
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মহাসড়ক অবরোধ করে বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা ১ দফা দাবিতে প্রতিবাদ মিছিল করেছে। বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রীয় কমিটির পূর্ব ঘোষণা অনুযায়ী শিক্ষার্থীরা উল্লাপাড়া বিজ্ঞান কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন।
পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক থানা মোড় থেকে পুরাতন বাসস্ট্যান্ড হয়ে শ্রীকোলা মোড়ে মহাসড়কে উঠে। বাঁশের বোঝা,ইট,লাঠিসোঁটা গাছ ফেলে বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারা যান চলাচল বন্ধ করে বিক্ষোভ মিছিল করে।সহস্রাধিক শিক্ষার্থী মিছিলে অংশ গ্রহণ করে মুখোমুখি স্লোগানে সরকারের পদত্যাগের এক দফা দাবি জানান তারা।
পরবর্তী সময়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা, সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর এবং উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুর ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হলে আন্দোলনরত শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দেয়। এরপর উল্লাপাড়া সরকারি মার্চেন্ট পাইলট স্কুল মাঠে সমন্বয়ক মাসুম আনামের সংক্ষিপ্ত বক্তব্যের পর কর্মসূচি সমাপ্তি ঘোষনা করে।
