
দেশীয় চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান ক্যারিয়ারের বাইরে বিভিন্ন সময় ব্যক্তিজীবনের দুই স্ত্রী নিয়েই বেশি আলোচনায় থাকেন। তবে বিভিন্ন সময় দেখা যায় – শাকিবকে নিয়ে প্রথম স্ত্রী অপু বিশ্বাস কথা বলছেন, আবার কখনও কথা বলছেন তার দ্বিতীয় স্ত্রী বুবলী। এরা দু’জন প্রায় সময়ই একে অপরের নাম উল্লেখ না করে ইঙ্গিতমূলক কথা কিংবা স্বামী শাকিবের সঙ্গে নিজেদের সম্পর্ক নিয়ে কথা বলতে দেখা যায়। ফলে বছরের অধিকাংশ সময়ই ক্যারিয়ারের চাইতে ব্যক্তিজীবন নিয়ে শিরোনামে থাকেন এই দুই নায়িকা। বিশেষ করে অপু বিশ্বাসের হাতে কোনো ছবি না থাকায়, তিনি এসব নিয়েই এখন ব্যস্ত থাকেন।
জানা যায়, এবার অপু বিশ্বাসকে নিয়ে গণমাধ্যমে খোলামেলা কথা বলেছেন বুবলী। শাকিব খানের নাম সবখানে মুখে নিয়ে তিনি ক্লান্ত হয়ে গেছেন – সংবাদমাধ্যমে বুবলীকে উদ্দেশ্য করে এমন ধরনের মন্তব্য করেন অপু বিশ্বাস। এমন বক্তব্যের জবাবে বুবলী বলেন, সব থেকে হাস্যকর হলো, সে নিজের নিঃশ্বাসের থেকেও বুবলী নামটা বেশি নেয়। সব জায়গায় শুধু বুবলী বুবলী। ভাইরাল হওয়ার জন্য সে এমন কিছু নেই, যা করছে না। তিনি বুবলী নাম নিতে নিতে মানসিক রোগী হয়ে গেছেন।

এর আগে বুবলী জানান, শাকিবকে নিয়ে যিনিই আপত্তিকর ও অসম্মানজনক কথা বলবে, তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না তিনি। এই মন্তব্যকে হাস্যকর আখ্যা দিয়ে অপু বিশ্বাস বলেন, তিনি শাকিবের নাম মুখে নিতে নিতে ক্লান্ত। আর যারা শাকিবকে নিয়ে বাজে মন্তব্য করেন, তাদের সঙ্গেই কাজ করেন বুবলী। তিনি চুরি করেন আর ধরা পড়েন। আর এটাকে দুর্বল ‘গেমপ্ল্যান’ হিসেবে অ্যাখ্যা দেন অপু বিশ্বাস।
এরপর অপু বিশ্বাসকে হুঁশিয়ারি দিয়ে বুবলী বলেন, সে ভেবেছে আমাকে ও আমার ছেলেকে নিয়ে সবসময় মিথ্যাচার করবে; আর আমিও বরাবরের মতো চুপ থাকবো ? কখনোই না। কেননা, আমার কখনোই তাকে নিয়ে কথা বলার রুচি হয় না। তবে যখন দেখছি সে তার নিজ স্বার্থসিদ্ধির জন্য আদাজল খেয়ে শেহজাদকে তার বাবার থেকে আলাদা করার জন্য নেমেছে, তখন আমি চুপ থাকবো কেন ? সে এসব নিয়ে সারাক্ষণ বাজে ‘গেম প্ল্যান’ করে বলেই এই ‘গেম প্ল্যান’ শব্দ তার মুখ থেকে এসেছে।
