এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বিরু মোল্লা (৬৫) হত্যা মামলার প্রধান আসামি জহুরুল মোল্লাকে (৫২) গ্রেফতার করেছে র্যাব।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে র্যাব ১২- সিপিসি- ২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ গণমাধ্যমে পাঠানো এক প্রেস রিলিজে বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিভোর্সের জ্বালা সইতে না পেরে নুসরাতের আত্মহত্যা
এর আগে, এদিন ভোর রাতে র্যাবের পাবনা, কুষ্টিয়া, বগুড়া ও সিরাজগঞ্জ ক্যাম্পের যৌথ অভিযানে জহুরুল মোল্লাকে সিরাজগঞ্জের সলঙ্গা থানার রঘুনাথপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জহুরুল মোল্লা ঈশ্বরদীর লক্ষীকুণ্ডা ইউনিয়নের কামালপুরের দক্ষিণপাড়ার মোল্লাপাড়ায় মৃত ইসলাম মোল্লার ছেলে। নিহত বিএনপির নেতা বিরু মোল্লা একই এলাকার মৃত আবুল মোল্লার ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই।
গত ১৭ ডিসেম্বর পাবনার ঈশ্বরদীর লক্ষীকুণ্ডা ইউনিয়নের কামালপুর মোল্লাপাড়ায় পূর্ব বিরোধের জের ধরে বিএনপি নেতা বিরু মোল্লাকে গুলি করে হত্যা করা হয়।
পরে ওই ঘটনায় বিরু মোল্লার ছেলে রাজীব মোল্লা বাদী হয়ে জহুরুল মোল্লা, ছেলে আল আমিন মোল্লা ও জহুরুল মোল্লার বড় ভাই মৃত আলম মোল্লার দুই ভাতিজা মনোয়ারুল ইসলাম ওরফে নয়ন মোল্লা ও মো. নাইম মোল্লা কে আসামি করে থানায় মামলা দায়ের করেন।












