আজঃ শুক্রবার ২৬ ডিসেম্বর, ২০২৫

সীতাকুণ্ডে হযরত পন্থিশাহ (রঃ) হিফজুল কুরআন মাদ্রাসায় ছবক প্রদান ও সংবর্ধনা।

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মধ্যম ঘোড়ামরা এলাকায় হযরত পন্থিশাহ (রঃ) হিফজুল কুরআন মাদ্রাসার হিফজ সম্পন্নকারী ছাত্রদের বিদায় সংবর্ধনা, ছবক প্রদান এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হযরত পন্থিশাহ (রঃ) কমপ্লেক্সের আয়োজনে ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে কমপ্লেক্স প্রাঙ্গণে উক্ত বিদায় সংবর্ধনা ও ছবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে হিফজের ৮ জন শিক্ষার্থীকে ছবক প্রদান এবং ৮জন শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছবক প্রদান করেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মাওলানা মামুনুর রশীদ।


অনুষ্ঠানে মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। হযরত পন্থিশাহ (রঃ) কমপ্লেক্সের পরিচালক মোসলেহ উদ্দিন খালেদ এর সভাপতিত্বে এবং মাদ্রাসার প্রধান শিক্ষক মশিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক মুফতি মোঃ নুরুন নবী, নুরুল ইসলাম, শিক্ষক এমদাদুল হকসহ উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বোয়ালখালীতে চিকিৎসকের বিরুদ্ধে যৌন নিপীড়নের মামলা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বেসরকারি ক্লিনিকের প্রাইভেট চেম্বারে যৌন নিপীড়নের অভিযোগে ডা. মো.নাসিম উদ্দীন (৪০) নামে এক চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী এক নারী।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বোয়ালখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় এ মামলা দায়ের করেছেন। অভিযুক্ত চিকিৎসক ডা.নাসিম উদ্দিন (বিএমডিসি রেজি নং এ-৭৪৩৯২) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত আছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১২ ডিসেম্বর শুক্রবার রাত ৮টার দিকে পৌরসভার গোমদণ্ডী ফুলতল এলাকার বোয়ালখালী জেনারেল হাসপাতালের প্রাইভেট চেম্বারে অভিযুক্ত চিকিৎসকের কাছে ওই নারী তার বৃদ্ধ শ্বশুরকে নিয়ে যান। এ সময় শ্বশুরকে চেকআপ করে চিকিৎসক ডা.নাসিম উদ্দিন চেম্বারের বাইরে যেতে বলেন এবং ওই নারীকে ওষুধ বুঝিয়ে দেবেন বলে চেম্বারের অবস্থান করতে বলেন। এরপর ওষুধ বুঝিয়ে দেওয়ার কথা বলে অবাঞ্ছিত প্রশ্ন করতে থাকেন। এর একপর্যায়ে ওই নারীর গায়ে হাত বুলিয়ে শ্লীলতাহানি করেন।

ওই নারী জানান, এসময় ওই নারী তিনি তাৎক্ষণিক চেম্বার থেকে বের হয়ে চলে আসেন। বিষয়টি মানসম্মানের কথা ভেবে কাউকে বলেননি। গত ২২ ডিসেম্বর তার ননদকে ওই চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা বললে তখন এ ঘটনার কথা বলেন। এরপর পরিবারের পরামর্শে এ বিষয়ে মামলা দায়ের করেছেন।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ভুক্তভোগী নারী বাদী হয়ে এজাহার দায়ের করেছেন। মামলার তদন্ত চলছে। আসামি গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

স্যার আশুতোষ সরকারি কলেজের অধ্যক্ষের কর্মময় জীবনের অবসান।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান স্যার আশুতোষ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জয়নাল আবেদীনের পি.আর.এল-এ গমন উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কলেজের অডিটোরিয়ামে শিক্ষক পরিষদের আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায় সংবর্ধনা উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর আবুল হাসনাত মোহাম্মদ মহসিন।

অনুষ্ঠানে প্রধান ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জয়নাল আবেদিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান, কলেজের সাবেক অধ্যক্ষ ড. পার্থ প্রতীম ধর, কলেজের নবাগত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ গিয়াস উদ্দিন, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক পরিচয় বড়ুয়া।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নবাগত চেয়ারম্যান প্রফেসর আব্দুল্লাহ আল মামুন চৌধুরী।

কলেজের অধ্যাপক মোহাম্মদ লায়েছ মিয়া ও অধ্যাপিকা রোকাইয়া আক্তার তুলির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপিকা মাকসুদা ইয়াসমিন, অধ্যাপক প্রবীর বিশ্বাস,অধ্যাপক জাহাঙ্গীর কবির, অধ্যাপিকা তাহেরা রহমান,অধ্যাপক সাইফুর রহমান, অধ্যাপক ফরিদুল আলম, অধ্যাপিকা তানজিনা রহমান, অধ্যাপিকা রাশেদা নাসরিন, প্রভাষক তানিয়া আক্তার খানম,অধ্যাপক তাজুল ইসলাম, অধ্যাপক রাজেশ চক্রবর্তী, অধ্যাপক মোহাম্মদ আলী হায়দার, অধ্যাপক শিফাত জাহান খান,অধ্যাপক এ,এইচ,এম সিরাজুল মোস্তাকিম সিহান, অধ্যাপক মিনা আক্তার,অধ্যাপক মোহাম্মদ জয়নাল আবেদীন (মামুন), সুব্রত চৌধুরী প্রমুখ।এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য সাংবাদিক মো: মুজাহিদুল ইসলাম, মোস্তফা কুদরত-ই-ইলাহী রুমি ও মোহাম্মদ ইউনুচ।

অনুষ্ঠানে বিদায়ী অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানান বোয়ালখালী প্রেস ক্লাব, কলেজের বিভিন্ন বিভাগীয় প্রধান, কর্মচারী কল্যাণ পরিষদ, কলেজ রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট সোসাইটি, কলেজ মসজিদ পরিচালনা কমিটি, কানুনগোপাড়া দোকান ব্যবসায়ী সমিতি এবং কলেজের প্রধান সহকারী মোহাম্মদ ফারুক হোসেন।

আলোচিত খবর

জুলাই সনদ সমর্থন করলে গণভোটে অবশ্যই হ্যাঁ ভোট দিন-প্রধান উপদেষ্টা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জুলাই সনদ সমর্থন করলে গণভোটে অবশ্যই হ্যাঁ সমর্থন
দিন-প্রধান উপদেষ্টা।

আরও পড়ুন

সর্বশেষ