উদ্দিন, মো. মিজান, ফরিদ, মানিক, জাবেদ, হামিদ, রশিদ, রাসেল সহ ১৫টি থানা ও ৪৩ টি ওয়ার্ডের যুবদল নেতৃবৃন্দ।