
। নেত্রকোণার জেলার মোহনগঞ্জে ৯ ফেব্রুয়ারি দুুপর ২টা ১৫ মিনিটে মোহনগঞ্জের সর্বস্তরের তাওহিদী জনতা বিক্ষোভ মিছিল করে মুক্ত মঞ্চে এসে সমাবেশ করে।
এতে মুক্ত মঞ্চে সমাবেশে মোহনগঞ্জে যাত্রাপালা ও ওরসের নামে মদ, গাজা, অসামাজিক কার্যকলাপের বন্ধের দাবিতে তাওহিদী জনতার পক্ষে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ মোহনগঞ্জ উপজেলার সভাপতি হযরত মাওলানা নুরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, সহ সভাপতি মুফতি মাজহারুল হক কাসেমী, বাংলাদেশ জামায়েতে ইসলামী উপজেলা শাখার আমির কাজী মোঃ মোফাজ্জল হোসেন সবুজ, জমিয়তে উলামায়ে ইসলাম আহ্বায়ক মাওলনা

মাসুম আহমেদ, পৌর শাখার সাধারণ সম্পাদক মুফতি আবুল হাসান ফয়সাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মোহনগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি মৌলভী মোফাজ্জল হোসেন, উলামা দল উপজেলা শাখার আহ্বায়ক মোঃ রাজীব তালুকদার।সমাবেশ পরিচালনা করেন মুফতি কামাল আল হাদী। বক্তারা অবিলম্বে এসব বন্ধের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।