আজঃ শনিবার ৩১ জানুয়ারি, ২০২৬

এ বিজয় গণতন্ত্রকামী জনতার বিজয়- আবু সুফিয়ান

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ান বলেছেন, এ বিজয় দেশের সাধারণ ছাত্রছাত্রী ও জনতার বিজয়। দেশের গণতন্ত্রকামী, নির্যাতিত নিষ্পেষিত মানুষের বিজয়। ফ্যাসিস্ট হায়েনা সরকারের কবল থেকে মুক্তি পাওয়ায় দেশবাসীকে অভিনন্দন জানাই। নিরীহ, কোমলমতি,সাধারণ ছাত্রছাত্রীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয় আমরা সবাই সমুন্নত রাখবো। আমি শাহাদাত বরণকারী সকল ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের রুহের মাগফেরাত কামনা করছি। অতি দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সকল হত্যাকান্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবি জানাই। দেশবাসীকে শান্ত এবং সতর্ক থাকার আহবান করছি কোনো দুষ্কৃতিকারী যেন দেশে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করতে না পারে। ছাত্রসমাজ, শিক্ষক সহ সকল শ্রেণি পেশার মানুষ এবং রাজনৈতিক দলসমূহ যারা এই আন্দোলনকে সফল করে তোলার জন্য যে অনন্য ভূমিকা রেখেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর দেশ, সমাজ ও রাষ্ট্র গঠনে আমাদেরকে এগিয়ে যেতে হবে।তিনি আরও বলেন, আশা করি এই অবৈধ ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। মানুষ তার ভোটাধিকার, বাকস্বাধীনতা ফিরে পাবে। আইনের শাসন প্রতিষ্ঠা হবে। বিগত ১৭ বছর দেশের মানুষের উপর একটি ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী সরকার জগদ্দল পাথরের মতো চেপে বসে ছিল। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা রাজপথে লড়াই সংগ্রাম চালিয়ে গেছি। আজকে সরকারের পতনের মধ্য দিয়ে দেশের মানুষ পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়েছে। অতি শীঘ্রই গণতন্ত্রের আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হবে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বীরের বেশে দেশে ফিরে আসবেন।তিনি আজ অবৈধ সরকারের পতনে বিজয় মিছিল পূর্ব সমাবেশে একথা বলেন। মিছিলটি বহদ্দারহাট মোড় থেকে শুরু করে চকবাজার, আন্দরকিল্লা হয়ে কোতোয়ালি মোড় এসে শেষ হয়। এসময় হাজার হাজার সাধারণ মানুষ বিজয় মিছিলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মাহবুবুল আলম, আনোয়ার হোসেন লিপু, এড. সিরাজুল ইসলাম, চান্দগাঁও থানা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন ভুইয়া, হাজী ইলিয়াস শেকু, মুহাম্মদ হাসান লিটন, ম. হামিদ, গোলজার হোসেন, এম আবু বক্কর রাজু, সালামত আলী, মো. আলমগীর, জাহেরু মাসুদ, সাজিদ হাসান রনি, নাছির উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ‘নির্বাচনী উঠান বৈঠক’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৮টার দিকে ঠাকুরগাঁও পৌর বিএনপির আয়োজনে পৌরশহরের ৬ নম্বর ওয়ার্ডের পানিউন্নয়ন বোর্ড কোলনী এলাকায় উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকের মধ্যভাগে ঠাকুরগাঁও পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের ১৫জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। এসময় তাদেরকে ফুলের মালা পরিয়ে বরণ করেন নেন ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ।

ঠাকুরগাঁও পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে ‘নির্বাচনি উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ।

বিএনপি নেতা শরিফুল ইসলাম শরিফ বলেন, ঠাকুরগাঁও পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডেরই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সম্পর্কে আপনাদেরকে নতুন করে কোনকিছু বলার নেই। তিনি আপনাদেরই মানুষ।

বিএনপি নেতা শরিফুল ইসলাম বলেন, আপনাদের কাছে একটাই চাওয়া- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সকলেই মিলে মির্জা ফখরুলের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে উনাকে বিজয়ী করবেন। আপনাদের ভোটের মাধ্যমে মির্জা ফখরুল বিজয়ী হলে ঠাকুরগাঁও সদর আসনকে একটি মডেল আসন হিসেবে রূপান্তর করা হবে। আসুন উন্নয়নের স্বার্থে সবাই মিলে মির্জা ফখরুলের বিজয় নিশ্চিত করি।

এছাড়াও নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাবেক দলের সভাপতি মাসুদুল ইসলাম মুন্না, জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস, জেলা বিএনপি নেতা মমিনুল হক বাবু, ঠাকুরগাঁও পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ মোবারক আলী প্রমুখ।

