আজঃ বুধবার ১২ মার্চ, ২০২৫

সুলতানুল আরেফিন হযরত সুলতান বায়েজিদ বোস্তামী (র.) দরগাহ শরীফ জামে মসজিদ (পুনঃনির্মিত) শুভ উদ্বোধন করেন সাবেক মেয়র আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম

চট্টগ্রাম ব্যুরো:

আলহাজ¦ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের অর্থায়নে পুনঃনির্মিত সুলতানুল আরেফিন হযরত সুলতান বায়েজিদ বোস্তামী (র.) দরগাহ শরীফ জামে মসজিদ ২৭ জানুয়ারি ২০২৪ খ্রি. ফলক উন্মোচন, জোহরের নামাজ আদায় ও মোনাজাতের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম। এতে প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ¦ মুফতী ছৈয়দ মোহাম্মদ

অছিউর রহমান আল কাদেরী, আলহাজ¦ মোস্তফা হাকিম পরিবার ও তাহের গ্রুপের চেয়ারম্যান আলহাজ¦ এম.এ. তাহের, বিশেষ অতিথি ছিলেন আওলাদে গাউছুল আজম মাইজভা-ারী ছৈয়দ মিনহাজুল আনোয়ার। মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হযরত সুলতান বায়েজিদ বোস্তামী (র.) দরগাহ শরীফ জামে মসজিদের খতিব পীরে তরিক্বত হযরতুলহাজ¦ কাজী মোহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী। অনুষ্ঠানে মাজার ও মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ছৈয়দ মোহাম্মদ হাবিবুর রহমান, আলহাজ¦ আব্দুল মান্নান, রফিক আহমেদ, ভারপ্রাপ্ত মোতোয়াল্লী ছৈয়দ গোলাম রহমান, ছৈয়দ মোহাম্মদ আবদুর রহমান, আবদুল মালেক, গোলাম মোরশেদ, রবিউল আলম, মোহাম্মদ

হারুন, সুলতানুর রহমান খান, রেজাউল করিম,
আবদুল আউয়াল, আবদুল বাতেন, মাওলানা জালাল উদ্দিন ও মাওলানা আবদুল মান্নান। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার ছাত্র আবদুল্লাহ
আল হোছাইন। নাত পরিবেশন করেন মোহাম্মদ জুনায়েদ। আরো আলোচনা করেন ছৈয়দ মোহাম্মদ মিনহাজুল আনোয়ার সহ অন্যরা। অত্র মসজিদ উদ্বোধনের পূর্বে খতমে কোরানে পাক, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অত্র মসজিদ উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত সুধী সমাবেশে সাবেক মেয়র আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম বলেন,

আল্লাহর কোরান, নবীজির হাদিস ও পীর আউলিয়াদের দেখানো পথ ধরে আমাদের সকল কার্যক্রম ও সেবা পরিচালিত হয়। আমরা যুগ যুগ ধরে শোষিত, বঞ্চিত ও দুর্গত মানুষের সেবায় নিয়োজিত আছি। আমাদের সকল সেবা আল্লাহ ও রাসুলের সন্তুষ্টি বিধানের জন্য এতে দুনিয়াবী স্বার্থ হাসিলের উদ্দেশ্য আমাদের নেই। তিনি সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পাহাড় কেটে ভবন নির্মাণ : খুলশী ক্লাবকে ৪৮ লাখ টাকা জরিমানা।

চট্টগ্রাম নগরের খুলশীর ফয়েজ লেক এলাকায় পাহাড় কেটে ভবন নির্মাণের দায়ে খুলশী ক্লাব কর্তৃপক্ষকে ৪৮ লাখ ৭৫ হাজার টাকা ক্ষতিপূরণ আরোপ করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক (চলতি দায়িত্ব) সোনিয়া সুলতানা এ ক্ষতিপূরণ আরোপ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন একই দপ্তরের পরিদর্শক রুম্পা শিকদার। তিনি জানান, খুলশী থানাধীন ফয়েজ লেক এলাকায় খুলশী ক্লাব সংলগ্ন পাহাড় কেটে ভবন নির্মাণের দায়ে ৪৮ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ মার্চ দপ্তরের সিনিয়র কেমিস্ট রুবাইয়াত তাহরীম সৌরভ, পরিদর্শক রুম্পা শিকদার, মো. সাখাওয়াত হোসাইন, মনির হোসেনসহ এনফোর্সমেন্ট টিম পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।
পরিদর্শনকালে তারা দেখতে পান খুলশী ক্লাব সংলগ্ন পাহাড়টি ঝুঁকিপূর্ণভাবে কাটা হয়েছে। খুলসী ক্লাব কর্তৃপক্ষ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পাহাড় কেটে তারা ক্লাবের সীমানার ভিতরে অবকাঠামো উন্নয়ন কাজ

পরিচালনা করছিলেন। জানা যায় ওই ভূমিটির শ্রেণি পাহাড় ও টিলা। গত ১১ মার্চ পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত শুনানিতে বলা হয়, ৪৮ হাজার ৭৫০ ঘনফুট পাহাড় সরকারের অনুমতি ছাড়া কেটে পরিবেশের ক্ষতিসাধন করা হয়েছে। যা পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুসারে দণ্ডনীয় অপরাধ। ওই আইনের ৬ এর খ ধারা অনুসারে ৪৮ লাখ ৭৫ হাজার টাকা ক্ষতিপূরণ আরোপ করা হলো।

বিএনপির দুপক্ষের সংঘর্ষে রিকশাচালকের মৃত্যু

আ.লীগ নেতার ফ্ল্যাটে অভিযান নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, রিকশাচালকের মৃত্যু
রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে আহত রিকশাচালক গোলাম হোসেন রকি (৫৮) মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, ওই সংঘর্ষের সময় রিকশাচালক গোলাম হোসেনের বুকে ছুরিকাঘাত করা হয়েছিল। এছাড়া তার মাথায় আঘাত ছিল। ঘটনার পর থেকেই তার জ্ঞান ফেরেনি। সন্ধ্যার পর তিনি মারা গেছেন।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক হাসান বলেন, আহত রিকশাচালক মারা গেছে বলে শুনেছি। কেউ অভিযোগ দিলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।

গত শুক্রবার সন্ধ্যায় নগরের দড়িখড়বোনা এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আগের দিন রাতে স্থানীয় আওয়ামী লীগের এক নেতার ফ্ল্যাটে অভিযান এবং তার ভাইকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ান বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীরা। প্রায় চার ঘণ্টা ধরে চলে ওই সংঘর্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিকশাচালক গোলাম হোসেন ওই রাতে রিকশা রেখে হেঁটে ভাড়া বাসায় যাচ্ছিলেন। তখন একটি গ্রুপ তাকে আরেক গ্রুপের লোক ভেবে ছুরিকাঘাত করে। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

নিহত গোলাম হোসেনের গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার সাহেবপাড়ায়। রাজশাহী নগরের দড়িখড়বোনা মহল্লায় তিনি স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন। শহরে রিকশা চালিয়ে তিনি সংসার চালাতেন।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