এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মধ্যম ঘোড়ামরা এলাকায় হযরত পন্থিশাহ (রঃ) হিফজুল কুরআন মাদ্রাসার হিফজ সম্পন্নকারী ছাত্রদের বিদায় সংবর্ধনা, ছবক প্রদান এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হযরত পন্থিশাহ (রঃ) কমপ্লেক্সের আয়োজনে ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে কমপ্লেক্স প্রাঙ্গণে উক্ত বিদায় সংবর্ধনা ও ছবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে হিফজের ৮ জন শিক্ষার্থীকে ছবক প্রদান এবং ৮জন শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছবক প্রদান করেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মাওলানা মামুনুর রশীদ।


অনুষ্ঠানে মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। হযরত পন্থিশাহ (রঃ) কমপ্লেক্সের পরিচালক মোসলেহ উদ্দিন খালেদ এর সভাপতিত্বে এবং মাদ্রাসার প্রধান শিক্ষক মশিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক মুফতি মোঃ নুরুন নবী, নুরুল ইসলাম, শিক্ষক এমদাদুল হকসহ উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।












