
আন্দোলনকারীরা চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় হামলা চালিয়েছে। থানার প্রধান ফটক ভাঙচুর করে ভেতরে ইটপাটকেল ছুঁড়া হয়। পরে পুলিশ হামলাকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া চান্দগাঁও থানার বহদ্দারহাট পুলিশ বক্সে আগুন দেয়ার ঘটনা ঘটে। তবে হামলাকারী কারা তাৎক্ষণিক জানা যায়নি। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
থানায় ডিউটি অফিসারের দায়িত্বরত কর্মকর্তা বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে আন্দোলনকারীরা থানার সামনে জড়ো হন। এ সময় তারা থানার মূল ফটক ভাঙচুর করে এবং ভেতরে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। তবে তারা থানার ভেতরে ঢুকতে পারেনি। এর আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে।
এদিকে বহদ্দারহাট এলাকায় একজন নিহতের খবর পাওয়া গেছে। নিহতের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একজনকে বহদ্দারহাট এলাকা থেকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তার নাম পরিচয় জানা যায়নি।
জানা গেছে, মুরাদপুর এলাকা থেকে আন্দোলনকারীর সংখ্যা বাড়তে থাকায় পিছু হটে পুলিশ। একপর্যায়ে বহদ্দারহাট হয়ে চান্দগাঁও থানার সামনে যান আন্দোলনকারীরা। এরপরই থানায় হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই অ্যাকশনে যায় পুলিশ। হামলা চলাকালে পুলিশ হামলাকারীদের লক্ষ্য করে গুলি ছুড়লে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এছাড়া বহদ্দারহাট পুলিশ বক্সে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।