এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

অবকাশ যাপনে সাজেকে মহামান্য রাষ্ট্রপতি সফরে আসার কথা থাকলেও অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আগামী ২০-২২ ডিসেম্বর পর্যন্ত মহামান্য রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন রাঙ্গামাটি জেলার সাজেক সফর অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হয়।

রাঙ্গামাটি জেলা প্রশাসন সূত্রে ও রাষ্ট্রপতি কার্যালয়ের প্রটোকল শাখার প্রটোকল অফিসার মুহাম্মদ মামুনুল হক স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি নিশ্চিত করে বলা হয় যে, উপযুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এর আগামী ২০-২২ ডিসেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত রাঙ্গামাটি জেলার সাজেক সফর অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হলো। বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম (বার) মুঠোফোনে বলেন, রাষ্ট্রপতি ২০-২২ ডিসেম্বর পর্যন্ত রাঙ্গামাটির সাজেক সফর অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হয়েছে।
এদিকে, রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন নগরী নয়াভিরাম সাজেকে তিনদিনের জন্য অবকাশ যাপনে দেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আসার কথা ছিলো। এসময় তিনি সাজেকের বিভিন্ন নয়াভিরাম দৃশ্য অবলোকন করার কথা ছিলো।
সোমবার (১১ ডিসেম্বর) রাতে এমন তথ্য নিশ্চিত করে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খাঁন বলেন, তিন দিনের জন্য অবকাশ যাপনের জন্য মহামান্য রাষ্ট্রপতি পর্যটন নগরী সাজেকে আসছেন। এই কারণে সব কটেজ, রিসোর্ট ও ব্যবসা প্রতিষ্ঠান ৫ দিনের জন্য বন্ধ থাকবে।
জানা গেছে, রাষ্ট্রপতির আগমন উপলক্ষ্যে আগামী ১৮ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সাজেকের সব কটেজ, রিসোর্ট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। যারা এই সময়ের মধ্যে কটেজ-রিসোর্ট বুকিং দিয়েছেন তাদের বুকিং বাতিল করা হয়েছে এবং পরবর্তী তারিখে বুকিং দেওয়ার পরামর্শ প্রদান করা হয়েছে।
এদিকে রাষ্ট্রপতির আগমন উপলক্ষ্যে নিরাপত্তা বলয় জোরদার রাখতে প্রস্তুতি সভা করেছে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খাঁন, পুলিশ সুপার মীর আবু তৌহিদসহ সংশ্লিষ্টরা। বৈঠকে সাজেকের কটেজ ও রিসোর্ট মালিক সমিতির নেতারাও উপস্থিত ছিলেন।

সাজেক কটেজ-রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ন দেব বর্মণ বলেন, রাষ্ট্রপতির আগমন উপলক্ষ্যে চলতি মাসের ১৮ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সাজেকের সব রিসোর্ট বন্ধ থাকবে।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খাঁন আরও বলেন, মহামান্য রাষ্ট্রপতির আগমন উপলক্ষ্যে ১৮ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত নিরাপত্তার স্বার্থে সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করার ব্যাপারে আলোচনা হয়েছে। পুরো সাজেক এলাকায় নিরাপত্তা জোর করা হয়েছে।
এদিকে, রাষ্ট্রপতি কার্যালয়ের প্রটোকল শাখার প্রটোকল অফিসার মুহাম্মদ মামুনুল হক স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি নিশ্চিত করে বলা হয় যে, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আগামী ২০-২২ ডিসেম্বর পর্যন্ত মহামান্য রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন রাঙ্গামাটি জেলার সাজেক সফর অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হয়েছে।









