আজঃ শুক্রবার ২৬ ডিসেম্বর, ২০২৫

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করবে চসিক: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম নগরীর শীতার্তদের সহায়তায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে কম্বল বিতরণ করা হবে বলে জানিয়েয়েন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। এ উদ্যোগকে সফল করতে বুধবার প্রধান নগর ভবনের মেয়র মহোদয়ের অফিস কক্ষে আনুষ্ঠানিকভাবে ৩ হাজার পিস শীতবস্ত্র হস্তান্তর করে এপিক হোল্ডিং লিমিটেড।

এ সময় মেয়র এপিক হোল্ডিং লিমিটেডের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শীত মৌসুমে গরিব ও অসহায় মানুষের কষ্ট লাঘবে এ ধরনের সামাজিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে নগরীর মানুষের জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে। এপিক গ্রুপ ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশা করছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, একান্ত সচিব অভিষেক দাশ, এপিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এস. এম. আবু সুফিয়ান, হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন মোহাম্মদ সালাহউদ্দিন, হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন নুর মোহাম্মদ, এ কে এম সালাউদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

স্যার আশুতোষ সরকারি কলেজের অধ্যক্ষের কর্মময় জীবনের অবসান।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান স্যার আশুতোষ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জয়নাল আবেদীনের পি.আর.এল-এ গমন উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কলেজের অডিটোরিয়ামে শিক্ষক পরিষদের আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায় সংবর্ধনা উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর আবুল হাসনাত মোহাম্মদ মহসিন।

অনুষ্ঠানে প্রধান ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জয়নাল আবেদিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান, কলেজের সাবেক অধ্যক্ষ ড. পার্থ প্রতীম ধর, কলেজের নবাগত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ গিয়াস উদ্দিন, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক পরিচয় বড়ুয়া।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নবাগত চেয়ারম্যান প্রফেসর আব্দুল্লাহ আল মামুন চৌধুরী।

কলেজের অধ্যাপক মোহাম্মদ লায়েছ মিয়া ও অধ্যাপিকা রোকাইয়া আক্তার তুলির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপিকা মাকসুদা ইয়াসমিন, অধ্যাপক প্রবীর বিশ্বাস,অধ্যাপক জাহাঙ্গীর কবির, অধ্যাপিকা তাহেরা রহমান,অধ্যাপক সাইফুর রহমান, অধ্যাপক ফরিদুল আলম, অধ্যাপিকা তানজিনা রহমান, অধ্যাপিকা রাশেদা নাসরিন, প্রভাষক তানিয়া আক্তার খানম,অধ্যাপক তাজুল ইসলাম, অধ্যাপক রাজেশ চক্রবর্তী, অধ্যাপক মোহাম্মদ আলী হায়দার, অধ্যাপক শিফাত জাহান খান,অধ্যাপক এ,এইচ,এম সিরাজুল মোস্তাকিম সিহান, অধ্যাপক মিনা আক্তার,অধ্যাপক মোহাম্মদ জয়নাল আবেদীন (মামুন), সুব্রত চৌধুরী প্রমুখ।এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য সাংবাদিক মো: মুজাহিদুল ইসলাম, মোস্তফা কুদরত-ই-ইলাহী রুমি ও মোহাম্মদ ইউনুচ।

অনুষ্ঠানে বিদায়ী অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানান বোয়ালখালী প্রেস ক্লাব, কলেজের বিভিন্ন বিভাগীয় প্রধান, কর্মচারী কল্যাণ পরিষদ, কলেজ রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট সোসাইটি, কলেজ মসজিদ পরিচালনা কমিটি, কানুনগোপাড়া দোকান ব্যবসায়ী সমিতি এবং কলেজের প্রধান সহকারী মোহাম্মদ ফারুক হোসেন।

হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষে ৫ জন নিহতের ঘটনায় মামলা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার জাগলার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র সংঘর্ষে পাঁচজন নিহতের ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। এ মামলায় ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

আলোচিত খবর

জুলাই সনদ সমর্থন করলে গণভোটে অবশ্যই হ্যাঁ ভোট দিন-প্রধান উপদেষ্টা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জুলাই সনদ সমর্থন করলে গণভোটে অবশ্যই হ্যাঁ সমর্থন
দিন-প্রধান উপদেষ্টা।

আরও পড়ুন

সর্বশেষ