
নেত্রকোনার পূর্বধলায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার ১ জানুয়ারি বুধবার সকালে উপজেলা ছাত্রদলের উদ্যোগে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।র্যালিটি বেলা ১২ ঘটিকায় উপজেলার হ্যালিপ্যাড মাঠ থেকে বের হয়ে পূর্বধলা বাজার, খাদ্যগুদাম রোডসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
র্যালি শেষে পূর্বধলা জগৎমনি পাইলট উচ্চ বিদ্যালয় ও পূর্বধলা সরকারি কলেজ মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা ছাত্রদলের আহবায়ক সালমান রহমান পল্লব এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক তিন তিনবারের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি নেতা মোহাম্মদ আবদুর রহিম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব ফকির, যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান সায়েদ আল মামুন শহীদ ফকির, পূর্বধলা উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু তাহের ফকির, পূর্বধলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হানিফ উদ্দিন রানা, পূর্বধলা সরকারি কলেজের সদস্য সচিব রুবায়েত হোসেন শান্ত, শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক রিপন তালুকদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী সিদ্দিকি তুরাগ প্রমুখ। এসময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা ছাত্রদলের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে সংগঠনকে আরো শক্তিশালী করার আহ্বান জানান। তারা জাতীয়তাবাদী আন্দোলনের ধারাবাহিকতাকে সামনে এগিয়ে নিতে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, ১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শিক্ষা, ঐক্য ও প্রগতি- এ তিন মূলনীতিকে ধারণ করে ছাত্রদল গঠন করেন। আশির দশকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছাত্র সংসদে ছাত্রদলের উল্লেখযোগ্য অবস্থান ছিল। নব্বইয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন কিংবা এর পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও সামনের সারিতে দেখা গেছে সংগঠনটিকে।

ছবি যুক্ত,
মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল
নেত্রকোনা,
০১ জানুয়ারি ২০২৪
ফোন, ০১৭১১০০১৭১৯