
পূবালী ব্যাংক পিএলসির কর্মকর্তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সাথে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন ও চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম, পূবালী ব্যাংক পিএলসির চট্টগ্রাম প্রিন্সিপাল অফিসের জেনারেল ম্যানেজার জনাব মোহাম্মদ আব্দুর রহিম, আঞ্চলিক কার্যালয় চট্টগ্রামের ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব এ কে এম মাসুদ, পূবালী ব্যাংক পিএলসি হাটহাজারী শাখার ম্যানেজার জনাব শওকত উর রহমান উপস্থিত ছিলেন।
চবি উপাচার্য ব্যাংক কর্মকর্তাদেরকে অবকাঠামো উন্নয়ন কাজে অংশীদার হওয়ার আহবান জানান। ব্যাংক কর্মকর্তাবৃন্দ উপাচার্যের আহবানে সাড়া দিয়ে পূবালী ব্যাংক পিএলসি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপ-শাখা (চবি ২ নং গেইট বাজার) এবং CRM Booth স্থাপন ও শুভ উদ্বোধন আগামী ২৬ জানুয়ারি ২০২৫ তারিখ বেলা ১১ টায় অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে পূবালী ব্যাংক পিএলসির পক্ষ হতে সিএসআর কার্যক্রমের আওতায় করণীয় বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হবে মর্মে জানিয়েছেন।
