আজঃ সোমবার ১৭ নভেম্বর, ২০২৫

সর্বজনীন ধর্মপাল বৌদ্ধ বিহারের দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান সম্পন্ন

প্রেস রিলিজ

প্রেস রিলিজ

সর্বজনীন ধর্মপাল বৌদ্ধ বিহারের
দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রাউজান উপজেলাস্থ পূর্ব গুজরা জয় চাঁদ বাড়ী সর্বজনীন ধর্মপাল বৌদ্ধ বিহারের দানোত্তম শুভ কঠিন চীবর দান দিনব্যাপী ধর্মীয় ভাবগাম্বীর্যের মাধ্যমে ভদন্ত জীনানন্দ মহাথের’র সভাপতিত্বে বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দেবজিৎ বড়–য়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়। মঙ্গলাচরণ ও উদ্বোধনী সংগীতের মধ্যদিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। শুভ কঠিন চীবর দান অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত ড. সংঘপ্রিয় মহাথের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রণালয়ের অধীনে পরিচালিত বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মিথুন রশ্মি বড়–য়া। প্রধান ধর্ম দেশক হিসেবে উপস্থিত ছিলেন তদন্ত জ্ঞানবংশ থের। সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত জ্যোতিশ্রী থের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনন্দ বড়–য়া, শিমুল বড়–য়া, মঙ্গলাচরণ করেন ভদন্ত নন্দপাল ভিক্ষু। শুভেচ্ছা বক্তব্য রাখেন সজল কান্তি বড়–য়া, সৌরভ বড়–য়া। পঞ্চশীল প্রার্থনা করেন বিন্দু বড়–য়া প্রমুখ। উক্ত কঠিন চীবর দান অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন-মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার ঘোষণা ধর্ম যার যার রাষ্ট্র সভার এরই ধারাবাহিকতায় ধর্ম মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আমরা পরিচালনা করি বৌদ্ধদের ধর্মীয় উৎসব সমূহ পালনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর মনমানসিকতা উদার এবং প্রত্যেক ধর্মালম্বীদের সমমর্যাদা প্রদান করে থাকেন। কোমলমতি বৌদ্ধ শিশু কিশোরদের প্রাক প্রাথমিক গণশিক্ষা কার্যক্রমের পাশাপাশি আবাল বৃদ্ধদের জন্যও ত্রিপিটক শিক্ষা কার্যক্রম চালু করেছেন।সমাজে যারা সামাজিক যোগাযোগ মাধ্যম পরিচালনা করেন তাদেরকে সতর্কতার সহিত পরিচালনা করার উদাত্ত আহ্বান জানান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

গাজীপুরের পেট্রলবোমাসহ দুই যুবককে আটক।

গাজীপুরের টঙ্গীতে পেট্রলবোমাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত প্রায় ১টা ২০ মিনিটে টঙ্গী পশ্চিম থানার স্টেশন রোডের মন্নু টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে তাদের আটক করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন—আ. রহিম (২৫) ও মো. মবিন (২১)।

পুলিশ জানায়, গভীর রাতে টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মনোহর আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে টহল দেওয়ার সময় দুই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি পেট্রলবোমা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের টোকাই বলে জানায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশীদ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে বোয়ালখালীতে মো. জয়নাল আবেদীন (২১) নামের এক যুবক আহত হয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় বোয়ালখালী পৌরসভার বাহির সিগন্যাল ঠাণ্ডা মিয়া চৌকিদার বাড়ি ঘাটা এলাকায় এ ঘটনা ঘটেছে।জয়নাল পটিয়া উপজেলার মালিয়ারা ইউনিয়নের মালেক ডিলারের বাড়ির মৃত মো.আবু ছৈয়দের ছেলে। সে ট্রেনের ছাদে করে পটিয়ায় যাচ্ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারগামী ট্রেনের ছাদে ৩ যুবক হাতাহাতি করছিলো। এ সময় তারা তিনজনই নিচে পড়ে যায়। এর মধ্যে জয়নাল আবেদীন গুরুতর আহত হন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

