আজঃ বৃহস্পতিবার ২৯ জানুয়ারি, ২০২৬

তারুণ্যনির্ভর সংগঠন “তাজকিয়া”র দেড়যুগপূর্তি উৎসব ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।

বলাই আচায্য বলাই

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

  1. একটি মহান উদ্দেশ্য ও কিছু পবিত্র আকাঙ্কা, কিছু স্বপ্নবাজ তরুণ যুবকের ঐশীপ্রেমের দীপ্তশিখায় আলোকিত হতে চাওয়ার প্রতিশ্রুতি নিয়ে আত্মশুদ্ধির চেতনায় উদ্দীপ্ত তারুণ্যনির্ভর সংগঠন ‘তাজকিয়া’ সাফল্যের সাথে ১৭ বছর পেরিয়ে ১৮ বছরে পদার্পণ করেছে। তাজকিয়ার ১৭তম বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় সভাপতি ডাঃ কৌশিক সায়মন শুভ-এর সভাপতিত্বে নগরীর হামজারবাগস্থ, মাদরাসা-ই-শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) মিলনায়তনে নানা আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে উক্ত দিনটি উদযাপন করা হয়।
  2. সঞ্চালক ইরফান হাসান-এর সঞ্চালনায়, শুরুতেই উদ্ভোধন ঘোষণা করেন তাজকিয়া’র সহ-সভাপতি আবু সালেহ সুমন। সম্মিলিত জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে শুরু হওয়া এই আয়োজন পরবর্তীতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মোহাম্মদ আব্দুল্লাহ, পবিত্র নাতে রাসূল (স.) পরিবেশনা করেন মোহাম্মদ তাসিন ফাহাদ, মাইজভাণ্ডারী কালাম পরিবেশনা করেন রুহুল কাদের, নাতে রাসুল পরিবেশনা করেন আহনাফ চোধুরী ও হুজুর গাউসে পাকের শানে পরিবেশনা করেন মোবাররম হায়দার রাকিব।
  3. উক্ত বর্ষপূর্তি অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন তাজকিয়ার ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আহবায়ক সৈয়দ সাদ ইবনে আলম। তাজকিয়া নিয়ে স্মৃতিচারণ করেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাদাত মোঃ সায়েম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন ও সাবেক সভাপতি আরেফিন রিয়াদ। উক্ত বর্ষপূর্তি অনুষ্ঠানের তাজকিয়াকে নানা দিক নির্দেশনা ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট এর সম্মানিত সচিব অধ্যাপক এ ওয়াই এম. ডি. জাফর। পাশাপাশি শুভাকাঙ্খী হিসেবে বক্তব্য রাখেন রাউজান সরকারি কলেজের প্রভাষক মাহফুজ আলম, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অনুভূতিমূলক বক্তব্য রাখেন মাইনুদ্দীন হাসান। পাবলিক স্পিকিং সেশনে ৩টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সুন্দর ও গোছালো বক্তব্য উপস্থাপনা করেন সেলিম সিদ্দিক, সাইফুল ইসলাম সাকিব, সাজ্জাদ হোসেন সাবিত। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজকিয়ার প্রধান উপদেষ্টা প্রকৌশলী সৈয়দ আবু নাসের নুর অন্তু, উপদেষ্টা এইচ আর মেহেবুব জিকো, উপদেষ্টা এইচ এম রাশেদ খান, উপদেষ্টা ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মীর মোঃ তরিকুল ইসলাম, আসিফ আমান শাফায়েত, জয়নাল আবেদীন জয়, ইমাম উদ্দীন, লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদ এর সদস্যবৃন্দ ও মহানগর-এর সমন্বয়কবৃন্দ, প্রমুখ । এছাড়া কেক কাটার মাধ্যমে ১৮ বছরের বর্ষপূর্তি উৎসবের মাহেন্দ্রক্ষণ মুহুর্তটি উদযাপন করা হয়। উক্ত বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তারা তাজকিয়া’র চারটি মিশনকে ধারণ করে, ভিশন “প্রতিটি যুবপ্রাণে ঐশী প্রেমের জাগরণ” এর লক্ষ্যে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। ১ম পর্বে তাজকিয়া সভাপতি ডাঃ কৌশিক সায়মন শুভ উক্ত বর্ষপূর্তি উৎসবে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে ১ম পর্ব ও বর্তমান কেন্দ্রীয় কমিটির সমাপ্তি ঘোষণা করেন। এরই সাথে বর্তমান কেন্দ্রীয় কমিটির সকলের নিঃসার্থ অবদান ও আত্মত্যাগের প্রতি সম্মান রেখে বিদায়ী পরিষদের সকলকে সংবর্ধনা প্রদান করা হয়। ২য় পর্ব তথা বার্ষিক সাধারণ সভায় উপদেষ্টাগণের বক্তব্য প্রদান পরবর্তীতে সদ্য বিদায়ী পরিষদের সভাপতি ডা. কৌশিক সায়মন শুভ ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন এর উপস্থাপনায় নতুন কেন্দ্রীয় পর্ষদ ঘোষিত হয়।