এসময় বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দেওয়ার আহবান জানান।

অনির্বাচিত সরকার মানুষের আশা পূরণ করতে পারে না: আমীর খসরু

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কোনো অনির্বাচিত সরকার দেশের মানুষের আশা পূরণ করতে পারে না উল্লেখ করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এটা বার বার প্রমাণিত হয়েছে। জনগণের প্রত্যাশা নির্বাচিত সরকার আসুক, মানুষ তাদের মালিকানা ফিরে পাক, ভোটাধিকার ফিরে পাক, তাদের জনপ্রতিনিধিরা সংসদে যাক।শুক্রবার (৩০ জানুয়ারি) চট্টগ্রাম-১১ (বন্দর) আসনের ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ড ও নিউমুরিং এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। শামসুল আলম জামে মসজিদে জুমার নামাজ আদায় করে গণসংযোগ শুরু করেন আমীর খসরু।

এ সময় তিনি স্থানীয় লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং দোয়া চান। পরে তিনি নিউমুরিং তকতারপুল এলাকা সহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন। তাঁকে একনজর দেখতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ইপিজেডে কর্মরত শ্রমিকরাও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন। তরুণদের স্লোগানে মুখর ছিল পুরো এলাকা।
গণসংযোগকালে ভোটাররা তাঁর গলায় ফুলের মালা পরিয়ে দেন, ফুলের পাপড়ি ছিটিয়ে শুভেচ্ছা জানান। তিনি হাত নেড়ে তাঁদের শুভেচ্ছা জানান। বিতরণ করেন ‘সবার আগে বাংলাদেশ’র প্রচারপত্র। এ সময় জনাব খসরু বলেন, দেশের ক্রান্তিলগ্নে মানুষের আস্থা সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওপর।

যেকোনো ক্রান্তিলগ্নে বিএনপি দেশের মানুষের পাশে ছিল। গণতন্ত্র বিরোধী শক্তি যারা, জনগণের ওপর যাদের আস্থা নেই, তারাই নির্বাচন চায় না। কিন্তু দেশের জনগণ নির্বাচন চায়, তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। জনগণ চায় নির্বাচনের মাধ্যমে দেশে একটি নির্বাচিত সংসদ আসুক। দেশে স্থিতিশীলতা আসুক।তিনি বলেন, এখন একটা স্লোগান হচ্ছে ১১ তে ১১ অর্থাৎ ১১ আসনে ১১টা বিষয়ের ওপর আমরা গুরুত্ব দিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি। ১২০০ বেডের হসপিটাল, চট্টগ্রামে ভোকেশনাল সেন্টার, আইটি, সুপেয় পানির সমস্যা সমাধানসহ আরো কিছু বিষয় নিয়ে কাজ করব ইনশাআল্লাহ।এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ আজিজ, সদস্য সরফরাজ কাদের রাসেল, হাজি হানিফ সওদাগর, বিএনপি নেতা রোকনউদ্দিন মাহমুদ, মো. নুরুজ্জামান, আবু সালেহ, মাহবুব এলাহী, মো. আশরাফ জাবেদ আনসারী, মো. ইমরান, মোজাদ বারেক প্রমুখ।

আলোচিত খবর

টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ সংক্রান্ত মামলায় ক্ষতিপূরণ পাওয়ার রায় পেয়েছে বাংলাদেশ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ সংক্রান্ত মামলায় ক্ষতিপূরণ পাওয়ার রায় পেয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক সালিশি আদালত কানাডাভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান নাইকোকে বাংলাদেশ সরকারকে ৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে।যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটস (আইসিডি/ICSID)-এর ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করে। জ্বালানি মন্ত্রণালয় সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


জ্বালানি সচিব বলেন, বাংলাদেশ এই মামলায় প্রায় ১০০ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করেছিল। প্রাপ্ত অর্থ সেই দাবির তুলনায় অনেক কম। রায়ের বিভিন্ন দিক পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট আইনজীবীদের সঙ্গে আলোচনা করা হবে এবং পরবর্তী করণীয় ঠিক করা হবে।প্রসঙ্গত, ২০০৩ সালের ১৬ অক্টোবর টেংরাটিলা গ্যাসক্ষেত্রে খনন ও উন্নয়ন কাজের দায়িত্ব পায় কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকো।

পরবর্তীতে নাইকোর পরিচালনাধীন অবস্থায় টেংরাটিলা গ্যাসক্ষেত্রে ভয়াবহ বিপর্যয় ঘটে। ২০০৫ সালের ৭ জানুয়ারি এবং একই বছরের ২৪ জুন গ্যাসক্ষেত্রে পরপর দুটি মারাত্মক বিস্ফোরণ হয়। এসব বিস্ফোরণের ফলে বিপুল পরিমাণ মজুদ গ্যাস পুড়ে যায় এবং আশপাশের অবকাঠামো, পরিবেশ ও সম্পদের ব্যাপক ক্ষতি হয়। টেংরাটিলা গ্যাসক্ষেত্র কার্যত অচল হয়ে পড়ে, যা দেশের জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলে।

আরও পড়ুন

সর্বশেষ