আজঃ রবিবার ২০ এপ্রিল, ২০২৫

ডা. শাহাদাতের নির্বাচনী গাড়ি ভাঙচুর মামলায় গ্রেফতার-১

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের গাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় এক আসামি ইব্রাহিম চৌধুরী সাজ্জাদকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৫ মার্চ) রাতে মহানগরীর হালিশহরের পানিরকল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, সাজ্জাদ ডা. শাহাদাত হোসেনের প্রচারণায় গাড়ি ভাঙচুরসহ নাশকতার সঙ্গে জড়িত ছিলেন এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব কর্মকাণ্ডের কথা স্বীকার করেছেন। এছাড়া সাজ্জাদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে হালিশহর থানায় এবং পাহাড়তলী থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, সাজ্জাদকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রাম মহানগরে যুবলীগের ঝটিকা মিছিল, আটক-১

: চট্টগ্রাম মহানগরে আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ‘দেড় মিনিটের’ ওই মিছিলটি বহদ্দারহাট মোড় থেকে চান্দগাঁও আবাসিক এলাকার সড়কের দিকে চলে যায়।
মিছিলের পরপরই অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়া এক যুবলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। যদিও পুলিশের পক্ষ থেকে আটক ওই ব্যক্তির নাম-পরিচয় জানানো হয়নি।

জানতে চাইলে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, মিছিলটি ভোরে হয়েছে। আনুমানিক সকাল ৭টা থেকে সাড়ে ৭টার দিকে। আর মিছিলে অংশ নিয়েছে কয়েকজন। একটা ৩০ সেকেন্ডের মিছিল ছিল।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এরইমধ্যে মিছিলে অংশ নেওয়া একজনকে আটক করেছি। অভিযান অব্যাহত আছে, বাকিদেরও আমরা আটক করে ফেলবো।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া মিছিলের একটি ভিডিওতে দেখা গেছে, একটি ব্যানার হাতে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে আনার দাবিতে মিছিলে অংশ নিয়েছে জনাদশেক নেতাকর্মী। তাদের বেশিরভাগেরই মুখে ছিল মাস্ক। তারা সবাই ‘জয় বাংলা, জয় বঙ্গবঙ্গু’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নায়’ সহ শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।
মিছিলের অগ্রভাগে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা হানিফ। আর মিছিলে থাকা ব্যানারটিতে লেখা ছিল, ১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মোহাম্মদ হানিফের নেতৃত্বে বিক্ষোভ মিছিল। ব্যানারের নিচে প্রধান উপদেষ্টাকে কটূক্তি করে লেখা ছিল— ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে। ইউনূস তুই রাজাকার, এই মুহুর্তে বাংলা ছাড়’।

গাজীপুরের পূবাইলে ১২৪কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

গাজীপুর মহানগরীর পূবাইল থানা সংলগ্ন এলাকায় বুধবার র‌্যাব-১ এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২৪ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে-সুমেরখোলা গ্রামের কালিয়া থানার নড়াইল জেলার মৃত মোঃ আঃ মজিদ এর ছেলে মোঃ সোহাগ শেখ (৩৯), নগগ্রামের কালিয়া থানার নড়াইল জেলার -মোঃ মিজানুর বিশ্বাস এর ছেলে মোঃ আশিক বিশ্বাস ওরফে আকাশ (২১) ও -মোঃ শফিক মিয়ার ছেলে মোঃ সাগর মিয়া (২০)

এসময় তাদের ব্যবহৃত বালু ভর্তি ট্রাক তল্লাশী করে ১২৪ কেজি গাঁজাসহ ৩টি মোবাইল ফোন, ৪টি সিমর্কাড এবং নগদ ৩ হাজার ৮ শত টাকা উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, ধৃত আসামীরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখ ফাকি দিয়ে দেশের সীমান্তবর্তী এলাকা হতে পাইকারী দরে গাঁজা ক্রয় করে নিয়ে এসে ঢাকা জেলা ও গাজীপুর শহরের বিভিন্ন এলাকায় খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে থাকে। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীদের পূবাইল থানায় হস্তান্তর করা হয়েছে।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