আলোচিত খবর

আরব আমিরাতে ভিসা সংকটে বড় হুমকির মুখে বাংলাদেশি শ্রমবাজার।

মধ্যপ্রাচ্যের  অন্যতম বৃহৎ শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাতে ভিসা জটিলতায় চরম অনিশ্চয়তায় পড়েছেন বাংলাদেশি কর্মীরা। নতুন ভিসা ইস্যু বন্ধ থাকা এবং অভ্যন্তরীণ ভিসা পরিবর্তনের সুযোগ না থাকায় বিপাকে পড়েছেন প্রবাসীরা। কূটনৈতিক প্রচেষ্টা চালালেও কবে ভিসা উন্মুক্ত হবে— সে বিষয়ে নিশ্চিত কিছু জানাতে পারছে না বাংলাদেশ মিশন। বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে আমিরাত সরকারের সিদ্ধান্তের ওপর।

ভিসা জটিলতা শ্রমবাজারের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রভাব পড়ছে প্রবাসীদের কর্মসংস্থান, আয়-রোজগার এবং দেশের রেমিট্যান্স প্রবাহে। বিভিন্ন সময়ে বাংলাদেশি কর্মীদের বিরুদ্ধে ভিসার মেয়াদ শেষে অবৈধভাবে বসবাস, লিঙ্গ পরিবর্তন, সনদ জালিয়াতিসহ নানা অভিযোগ ওঠায় ভিসা নীতিতে কড়াকড়ি করেছে আমিরাত সরকার। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন বাংলাদেশিরা।

এদিকে দুবাইয়ে স্কিল ভিসা চালু থাকলেও সেখানেও কঠোর শর্ত জুড়ে দেওয়া হয়েছে। গ্র্যাজুয়েশন সনদ ছাড়া বাংলাদেশিদের ভিসা দেওয়া হচ্ছে না। সনদকে শিক্ষা মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সত্যায়ন, পরে দূতাবাস বা কনস্যুলেটের যাচাই এবং শেষে আমিরাতের বৈদেশিক মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হচ্ছে। দীর্ঘ ও জটিল এ প্রক্রিয়ায় হতাশ কর্মপ্রত্যাশীরা।

বাংলাদেশ মিশনের তথ্যানুসারে, স্কিল ভিসায় সনদ জালিয়াতি ঠেকাতে তিন মাস আগে চালু করা হয়েছিল বারকোড ব্যবস্থা। তবে অল্প সময়ের মধ্যেই সেটিও জাল করে ফেলার অভিযোগ উঠেছে। এ কারণে ইউএই সরকারের পক্ষ থেকে নিয়মিত অভিযোগ আসছে। রাষ্ট্রদূতের মতে, বাংলাদেশিদের মানসিকতা না বদলালে ভিসা সংকট নিরসন সম্ভব নয়।

আবুধাবি বাংলাদেশ রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, “গত সাত মাস ধরে ভিসা ইস্যুতে চেষ্টা চালিয়েও কোনো অগ্রগতি হয়নি।কবে হবে সেটিও অনিশ্চিত। আমরা কাজ চালিয়ে যাচ্ছি, তবে বিষয়টি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে নেই। ”

 

জনশক্তি বিশেষজ্ঞদের মতে, ভিসা পরিবর্তনের জটিলতা দ্রুত সমাধান না হলে অনেক বাংলাদেশি কর্মীকে দেশে ফিরে যেতে হতে পারে। অনেকেই জানেন না, ভিসা বাতিল হলে কী পদক্ষেপ নিতে হবে। এতে প্রবাসীদের মানসিক চাপ বাড়ছে। বিশেষ করে বর্তমানে যারা আমিরাতে অবস্থান করছেন, তারা পড়েছেন চরম অনিশ্চয়তায়।

বাংলাদেশি প্রবাসী সংগঠকরা মনে করেন, এ অচলাবস্থা কাটাতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি প্রবাসীদেরও ভিসা নীতিমালা মেনে চলা জরুরি। নইলে বিশ্বের অন্যতম বৃহৎ শ্রমবাজারে বাংলাদেশ বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।

আরও পড়ুন

সর্বশেষ