  1. নতুন কেন্দ্রীয় পর্ষদে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোঃ রমিজ আলী ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নুরে আহমেদ জিয়াউল হাসান। ২য় পর্বের সভাপতি তাজকিয়া এর প্রধান উপদেষ্টা প্রকৌশলী সৈয়দ আবু নাসের নুর অন্তু মহোদয় বিদায়ী পরিষদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করে নতুন পরিষদের সকলের কাছে নতুন প্রত্যাশা ও চ্যালেঞ্জগুলো বাস্তবায়নের লক্ষ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে সফলভাবে সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তার বক্তব্যে তাজকিয়া এর অ্যালামনাই এসোসিয়েশন প্রস্তুতি কমিটিও ঘোষিত হয়। পরিশেষে মোঃ রফিক এর সঞ্চালনায় মিলাদ-কিয়াম ও মোনাজাত পরিচালনা পরবর্তী মাইজভাণ্ডারী গানের আসরে অংশগ্রহণ করেন আহমদ কামার উদ্দীন, মিজানুর রহমান ও হাসিবুল হক তুষার।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পাবনার ভাঙ্গুড়ায় ভেড়ামারা উদয়ন একাডেমী ৩১তম বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনার ভাঙ্গুড়ায় ভেড়ামারা উদয়ন একাডেমীতে উৎসব মূখর পরিবেশে ৩১তম বার্ষিক ক্রীড়া, নবীন বরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ-২০২৬ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিকুজ্জামান।

উদ্বোধনী বক্তব্যে তিনি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং এমন আয়োজন নিয়মিতভাবে অব্যাহত রাখার আহ্বান জানান।
বিভিন্ন ক্রীড়া ইভেন্টে শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আলহাজ্ব মোঃ হেদায়েতুল তিনি অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সকল ছাত্র-ছাত্রী,অভিভাবক এবং শিক্ষক-কর্মচারীবৃন্দ।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিবিজড়িত ওয়ার সেমেট্রি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন চট্টগ্রাম মহানগরের দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিবিজড়িত ওয়ার সেমেট্রি পরিদর্শন করেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত এ পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়। পরিদর্শনকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ সেনাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে ওয়ার সেমেট্রির ঐতিহাসিক গুরুত্ব, সংরক্ষণ ব্যবস্থা, নান্দনিক পরিবেশ এবং পরিবেশগত দিক নিয়ে আলোচনা হয়। এ সময় রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন চট্টগ্রাম নগরের উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্যসেবা ও নাগরিক সেবাখাতে ভবিষ্যতে সহযোগিতার সম্ভাবনার কথাও উল্লেখ করেন বলে জানা যায়।

আলোচিত খবর

ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

অনেক জল্পনা – কল্পনার অবসান ঘটিয়ে প্রায় দুই দশক ধরে ব্যাপক আলোচনার পরে ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে। ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত হল যখন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা- বাণিজ্যে সম্পর্কের টানাপড়েন চলছে। এই চুক্তির মধ্যদিয়ে ইউরোপের ২৭টি দেশের সঙ্গে জনসংখ্যার বিচারে বিশ্বের বৃহত্তম দেশ ভারতের পণ্যের মুক্ত বাণিজ্য চলবে। ভারত এবং ইইউ সম্মিলিতভাবে বিশ্বের ২৫ শতাংশ মোট দেশজ উৎপাদন তাদের দখলে রেখেছে। দু’পক্ষের কাছে আছে দুশো কোটি ক্রেতার এক অতি বৃহৎ বাজার।

ইউরোপীয় পার্লামেন্ট এবং ইইউ-র সদস্য দেশগুলি এই চুক্তিতে মান্যতা দিলে তারপরেই এবছরেরই পরের দিকে চুক্তি সই হতে পারে।এই চুক্তি বাস্তবায়িত হলে বিভিন্ন পণ্য ও পরিষেবায় বিপুল অঙ্কের শুল্ক কম হবে, আবার সামরিক ক্ষেত্রেও ভারত আর ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট এন্তোনিয়ো লুই সান্তোস দ্য কোস্টা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেয়ন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দিল্লিতে এক শীর্ষ বৈঠকে মিলিত হন।ভারতের প্রধানমন্ত্রী বলেন – আজ ভারতের ইতিহাসে বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে। আজ ২৭ তারিখ আর এটা অত্যন্ত আনন্দের সংবাদ যে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের সঙ্গে ভারত এই মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করল।
সংগৃহীত –

আরও পড়ুন

সর্বশেষ